ইউএনবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এলে তার দল বন্ধ হয়ে যাওয়া মিল ও কারখানা পুনরায় চালু করবে এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবে।
মঙ্গলবার খুলনার সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, আল্লাহর ইচ্ছা ও জনগণের রায়ে যদি জামায়াত রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পায়, তবে বন্ধ শিল্পকারখানা চালুর পাশাপাশি নতুন কারখানা স্থাপন করা হবে।

খুলনার শিল্প ও কৃষি খাতের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ভুল নীতি ও পূর্ববর্তী সরকারের ব্যাপক লুটপাটের কারণে বহু কারখানা বন্ধ হয়ে গেছে।
যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চায় না জামায়াত। তার ভাষায়, জামায়াত ভাতা নয়, কাজ দিতে চায়। কর্মসংস্থানের মাধ্যমে আমরা যুবসমাজের মর্যাদা ফিরিয়ে দিতে চাই। জুলাইয়ের গণআন্দোলনে তাদের অবদানের ঋণ সামান্য হলেও শোধ করতে চাই।
দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন।

নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানান জামায়াত আমির। তিনি বলেন, একদল পরিবার কার্ড বিতরণ করছে, আবার একই সঙ্গে নারীদের বিরুদ্ধে সহিংসতায় জড়াচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের রায়ের ওপর আস্থা রাখার অনুরোধ করেন।
সমাবেশে উপস্থিতদের প্রতি প্রতিটি নারী-পুরুষের ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আমরা ভোটারদের নিরাপদে ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছে দিতে চাই। আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমরা অভিশাপমুক্ত বাংলাদেশ চাই।
সারাক্ষণ রিপোর্ট 


















