যুক্তরাষ্ট্রজুড়ে জোরালোভাবে শুরু হয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত অভিযান। নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় আইসের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে। এই অভিযানের আওতায় শুধু অবৈধ অভিবাসী নয়, সিটিজেন ও গ্রিনকার্ডধারীসহ বৈধ অভিবাসীরাও রাস্তায় চলাচলের সময় জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র সঙ্গে না থাকায় আটক হয়ে ডিটেনশন সেন্টারে নেওয়ার ঘটনাও ঘটছে।

চলাচল বিষয়ে আইনজীবীদের সতর্কবার্তা
বর্তমান পরিস্থিতিতে আইনজীবীরা সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ইমিগ্রেশন অভিযান চলমান থাকায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে এবং দৈনন্দিন চলাফেরা যতটা সম্ভব সীমিত রাখার কথা বলা হয়েছে। এতে অপ্রয়োজনীয় হয়রানি ও ঝুঁকি এড়ানো সহজ হবে।
বৈধ কাগজপত্র সঙ্গে রাখার গুরুত্ব
যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী জানিয়েছেন, প্রত্যেক অভিবাসীর উচিত ইমিগ্রেশন সংক্রান্ত সব বৈধ কাগজপত্র বা পরিচয়প্রমাণ সবসময় সঙ্গে রাখা। কোথাও আইসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে তাৎক্ষণিকভাবে বৈধ কাগজ দেখাতে পারলে অযথা আটক বা ভোগান্তির সম্ভাবনা কমে যায়।

আইনজীবীর সঙ্গে যোগাযোগ প্রস্তুত রাখার পরামর্শ
যাদের এখনো সিটিজেনশিপ বা গ্রিনকার্ড হয়নি, তাদের জন্য বিশেষ সতর্কতার কথা উল্লেখ করেছেন তিনি। এমন ব্যক্তিদের উচিত নিজ নিজ আইনজীবীর ফোন নম্বর সবসময় কাছে রাখা, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনি সহায়তার জন্য যোগাযোগ করা যায়।
সারাক্ষণ রিপোর্ট 



















