জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন খুলনা-১ আসনে দলটির প্রার্থী কৃষ্ণ নন্দী। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে জামাই-আদরের মর্যাদায় থাকবে।
নির্বাচনি জনসভায় বক্তব্য
মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষ্ণ নন্দী। তিনি বলেন, হিন্দুদের মধ্যে একটি ভীতি ছড়ানো হয় যে জামায়াত ক্ষমতায় এলে তারা এ দেশে থাকতে পারবে না। এই প্রচারণা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরও সম্মান ও নিরাপত্তা পাবে।

ভোট কেনাবেচা নিয়ে মন্তব্য
কৃষ্ণ নন্দী তার বক্তব্যে ভোট কেনাবেচার সংস্কৃতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু ছাগল কেনাবেচা হয়, ভোট নয়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, টাকার বিনিময়ে যেন কেউ নিজের ভোট বিক্রি না করে।
সভায় উপস্থিত নেতারা
জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির শফিকুর রহমান।
খুলনা-১ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট
উপকূলীয় অঞ্চল দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই আসনে ভিন্নধর্মী রাজনৈতিক কৌশল নিয়েছে জামায়াতে ইসলামী।
হিন্দু প্রার্থী দিয়ে চমক

হিন্দু অধ্যুষিত এই আসনে জামায়াত তাদের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি অনেকের কাছে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।
প্রার্থীর পরিচয়
কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায়। তিনি জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। তার নিজ এলাকা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন করছেন। সে কারণে কৃষ্ণ নন্দীকে খুলনা-১ আসনে প্রার্থী করা হয়েছে।
ভোটার সাড়া নিয়ে আশাবাদ
জনসভা শেষে কৃষ্ণ নন্দী বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত তাকে সব ধর্মের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি দাবি করেন, সাধারণ ভোটারদের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন। সময় কিছুটা কম থাকলেও মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে এবং ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সারাক্ষণ রিপোর্ট 


















