নিরাপত্তা উদ্বেগে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে একাধিক দফা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সিদ্ধান্তকে যৌক্তিক বলে সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও আপাতত স্থগিত করেছে পাকিস্তান।
বাংলাদেশের সিদ্ধান্তে পাকিস্তানের সমর্থন
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগকে পুরোপুরি গ্রহণযোগ্য মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবির ভারত সফর না করার সিদ্ধান্তকে তারা নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। পিসিবির মতে, কোনো দলের নিরাপত্তা শঙ্কা থাকলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
আইসিসির সমাধান না এলে পাকিস্তানের কঠোর অবস্থান
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে। এমনকি শেষ পর্যন্ত টুর্নামেন্টে না খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এই কারণেই পাকিস্তান দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আয়োজক দেশের চাপ প্রয়োগের বিরোধিতা
পিসিবির একটি সূত্র জানিয়েছে, আয়োজক হওয়ার অজুহাতে কোনো দেশের ওপর চাপ সৃষ্টি করা বা পরোক্ষ হুমকি দেওয়া সমীচীন নয়। ক্রিকেটের স্বার্থে সব দলের নিরাপত্তা ও সম্মান সমানভাবে রক্ষা করা উচিত বলে মনে করে পাকিস্তান বোর্ড।
ঢাকায় আইসিসি–বিসিবি বৈঠক
বাংলাদেশের ভেন্যু–সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে শনিবার ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন। একই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবির অটল অবস্থান
আইসিসির সঙ্গে আলোচনার পরও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি। বৈঠকে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হলেও নিরাপত্তা প্রশ্নে বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা
বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
আয়ারল্যান্ডের অবস্থান
এদিকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে মূল সূচিতে কোনো পরিবর্তন হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী তারা শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলোই খেলবে বলে নিশ্চিত করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















