বেতন কমিশনের সুপারিশ জমা পড়লেই তা সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এই পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর একাধিক কমিটি সেটি পরীক্ষা করবে। সব দিক বিবেচনা করেই বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পর্যালোচনায় লাগতে পারে কয়েক মাস
অর্থ উপদেষ্টা বলেন, যাচাই ও পর্যালোচনার এই প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি ইঙ্গিত দেন।
তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশন আগামী বুধবার, ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।
সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন বলে আশা
ড. সালেহউদ্দিন বলেন, বেতন কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন বলে তিনি আশাবাদী। তার ভাষায়, কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সুপারিশগুলো প্রণয়ন করেছেন।
বেতন বাড়লে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে বাজারে কোনো বিরূপ প্রভাব পড়বে না। সরকার সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে, যা বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
-medium.webp)
নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই
আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে বেতন বৃদ্ধি সম্পর্কিত কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানান, এই বিষয়টির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
বেতন কমিশনের কাজের প্রশংসা
বর্তমান বেতন কমিশনের কাজকে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, কমিশনের সদস্যরা প্রস্তাব তৈরির সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করেছেন।
তিনি জানান, সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন, অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও প্রবীণ নাগরিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছে কমিশন।
সব দাবি পূরণ সম্ভব নয়
অর্থ উপদেষ্টা স্বীকার করেন, সব দাবি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে যতটা বাস্তবসম্মত, বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর চাহিদা ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে।
একই সঙ্গে তিনি আবারও জানান, কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন করা হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। চূড়ান্ত অনুমোদনের আগে সব সুপারিশই পর্যালোচনার আওতায় থাকবে।
এনবিআর সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত
জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, জাতীয় প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন কমিটিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি পৃথক শাখায় ভাগ করা হবে। একটি শাখা কর নীতির দায়িত্বে থাকবে, অন্যটি কর প্রশাসনের দায়িত্ব পালন করবে। বিদ্যমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কাঠামো বাতিল করা হবে বলেও তিনি জানান।
কর নীতিতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আসছে
অর্থ উপদেষ্টা জানান, আগামী ২৭ জানুয়ারি ড. নাসিরউদ্দিন আহমেদ কর নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। ভবিষ্যতের রাজস্ব ব্যবস্থাপনার বহু দিক এই প্রতিবেদনের ওপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন।
সংস্কারই সরকারের উত্তরাধিকার
নিজেদের দায়িত্বকাল নিয়ে মন্তব্য করতে গিয়ে ড. সালেহউদ্দিন বলেন, বর্তমান প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যৎ সরকারের জন্য ইতিবাচক উত্তরাধিকার হিসেবে থাকবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজে বেতন কমিশনের প্রতিবেদন গ্রহণ করবেন—এতেই বোঝা যায় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















