০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
জাপানের মিতসুবিশির সাতশ পঞ্চাশ কোটি ডলারের বাজি, যুক্তরাষ্ট্রে শেল গ্যাস কিনে জ্বালানি দখলের পথে পোঙ্গল উৎসবে রাজনীতির রঙ, ভোটের আগে তামিলনাড়ুতে মোদি শাহ রাহুলের সরব উপস্থিতি চীনের নতুন কূটনৈতিক তৎপরতা: ব্রাসেলস এড়িয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক নরম করতে বেইজিংয়ের কৌশল দুবাই চেম্বার্সের রপ্তানি রেকর্ড, অর্থনীতিতে আস্থার নতুন মাইলফলক ইইউ ইউক্রেনের জন্য দ্রুত কিন্তু সীমিত সদস্যপদের ধারণা বিবেচনা করছে বিপির কম-কার্বন বিনিয়োগে বড় ধাক্কা, তেল ও গ্যাসে ফেরার ইঙ্গিত মার্কিন শুল্কে চাপে চীনা সংস্থা, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ব্যবহারে খরচ বাড়ার আশঙ্কা অভিনয়ের আপস না করার জেদই তাঁকে শীর্ষে তুলেছে: ওয়াগনার মৌরার গোল্ডেন গ্লোব জয় প্রযুক্তি স্বনির্ভরতার পথে চীনের কড়া অবস্থান, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা চিপে নতুন নিয়ন্ত্রণ শীতেও স্বস্তি নেই রান্নাঘরে

হাভানায় মার্কিন দূতাবাসের সামনে কিউবার গণসমাবেশ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

হাভানায় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের কথিত সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কিউবানরা। মাদুরো কিউবার দীর্ঘদিনের মিত্র।

ধূসর আকাশ আর ঝোড়ো বাতাসের মধ্যে রাজধানীর মালেকন উপকূলীয় সড়কে কিউবা ও ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। শীতের জন্য অনেকের মাথায় টুপি ও গায়ে ভারী পোশাক দেখা যায়। সাগরের ঢেউয়ের শব্দের সঙ্গে সঙ্গে শোনা যায় স্লোগান।

যুক্তরাষ্ট্র–কিউবা উত্তেজনা চরমে

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় কিউবার সেনা ও গোয়েন্দা বাহিনীর বত্রিশ সদস্য নিহত হওয়ার খবর প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, নিহতরা মাদুরোকে রক্ষার দায়িত্বে ছিলেন। কয়েক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্র ও কিউবার বাহিনীর প্রথম সরাসরি সংঘর্ষ।

প্রেসিডেন্ট দিয়াজ-কানেলের কঠোর বার্তা

সমাবেশে উপস্থিত ছিলেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। জলপাই রঙের সামরিক পোশাকে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিউবানরা ঐক্যবদ্ধ থাকবে। দূতাবাস ভবনের দিকে আঙুল তুলে তিনি ঘোষণা করেন, সাম্রাজ্যবাদীদের ভয় করার কিছু নেই এবং হুমকিতে কিউবা মাথা নত করবে না।

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' বললেন কিউবার  প্রেসিডেন্ট | Barta Bazar

হোয়াইট হাউসের হুঁশিয়ারি

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল ও অর্থ আর কিউবার কাছে যাবে না। তিনি হাভানাকে সতর্ক করে বলেন, দেরি হওয়ার আগেই সমঝোতায় আসতে হবে। এই মন্তব্যের জবাবে দিয়াজ-কানেল বলেন, কিউবা প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত মাতৃভূমি রক্ষা করবে।

White House Shooting: 'এরা পশু, মূল্য চোকাতেই হবে', হোয়াইট হাউসের কাছে  গুলি চলতেই হুঁশিয়ারি ট্রাম্পের | Donald Trump Warns After Shooting Near White  House says “Animal like Act, Will ...

দীর্ঘ বৈরিতার নতুন অধ্যায়

ফ্লোরিডা উপকূল থেকে মাত্র নব্বই মাইল দূরে অবস্থিত কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল। সাম্প্রতিক ঘটনাবলী সেই বৈরিতাকে নতুন নিম্ন স্তরে নামিয়ে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জনপ্রিয় সংবাদ

জাপানের মিতসুবিশির সাতশ পঞ্চাশ কোটি ডলারের বাজি, যুক্তরাষ্ট্রে শেল গ্যাস কিনে জ্বালানি দখলের পথে

হাভানায় মার্কিন দূতাবাসের সামনে কিউবার গণসমাবেশ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

০১:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

হাভানায় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের কথিত সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কিউবানরা। মাদুরো কিউবার দীর্ঘদিনের মিত্র।

ধূসর আকাশ আর ঝোড়ো বাতাসের মধ্যে রাজধানীর মালেকন উপকূলীয় সড়কে কিউবা ও ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। শীতের জন্য অনেকের মাথায় টুপি ও গায়ে ভারী পোশাক দেখা যায়। সাগরের ঢেউয়ের শব্দের সঙ্গে সঙ্গে শোনা যায় স্লোগান।

যুক্তরাষ্ট্র–কিউবা উত্তেজনা চরমে

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় কিউবার সেনা ও গোয়েন্দা বাহিনীর বত্রিশ সদস্য নিহত হওয়ার খবর প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, নিহতরা মাদুরোকে রক্ষার দায়িত্বে ছিলেন। কয়েক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্র ও কিউবার বাহিনীর প্রথম সরাসরি সংঘর্ষ।

প্রেসিডেন্ট দিয়াজ-কানেলের কঠোর বার্তা

সমাবেশে উপস্থিত ছিলেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। জলপাই রঙের সামরিক পোশাকে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিউবানরা ঐক্যবদ্ধ থাকবে। দূতাবাস ভবনের দিকে আঙুল তুলে তিনি ঘোষণা করেন, সাম্রাজ্যবাদীদের ভয় করার কিছু নেই এবং হুমকিতে কিউবা মাথা নত করবে না।

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' বললেন কিউবার  প্রেসিডেন্ট | Barta Bazar

হোয়াইট হাউসের হুঁশিয়ারি

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল ও অর্থ আর কিউবার কাছে যাবে না। তিনি হাভানাকে সতর্ক করে বলেন, দেরি হওয়ার আগেই সমঝোতায় আসতে হবে। এই মন্তব্যের জবাবে দিয়াজ-কানেল বলেন, কিউবা প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত মাতৃভূমি রক্ষা করবে।

White House Shooting: 'এরা পশু, মূল্য চোকাতেই হবে', হোয়াইট হাউসের কাছে  গুলি চলতেই হুঁশিয়ারি ট্রাম্পের | Donald Trump Warns After Shooting Near White  House says “Animal like Act, Will ...

দীর্ঘ বৈরিতার নতুন অধ্যায়

ফ্লোরিডা উপকূল থেকে মাত্র নব্বই মাইল দূরে অবস্থিত কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল। সাম্প্রতিক ঘটনাবলী সেই বৈরিতাকে নতুন নিম্ন স্তরে নামিয়ে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।