কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ওই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
দুর্ঘটনার সময় ও স্থান
সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল–২ ট্রেনটি ভৈরব বাজার জংশন ছেড়ে সামান্য সামনে এগোনোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেন চলাচল বন্ধের কারণ
মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। ফলে দীর্ঘ সময় ধরে রেল যোগাযোগ ব্যাহত থাকে এবং যাত্রীরা স্টেশনেই অপেক্ষায় থাকতে বাধ্য হন।

ঘটনার বিস্তারিত বিবরণ
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, ট্রেনটি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে এবং রাত দুইটা পঞ্চান্ন মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে। সেখানে সংকেত পাওয়ার পর জংশন থেকে প্রায় দেড়শ মিটার অগ্রসর হওয়ার সময় ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে সঙ্গে সঙ্গে আপ ও ডাউন—দুই লাইনই অচল হয়ে পড়ে।
উদ্ধার কার্যক্রমের অবস্থা
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















