ভারতীয় বংশোদ্ভূত তরুণ ক্রিকেটার দিলপ্রীত বাজওয়াকে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে কানাডা দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বুধবার ঘোষিত পনেরো সদস্যের দলে প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব পেলেন বাইশ বছর বয়সী এই ব্যাটার।
বিশ্বমঞ্চে প্রথমবার নেতৃত্বের দায়িত্ব
নয়টি একদিনের আন্তর্জাতিক ও সতেরোটি টি–টোয়েন্টি আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা থাকা দিলপ্রীত বাজওয়া বিশ্বকাপের মঞ্চে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ। কানাডা তাদের দ্বিতীয় বিশ্বকাপ অভিযানে অংশ নিচ্ছে।
শক্তিশালী গ্রুপে কানাডার চ্যালেঞ্জ
গ্রুপ ডিতে কানাডার প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আগামী নয় ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কানাডার অভিযান। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে।

বাজওয়ার ব্যাটে ভরসা
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে চারটি অর্ধশতক ও একশ তেত্রিশের বেশি স্ট্রাইক রেট নিয়ে কানাডার ব্যাটিং শক্তির অন্যতম ভরসা দিলপ্রীত বাজওয়া। দলে তার সঙ্গে থাকছেন শক্তিশালী ব্যাটার যুবরাজ সামরা, সাবেক অধিনায়ক সাদ বিন জাফর, দিলন হেইলিগার, নিকোলাস কিরটন ও নাভনিত ধালিওয়ালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বিশ্বকাপে ওঠার পথ
আমেরিকা আঞ্চলিক বাছাই পর্বে টানা ছয় ম্যাচ জিতে কানাডা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আগের বিশ্বকাপে তারা গ্রুপ পর্বে চতুর্থ হয়েছিল, যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল দলটি।
দল ঘোষণা
ঘোষিত দলে রয়েছেন অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সঙ্গে অজয়ভীর হুন্ডাল, অংশ প্যাটেল, দিলন হেইলিগার, হার্শ ঠাকর, জাস্কারানদীপ বাট্টার, কালিম সানা, কানওয়ারপাল তাথগুর, নাভনিত ধালিওয়াল, নিকোলাস কিরটন, রবিন্দরপাল সিং, সাদ বিন জাফর, শিবম শর্মা, শ্রেয়াস মভভা ও যুবরাজ সামরা।
সারাক্ষণ রিপোর্ট 


















