সংযুক্ত আরব আমিরাত আজ শনিবার চতুর্থবারের মতো পালন করছে ‘সংকল্পের দিন’। এই দিনটি আমিরাতের জনগণের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্বের সঙ্গে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয়ভাবে আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে তুলে ধরা হচ্ছে ঐক্য, সংহতি ও জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকারের বার্তা।
ঐক্যের প্রতীক হিসেবে আকাশে প্রদর্শনী
সংকল্পের দিন উপলক্ষে সাতটি আমিরাতজুড়ে আয়োজন করা হয়েছে বিশেষ বিমান প্রদর্শনী। আবুধাবি থেকে শুরু হয়ে দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ পর্যন্ত বিস্তৃত এই আকাশযাত্রায় অংশ নিচ্ছে বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান। এতে সহযোগিতা করছে আমিরাতের সশস্ত্র বাহিনী ও জাতীয় অ্যারোবেটিক দল ফুরসান আল এমারাত।
শেখ হামদানের ঐক্যের আহ্বান
দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দেশবাসীকে জাতীয় ঐক্যের প্রতীকী কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেন, প্রতি বছর ১৭ জানুয়ারি আমিরাতের জনগণ যে ঐক্য, সংহতি ও দৃঢ়তার পরিচয় দেয়, তা স্মরণ করার দিন এটি। সকাল এগারোটায় জাতীয় সংগীতের সঙ্গে সবাই যেন দেশকে এগিয়ে নেওয়ার নতুন শপথ নেয়, সেই আহ্বান জানান তিনি।
শান্তি ও নিরাপত্তায় রাষ্ট্রীয় অঙ্গীকার
সংকল্পের দিন কেবল একটি আনুষ্ঠানিক স্মরণোৎসব নয়, বরং এটি আমিরাতের স্থিতিশীলতা ও সংকট মোকাবিলার প্রস্তুতির প্রতীক। উন্নত প্রতিরক্ষা সক্ষমতা, কৌশলগত মিত্রতা এবং জনগণের ঐক্যকে জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয় এই দিনে।
সন্ত্রাসবিরোধী অবস্থান ও মানবিক ভূমিকা
সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে সোচ্চার। ইয়েমেন সংকটে দেশটির ভূমিকা এই অবস্থানের স্পষ্ট উদাহরণ। সশস্ত্র বাহিনীর উদ্যোগে সেখানে চরমপন্থি গোষ্ঠীর প্রভাব হ্রাস করা হয় এবং একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
গালফ অব এডেন, বাব আল মান্দাব প্রণালি ও পশ্চিম উপকূলীয় অঞ্চল সুরক্ষার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যপথ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমিরাত। পাশাপাশি দারিদ্র্য, রোগব্যাধি ও অবকাঠামো ধ্বংসে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য চালু করা হয়েছে উন্নয়ন ও জরুরি সহায়তা কর্মসূচি।
বিশ্বমঞ্চে দায়িত্বশীল অবস্থান
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটে সক্রিয় অংশগ্রহণ আমিরাতের নীতির গুরুত্বপূর্ণ অংশ। উগ্রবাদ নির্মূলে সম্মিলিত বৈশ্বিক দায়িত্বের যে বার্তা দেশটি দীর্ঘদিন ধরে দিয়ে আসছে, সংকল্পের দিন সেই বার্তাকেই আরও দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেয়।
সারাক্ষণ রিপোর্ট 



















