০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
টোরিদের ঘুরে দাঁড়ানোর লড়াই, ফারাজের চাপ আর অর্থনীতির নতুন হিসাব চীনের স্বর্ণ দখলের নতুন চাল: কানাডার অ্যালায়েড গোল্ড কিনছে জিজিন, চুক্তির মূল্য প্রায় চারশ কোটি ডলার চীনা সিনোকেম ও পিরেল্লির দ্বন্দ্বে নতুন সমাধান প্রস্তাব, ইতালিতে বাড়ছে সরকারি হস্তক্ষেপের ইঙ্গিত পূর্ব কঙ্গোতে আইএস–ঘনিষ্ঠ জঙ্গিদের রক্তক্ষয়, গ্রামে হামলায় অন্তত বাইশ বেসামরিক নিহত ভূমধ্যসাগরে মৃত্যুফাঁদে অভিবাসন: ঝড়ের মধ্যে নৌযাত্রায় শতাধিক নিখোঁজ বা নিহতের আশঙ্কা আয়ের অনুপাতে খরচ ভাগ, সমান নয় তবু ন্যায্য দাম্পত্য অর্থনীতি একটি ঘোড়াকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা শাজিদ হত্যার ছয় মাস পরও বিচার না হওয়ায় প্রোক্টরের পদত্যাগ দাবি আইইউ ছাত্রদলের দেশের অর্থ লুট চিরতরে বন্ধ হবে, জামায়াত ক্ষমতায় এলে ডা. শফিকুর রহমান আইসিসির কৌশলে বাংলাদেশ প্রস্তুত, পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত

বন্ড সুবিধার অপব্যবহারে সংকটে দেশের বস্ত্রশিল্প

রপ্তানিকারকদের সহায়তার উদ্দেশ্যে চালু করা বন্ড সুবিধা এখন দেশের বস্ত্রশিল্পের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিয়ে ভুয়া তথ্য দেখিয়ে অতিরিক্ত সুতা ও কাপড় আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি দেশীয় স্পিনিং ও উইভিং মিলগুলো ধীরে ধীরে টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে।

বন্ড সুবিধার নামে অনিয়ম
উদ্যোক্তারা জানান, বন্ডেড ওয়্যারহাউজ ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে একটি চক্র নিয়মিতভাবে সুতা ও কাপড় বাজারে ছাড়ছে। কাগজে কম মানের বা কম পরিমাণ দেখিয়ে বাস্তবে বেশি ও উন্নত মানের সুতা আমদানি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন কারখানার নামেও কাঁচামাল আনা হচ্ছে, যা পরে খোলাবাজারে বিক্রি হয়ে যাচ্ছে।

খোলাবাজারে অবাধ বিক্রি
নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিনাশুল্কে আমদানিকৃত সুতা ও কাপড় কম দামে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। এসব পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় মিলগুলো টিকতে পারছে না। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও কাপড় অনেক সময় অবিক্রীত থেকে যাচ্ছে।

দেশীয় শিল্পের ওপর চাপ
এই অনিয়মের কারণে প্রাইমারি টেক্সটাইল খাত ইতোমধ্যে বড় ক্ষতির মুখে পড়েছে। অনেক কারখানা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, কিছু কারখানা বন্ধও হয়ে গেছে। উদ্যোক্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি চলতে থাকলে বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে এবং ব্যাংকঋণ পরিশোধে সংকট তৈরি হবে।

বন্ড সুবিধার অপব্যবহারে বস্ত্রশিল্প হুমকির মুখে

 

অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা
টেক্সটাইল ও পোশাক খাত দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাত দুর্বল হয়ে পড়লে কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা।

সমাধানে দ্রুত উদ্যোগের দাবি
উদ্যোক্তাদের মতে, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধে কঠোর নজরদারি, নিয়মিত তদারকি ও স্বচ্ছ তদন্ত জরুরি। এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশের প্রাইমারি বস্ত্রশিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে তারা সতর্ক করেছেন।

জনপ্রিয় সংবাদ

টোরিদের ঘুরে দাঁড়ানোর লড়াই, ফারাজের চাপ আর অর্থনীতির নতুন হিসাব

বন্ড সুবিধার অপব্যবহারে সংকটে দেশের বস্ত্রশিল্প

১১:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

রপ্তানিকারকদের সহায়তার উদ্দেশ্যে চালু করা বন্ড সুবিধা এখন দেশের বস্ত্রশিল্পের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিয়ে ভুয়া তথ্য দেখিয়ে অতিরিক্ত সুতা ও কাপড় আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি দেশীয় স্পিনিং ও উইভিং মিলগুলো ধীরে ধীরে টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে।

বন্ড সুবিধার নামে অনিয়ম
উদ্যোক্তারা জানান, বন্ডেড ওয়্যারহাউজ ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে একটি চক্র নিয়মিতভাবে সুতা ও কাপড় বাজারে ছাড়ছে। কাগজে কম মানের বা কম পরিমাণ দেখিয়ে বাস্তবে বেশি ও উন্নত মানের সুতা আমদানি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন কারখানার নামেও কাঁচামাল আনা হচ্ছে, যা পরে খোলাবাজারে বিক্রি হয়ে যাচ্ছে।

খোলাবাজারে অবাধ বিক্রি
নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিনাশুল্কে আমদানিকৃত সুতা ও কাপড় কম দামে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। এসব পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় মিলগুলো টিকতে পারছে না। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও কাপড় অনেক সময় অবিক্রীত থেকে যাচ্ছে।

দেশীয় শিল্পের ওপর চাপ
এই অনিয়মের কারণে প্রাইমারি টেক্সটাইল খাত ইতোমধ্যে বড় ক্ষতির মুখে পড়েছে। অনেক কারখানা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, কিছু কারখানা বন্ধও হয়ে গেছে। উদ্যোক্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি চলতে থাকলে বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে এবং ব্যাংকঋণ পরিশোধে সংকট তৈরি হবে।

বন্ড সুবিধার অপব্যবহারে বস্ত্রশিল্প হুমকির মুখে

 

অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা
টেক্সটাইল ও পোশাক খাত দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাত দুর্বল হয়ে পড়লে কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা।

সমাধানে দ্রুত উদ্যোগের দাবি
উদ্যোক্তাদের মতে, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধে কঠোর নজরদারি, নিয়মিত তদারকি ও স্বচ্ছ তদন্ত জরুরি। এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশের প্রাইমারি বস্ত্রশিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে তারা সতর্ক করেছেন।