তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ফসল উৎসব পোঙ্গল এবার শুধু আনন্দ আর কৃতজ্ঞতার আবেশে সীমাবদ্ধ থাকেনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই উৎসব ঘিরেই তামিলনাড়ুর রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে জাতীয় স্তরের নেতাদের সক্রিয় বার্তা ও কৌশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে পোঙ্গল উৎসব পরিণত হয়েছে উচ্চ প্রোফাইল রাজনৈতিক মঞ্চে।
উৎসবের আবহে জাতীয় রাজনীতি
উৎসবকালেই জাতীয় নেতাদের ধারাবাহিক উপস্থিতি দেখিয়ে দিয়েছে, দেশের রাজনীতিতে তামিলনাড়ুর গুরুত্ব ক্রমশ বাড়ছে। ভোটের বছরে এই রাজ্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী সব শিবিরই নিজেদের অবস্থান জোরদার করতে মাঠে নেমেছে।

মোদির পোঙ্গল বার্তা
বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগনের বাসভবনে পোঙ্গল উদযাপনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই উৎসব এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাবনাকে আরও দৃঢ় করে। তাঁর কথায়, তামিল সংস্কৃতি শুধু ভারতের সম্পদ নয়, মানবজাতির যৌথ ঐতিহ্য। এদিন তিনি প্রার্থনা করেন এবং গরুকে খাদ্য খাওয়ান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ পোঙ্গল বিশ্বব্যাপী পালিত উৎসবে পরিণত হয়েছে। বিশ্বের নানা প্রান্তে থাকা তামিল সম্প্রদায় ও তামিল সংস্কৃতিপ্রেমীরা এই উৎসব উদযাপন করেন। তিনি নিজেকেও সেই উৎসব প্রেমীদের একজন বলে উল্লেখ করেন। মোদি আরও বলেন, পোঙ্গল মানুষকে খাদ্যদাতা কৃষক, পৃথিবী ও সূর্যের প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে।
গত এক বছরে তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত নানা কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি গঙ্গাইকোণ্ড চোলাপুরমের হাজার বছরের প্রাচীন মন্দিরে প্রার্থনা, বারাণসীতে কাশী তামিল সঙ্গমম এবং রামেশ্বরমে পামবান সেতুর উদ্বোধনের স্মৃতি ভাগ করে নেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তিনি আবারও বলেন, তামিল ইতিহাস ও সংস্কৃতির মহিমা ভারত ছাড়িয়ে মানব সভ্যতার সম্পদ।

তিরুচিরাপল্লিতে অমিত শাহ
এর আগেই তিরুচিরাপল্লিতে মোদি পোঙ্গল নামে পরিচিত এক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি দলীয় কর্মীদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন। বর্তমানে ভারতীয় জনতা পার্টি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমের সঙ্গে জোটে রয়েছে।
পাঁচ জানুয়ারি মান্নারপুরামে অনুষ্ঠিত পোঙ্গল অনুষ্ঠানে এক হাজার আটটি মাটির হাঁড়ি দিয়ে আচার পালন করা হয়। নম্মা উরু মোদি পোঙ্গল ভিঝা শীর্ষক এই আয়োজনের উদ্দেশ্য ছিল তামিল সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি যুক্ত করা। সফরকালে অমিত শাহ জাম্বুকেশ্বরর ও রঙ্গনাথস্বামী মন্দিরে প্রার্থনাও করেন। তাঁর সঙ্গে ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও তামিলনাড়ুর শীর্ষ নেতারা।

রাহুল গান্ধীর তামিলনাড়ু সফর
অন্যদিকে মঙ্গলবার তামিলনাড়ু সফরে এসে নীলগিরির উদগমণ্ডলমে একটি স্কুলে পোঙ্গল উদযাপনে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস কর্মীরা তাঁকে তামিল রাজনীতিতে প্রভাবশালী নেতাদের জন্য ব্যবহৃত তলাইভা উপাধিতে পোস্টারে তুলে ধরেন। এই সফরকে দ্রাবিড় মুন্নেত্র কড়গম নেতৃত্বাধীন জোটে কংগ্রেসের অবস্থান মজবুত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
তবে জোটের ভেতরে ইতিমধ্যেই টানাপোড়েন স্পষ্ট। জয়ের ক্ষেত্রে ক্ষমতায় অংশীদার দাবি তুলতে শুরু করেছে কংগ্রেস। এই দাবি সরাসরি নাকচ করেছেন দ্রাবিড় মুন্নেত্র কড়গমের শীর্ষ নেতৃত্ব। মন্ত্রী আই পেরিয়াসামি স্পষ্ট করে জানিয়েছেন, তামিলনাড়ুতে একক দলীয় শাসনই রাজ্যের পছন্দ, জোট সরকার হবে না।
সারাক্ষণ রিপোর্ট 



















