০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
চীনা পর্যটক কমলেও স্বস্তিতে জাপান, ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা কম উদীয়মান চীন কীভাবে বৈশ্বিক জনসেবার সরবরাহকারী হয়ে উঠছে মুকাব প্রকল্পে হঠাৎ ব্রেক, ব্যয় ও বাস্তবতা নিয়ে নতুন করে ভাবছে সৌদি আরব কেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রাম্পের ধাক্কাকে ভয় পাওয়ার কিছু নেই বিশ্ব রাজনীতিতে নতুন মোড়: যুক্তরাষ্ট্র ছাড়াই ঝুঁকি কমাতে একজোট মধ্যম শক্তিধর দেশগুলো নতুন গ্যাস আবিষ্কার ঘিরে পালাওয়ানের উপকূলে নিরাপত্তা জোরদার করল ফিলিপাইন ফেরি ডুবিতে নিহত ১৮, নিখোঁজ ১০: দক্ষিণ ফিলিপাইনে ফের নৌ দুর্ঘটনার আতঙ্ক পাথরের সরঞ্জাম প্রমাণ করে চীনে এক লাখ ষাট হাজার বছর আগেই প্রযুক্তি বিপ্লব ঘটেছিলো ট্রাম্পের ‘ইয়ো-ইয়ো’ ডলার মন্তব্যে অস্বস্তি: যুক্তরাষ্ট্রের ট্রেজারি কি আর নিরাপদ আশ্রয় নয় পথচারীদের জন্য সীমিত রাফাহ খুলতে রাজি ইসরায়েল, শেষ জিম্মির মরদেহ উদ্ধারে নেতানিয়াহুর উচ্ছ্বাস

রাশিয়া–যুক্তরাষ্ট্রের কল্পিত ‘অ্যাঙ্কোরেজ সূত্র’: শান্তি আলোচনার আড়ালে মস্কোর নতুন কৌশল

আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সাম্প্রতিক শান্তি আলোচনাকে ঘিরে মস্কোর ভাষ্যে নতুন একটি শব্দ ঘুরে ফিরে আসছে—‘অ্যাঙ্কোরেজ সূত্র’। রুশ নেতৃত্বের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজে হওয়া এক শীর্ষ বৈঠকের ভিত্তিতেই নাকি এই সূত্র তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে সেই বৈঠক থেকে এমন কোনো সমঝোতা বা কাঠামোর অস্তিত্ব মেলে না। বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনায় নিজের অনমনীয় অবস্থান আড়াল করতেই রাশিয়া এই কল্পিত সূত্রের আশ্রয় নিচ্ছে।

অ্যাঙ্কোরেজ সূত্রের দাবি কোথা থেকে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রকাশ্যে বলেছেন, এ্যাঙ্করেজ সূত্রের অংশ হিসেবে ভূখণ্ডের প্রশ্ন রাশিয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও জানান, মস্কো এমন একটি শান্তি চুক্তি চায়, যা নাকি অ্যাঙ্কোরেজ বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে হওয়া মৌলিক বোঝাপড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Beware the 'Anchorage Formula': Why Russia has invented an agreement with  the US to mask its disdain for peace talks | CNN

বাস্তবতা বলছে ভিন্ন কথা
সমস্যা হলো, সেই আলোচিত বৈঠকে কোনো লিখিত বা মৌখিক সমঝোতা হয়নি। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট স্পষ্ট করেই বলেছিলেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। বরং ওই বৈঠকের পরপরই ওয়াশিংটনের সঙ্গে মস্কোর দূরত্ব বেড়েছে। ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা জোরদার করা হয়েছে, রুশ জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা ও এসেছে।

কল্পিত সূত্রে বাস্তবতা ঢাকার চেষ্টা
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুলোর মতে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ্যাঙ্করেজ বৈঠককে একটি যৌথ বোঝাপড়া হিসেবে তুলে ধরতে চাইছে। এতে করে আন্তর্জাতিক মহলে এমন ধারণা তৈরি হয় যে, শান্তির পথে বাধা আসলে ইউক্রেন। বাস্তবে মস্কোই আলোচনাকে জটিল করে তুলছে, অথচ কল্পিত সূত্র দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে।

Wednesday briefing: The view from ​Russia as ​Trump upends the world order  | Donald Trump | The Guardian

ক্রেমলিনের অস্পষ্টতা
এ্যাঙ্করেজ সূত্রের বিস্তারিত জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্রের জবাব ছিল এড়িয়ে যাওয়ার মতো। তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে বলা বাস্তবসম্মত নয়। এই অস্পষ্টতায় সন্দেহ আরও ঘনীভূত করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, এই তথাকথিত সূত্রের ব্যাখ্যা রাশিয়ার কাছ থেকেই জানতে হবে।

যুদ্ধের বাস্তব চিত্র ও চাপ
প্রায় চার বছরের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের মাত্র এক-পঞ্চমাংশ এলাকা দখল করতে পেরেছে। প্রাণহানি ও আহতের সংখ্যা বিপুল। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ছায়া নৌবহরের বিরুদ্ধে অভিযান, মিত্র হারানোর ধাক্কা এবং নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা ক্রেমলিনের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

