রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।
নিহতের পরিচয়
নিহত শিশুর নাম মো. জাহিদ। তার বয়স ছিল ১১ বছর। পরিবার সূত্রে জানা যায়, সে ওই এলাকারই বাসিন্দা।

দুর্ঘটনার বিবরণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোববার রাত প্রায় সাড়ে বারোটার দিকে জাহিদ রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
দুর্ঘটনার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















