০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলা–সংযোগ থাকা সপ্তম তেলবাহী জাহাজ আটক বিশ্বমানের পেট্রোকেমিক্যাল কারখানায় শক্তি জোগাতে চীনের অভিনব তিন রিঅ্যাক্টর পারমাণবিক ব্যবস্থা চীনের ক্রয়ক্ষমতা কাজে লাগিয়ে ইউয়ানের বৈশ্বিক ব্যবহার বাড়ানোর আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর নির্বাচনী বাজি কেন চীনের সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে পারবে না হারিস রউফের বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চিত ভারতের জন্য আরও এক মাস আকাশসীমা বন্ধ রাখল পাকিস্তান গাজা শান্তি বোর্ডে যুক্ত হতে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ গ্রহণ করল সংযুক্ত আরব আমিরাত শীতে বারবিকিউ খাবারে ভাইরাসজনিত অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন চিকিৎসকেরা ইউএন শরণার্থী সংস্থার কার্যালয়ে ইসরায়েলি ভাঙচুর, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ ইন্টারনেট বন্ধে বিপর্যস্ত ইরানের ব্যবসা, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের পাঁচশ শতাংশ শুল্ক হুমকি, রুশ তেল নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচশ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, ট্রাম্প প্রশাসন পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ভারত রুশ তেল কেনা বন্ধ করেছে। তবে এই শুল্ক হুমকির মূল লক্ষ্য ভারত নয়, বরং চীন।

মার্কিন শুল্ক ক্ষমতা নিয়ে বক্তব্য
মঙ্গলবার এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর পাঁচশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের জন্য সিনেটের আলাদা অনুমোদন ট্রাম্পের প্রয়োজন নেই। তাঁর মতে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিতে পারেন। যদিও সিনেট চাইছে বিষয়টি আইনি অনুমোদনের মাধ্যমে নিশ্চিত করতে।

Can't stomach Trump's absurd tariff math': US treasury secretary 'looking  for exit door' after tariffs ruin his credibility

ভারত প্রসঙ্গে কী বললেন বেসেন্ট
ভারত সম্পর্কে বেসেন্টের বক্তব্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি ধীরে ধীরে সেই আমদানি কমিয়ে সম্পূর্ণ বন্ধ করেছে। তাঁর ভাষায়, বর্তমানে ভারত আর রুশ তেল কিনছে না।

500% Tariff Threat Over Russian Oil: What US Treasury Chief Said On India  China And Europe At Davos

ইউরোপ ও চীনের দিকে অভিযোগের তীর
বেসেন্ট ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, যুদ্ধ শুরুর চার বছর পরও ইউরোপ রাশিয়ার তেল কিনে কার্যত নিজের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ জোগাচ্ছে। একই সঙ্গে তিনি চীনের দিকেও আঙুল তোলেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই রাশিয়ার তেল কেনার কারণে চীনের ওপর পাঁচশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে।

সিনেটের প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিল
যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবিত রাশিয়া নিষেধাজ্ঞা বিলের মাধ্যমে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চান। তাঁর বক্তব্য, সস্তা রুশ তেল কেনা বন্ধ করাতে এই বিল প্রেসিডেন্টকে বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সুযোগ দেবে।

Donald Trump news: US Treasury boss Scott Bessent thaws on 'unsustainable'  China tariffs | The Nightly

ভারতের সরকারি প্রতিক্রিয়া
এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিল নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সব ধরনের অগ্রগতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জ্বালানি নীতি নির্ধারিত হয় বৈশ্বিক বাজার পরিস্থিতি ও বাস্তবতার ভিত্তিতে।

সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার বার্তা
ভারত পুনরায় জানিয়েছে, একশ চল্লিশ কোটির বেশি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্য সামনে রেখেই দেশটি বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত নিয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলা–সংযোগ থাকা সপ্তম তেলবাহী জাহাজ আটক

যুক্তরাষ্ট্রের পাঁচশ শতাংশ শুল্ক হুমকি, রুশ তেল নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন মার্কিন অর্থমন্ত্রী

০১:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচশ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, ট্রাম্প প্রশাসন পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ভারত রুশ তেল কেনা বন্ধ করেছে। তবে এই শুল্ক হুমকির মূল লক্ষ্য ভারত নয়, বরং চীন।

মার্কিন শুল্ক ক্ষমতা নিয়ে বক্তব্য
মঙ্গলবার এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর পাঁচশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের জন্য সিনেটের আলাদা অনুমোদন ট্রাম্পের প্রয়োজন নেই। তাঁর মতে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিতে পারেন। যদিও সিনেট চাইছে বিষয়টি আইনি অনুমোদনের মাধ্যমে নিশ্চিত করতে।

Can't stomach Trump's absurd tariff math': US treasury secretary 'looking  for exit door' after tariffs ruin his credibility

ভারত প্রসঙ্গে কী বললেন বেসেন্ট
ভারত সম্পর্কে বেসেন্টের বক্তব্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি ধীরে ধীরে সেই আমদানি কমিয়ে সম্পূর্ণ বন্ধ করেছে। তাঁর ভাষায়, বর্তমানে ভারত আর রুশ তেল কিনছে না।

500% Tariff Threat Over Russian Oil: What US Treasury Chief Said On India  China And Europe At Davos

ইউরোপ ও চীনের দিকে অভিযোগের তীর
বেসেন্ট ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, যুদ্ধ শুরুর চার বছর পরও ইউরোপ রাশিয়ার তেল কিনে কার্যত নিজের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ জোগাচ্ছে। একই সঙ্গে তিনি চীনের দিকেও আঙুল তোলেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই রাশিয়ার তেল কেনার কারণে চীনের ওপর পাঁচশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে।

সিনেটের প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিল
যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবিত রাশিয়া নিষেধাজ্ঞা বিলের মাধ্যমে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চান। তাঁর বক্তব্য, সস্তা রুশ তেল কেনা বন্ধ করাতে এই বিল প্রেসিডেন্টকে বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সুযোগ দেবে।

Donald Trump news: US Treasury boss Scott Bessent thaws on 'unsustainable'  China tariffs | The Nightly

ভারতের সরকারি প্রতিক্রিয়া
এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিল নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সব ধরনের অগ্রগতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জ্বালানি নীতি নির্ধারিত হয় বৈশ্বিক বাজার পরিস্থিতি ও বাস্তবতার ভিত্তিতে।

সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার বার্তা
ভারত পুনরায় জানিয়েছে, একশ চল্লিশ কোটির বেশি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্য সামনে রেখেই দেশটি বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত নিয়ে থাকে।