Russia's 1.2 million casualties in Ukraine dwarf all its conflicts since  World War II, report says | CNN

প্রচার যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা
এই অবস্থায় ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগকে প্রচারমূলক সাফল্য হিসেবে দেখাতে চায়। এ্যাঙ্করেজ ্এর লালগালিচা সংবর্ধনার  স্মৃতি বারবার তুলে ধরে মস্কো বোঝাতে চাইছে, তারা এখনও পরাশক্তির মর্যাদায় আছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ই এখানে রাশিয়ার সবচেয়ে বড় প্রচারণার হাতিয়ার।

জনপ্রিয় সংবাদ

চীনা পর্যটক কমলেও স্বস্তিতে জাপান, ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা কম

রাশিয়া–যুক্তরাষ্ট্রের কল্পিত ‘অ্যাঙ্কোরেজ সূত্র’: শান্তি আলোচনার আড়ালে মস্কোর নতুন কৌশল

০১:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সাম্প্রতিক শান্তি আলোচনাকে ঘিরে মস্কোর ভাষ্যে নতুন একটি শব্দ ঘুরে ফিরে আসছে—‘অ্যাঙ্কোরেজ সূত্র’। রুশ নেতৃত্বের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজে হওয়া এক শীর্ষ বৈঠকের ভিত্তিতেই নাকি এই সূত্র তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে সেই বৈঠক থেকে এমন কোনো সমঝোতা বা কাঠামোর অস্তিত্ব মেলে না। বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনায় নিজের অনমনীয় অবস্থান আড়াল করতেই রাশিয়া এই কল্পিত সূত্রের আশ্রয় নিচ্ছে।

অ্যাঙ্কোরেজ সূত্রের দাবি কোথা থেকে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রকাশ্যে বলেছেন, এ্যাঙ্করেজ সূত্রের অংশ হিসেবে ভূখণ্ডের প্রশ্ন রাশিয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও জানান, মস্কো এমন একটি শান্তি চুক্তি চায়, যা নাকি অ্যাঙ্কোরেজ বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে হওয়া মৌলিক বোঝাপড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Beware the 'Anchorage Formula': Why Russia has invented an agreement with  the US to mask its disdain for peace talks | CNN

বাস্তবতা বলছে ভিন্ন কথা
সমস্যা হলো, সেই আলোচিত বৈঠকে কোনো লিখিত বা মৌখিক সমঝোতা হয়নি। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট স্পষ্ট করেই বলেছিলেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। বরং ওই বৈঠকের পরপরই ওয়াশিংটনের সঙ্গে মস্কোর দূরত্ব বেড়েছে। ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা জোরদার করা হয়েছে, রুশ জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা ও এসেছে।

কল্পিত সূত্রে বাস্তবতা ঢাকার চেষ্টা
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুলোর মতে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ্যাঙ্করেজ বৈঠককে একটি যৌথ বোঝাপড়া হিসেবে তুলে ধরতে চাইছে। এতে করে আন্তর্জাতিক মহলে এমন ধারণা তৈরি হয় যে, শান্তির পথে বাধা আসলে ইউক্রেন। বাস্তবে মস্কোই আলোচনাকে জটিল করে তুলছে, অথচ কল্পিত সূত্র দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে।

Wednesday briefing: The view from ​Russia as ​Trump upends the world order  | Donald Trump | The Guardian

ক্রেমলিনের অস্পষ্টতা
এ্যাঙ্করেজ সূত্রের বিস্তারিত জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্রের জবাব ছিল এড়িয়ে যাওয়ার মতো। তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে বলা বাস্তবসম্মত নয়। এই অস্পষ্টতায় সন্দেহ আরও ঘনীভূত করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, এই তথাকথিত সূত্রের ব্যাখ্যা রাশিয়ার কাছ থেকেই জানতে হবে।

যুদ্ধের বাস্তব চিত্র ও চাপ
প্রায় চার বছরের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের মাত্র এক-পঞ্চমাংশ এলাকা দখল করতে পেরেছে। প্রাণহানি ও আহতের সংখ্যা বিপুল। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ছায়া নৌবহরের বিরুদ্ধে অভিযান, মিত্র হারানোর ধাক্কা এবং নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা ক্রেমলিনের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

Russia's 1.2 million casualties in Ukraine dwarf all its conflicts since  World War II, report says | CNN

প্রচার যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা
এই অবস্থায় ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগকে প্রচারমূলক সাফল্য হিসেবে দেখাতে চায়। এ্যাঙ্করেজ ্এর লালগালিচা সংবর্ধনার  স্মৃতি বারবার তুলে ধরে মস্কো বোঝাতে চাইছে, তারা এখনও পরাশক্তির মর্যাদায় আছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ই এখানে রাশিয়ার সবচেয়ে বড় প্রচারণার হাতিয়ার।