০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
চীনা পর্যটক কমলেও স্বস্তিতে জাপান, ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা কম উদীয়মান চীন কীভাবে বৈশ্বিক জনসেবার সরবরাহকারী হয়ে উঠছে মুকাব প্রকল্পে হঠাৎ ব্রেক, ব্যয় ও বাস্তবতা নিয়ে নতুন করে ভাবছে সৌদি আরব কেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রাম্পের ধাক্কাকে ভয় পাওয়ার কিছু নেই বিশ্ব রাজনীতিতে নতুন মোড়: যুক্তরাষ্ট্র ছাড়াই ঝুঁকি কমাতে একজোট মধ্যম শক্তিধর দেশগুলো নতুন গ্যাস আবিষ্কার ঘিরে পালাওয়ানের উপকূলে নিরাপত্তা জোরদার করল ফিলিপাইন ফেরি ডুবিতে নিহত ১৮, নিখোঁজ ১০: দক্ষিণ ফিলিপাইনে ফের নৌ দুর্ঘটনার আতঙ্ক পাথরের সরঞ্জাম প্রমাণ করে চীনে এক লাখ ষাট হাজার বছর আগেই প্রযুক্তি বিপ্লব ঘটেছিলো ট্রাম্পের ‘ইয়ো-ইয়ো’ ডলার মন্তব্যে অস্বস্তি: যুক্তরাষ্ট্রের ট্রেজারি কি আর নিরাপদ আশ্রয় নয় পথচারীদের জন্য সীমিত রাফাহ খুলতে রাজি ইসরায়েল, শেষ জিম্মির মরদেহ উদ্ধারে নেতানিয়াহুর উচ্ছ্বাস

শশী থারুরের দ্বিতীয় অনুপস্থিতি, কংগ্রেসে বাড়ছে অস্বস্তি ও জল্পনা

কংগ্রেসের ভেতরের অস্বস্তি আবার ও প্রকাশ্যে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত রইলেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। সংসদের বাজেট অধিবেশন সামনে রেখে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণ বৈঠকে তাঁর না থাকা নতুন করে নেতৃত্বের সঙ্গে দূরত্বের গুঞ্জন উসকে দিল।

দুবাই সফরের ব্যাখ্যা
দলের সূত্রের দাবি, দুবাইয়ে একটি সাহিত্য উৎসবে অংশ নিয়ে দেশে ফেরার পথে থাকায় শশী থারুর বৈঠকে উপস্থিত হতে পারেননি। আগেই তিনি দলকে বিষয়টি জানিয়েছিলেন বলেও জানানো হয়েছে। দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।

Shashi Tharoor 'upset' with Rahul Gandhi's 'Kochi snub', to skip key Congress  meet: Report - India News | The Financial Express

কোচির ঘটনার পর ক্ষোভ
এর আগেই দিল্লিতে কেরালা বিধানসভা নির্বাচনের কৌশলগত বৈঠকে ও যাননি থারুর। তখন তিনি জানিয়েছিলেন, সংসদে তিনি কখনও দলের অবস্থানের বাইরে যাননি এবং নীতিগতভাবে তাঁর একমাত্র প্রকাশ্য ভিন্নমত ছিল একটি সামরিক অভিযানের প্রসঙ্গে। তবে দলীয় সূত্র বলছে, কোচিতে সাম্প্রতিক এক কর্মসূচিতে রাহুল গান্ধী মঞ্চে থাকা বারোজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করলেও শশী থারুরের নাম না নেওয়ায় তিনি নিজেকে অপমানিত ও উপেক্ষিত মনে করেন।

উপেক্ষিত হওয়ার অভিযোগ
ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, কেরালা থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তিন সদস্যের একজন হওয়া সত্ত্বেও বারবার তাঁকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করছেন থারুর। ওই দিন মঞ্চে একই সারিতে বসে ও তাঁর নাম না ডাকার ঘটনা ই সম্পর্কের টানাপড়েন কে প্রকাশ্যে এনে দেয়।

Tharoor is a misfit in Rahul's Congress. Why outspoken leaders are on  margins in all parties

কেরালার রাজনীতিতে প্রভাব
কেরালায় আগামী বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেখানে ক্ষমতাসীন বাম জোটকে সরাতে মরিয়া কংগ্রেস নেতৃত্বাধীন জোট, অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপিও। এমন সময় দলের ভেতরের এই টানাপড়েন নির্বাচনী প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

𝐒𝐡𝐚𝐬𝐡𝐢 𝐓𝐡𝐚𝐫𝐨𝐨𝐫 𝐭𝐨 𝐬𝐤𝐢𝐩 𝐤𝐞𝐲 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬 𝐦𝐞𝐞𝐭  𝐨𝐯𝐞𝐫 '𝐢𝐧𝐬𝐮𝐥𝐭' 𝐚𝐭 𝐑𝐚𝐡𝐮𝐥 𝐆𝐚𝐧𝐝𝐡𝐢'𝐬 𝐊𝐨𝐜𝐡𝐢  𝐞𝐯𝐞𝐧𝐭 Congress MP Shashi Tharoor will not participate in an upcoming  meeting called by the Congress high ...

অস্থায়ী সমঝোতার পর ফের দূরত্ব
গত ডিসেম্বরে লোকসভায় এক আলোচনায় দলের পক্ষে জোরালো বক্তব্য রেখে শশী থারুরের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু রাজ্যভিত্তিক মতপার্থক্য ও পুরনো ক্ষোভ আবারও সামনে চলে এসেছে। গত কয়েক মাসে অন্তত তিনবার বড় দলীয় বৈঠকে তাঁর অনুপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চীনা পর্যটক কমলেও স্বস্তিতে জাপান, ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা কম

শশী থারুরের দ্বিতীয় অনুপস্থিতি, কংগ্রেসে বাড়ছে অস্বস্তি ও জল্পনা

০১:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কংগ্রেসের ভেতরের অস্বস্তি আবার ও প্রকাশ্যে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত রইলেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। সংসদের বাজেট অধিবেশন সামনে রেখে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণ বৈঠকে তাঁর না থাকা নতুন করে নেতৃত্বের সঙ্গে দূরত্বের গুঞ্জন উসকে দিল।

দুবাই সফরের ব্যাখ্যা
দলের সূত্রের দাবি, দুবাইয়ে একটি সাহিত্য উৎসবে অংশ নিয়ে দেশে ফেরার পথে থাকায় শশী থারুর বৈঠকে উপস্থিত হতে পারেননি। আগেই তিনি দলকে বিষয়টি জানিয়েছিলেন বলেও জানানো হয়েছে। দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।

Shashi Tharoor 'upset' with Rahul Gandhi's 'Kochi snub', to skip key Congress  meet: Report - India News | The Financial Express

কোচির ঘটনার পর ক্ষোভ
এর আগেই দিল্লিতে কেরালা বিধানসভা নির্বাচনের কৌশলগত বৈঠকে ও যাননি থারুর। তখন তিনি জানিয়েছিলেন, সংসদে তিনি কখনও দলের অবস্থানের বাইরে যাননি এবং নীতিগতভাবে তাঁর একমাত্র প্রকাশ্য ভিন্নমত ছিল একটি সামরিক অভিযানের প্রসঙ্গে। তবে দলীয় সূত্র বলছে, কোচিতে সাম্প্রতিক এক কর্মসূচিতে রাহুল গান্ধী মঞ্চে থাকা বারোজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করলেও শশী থারুরের নাম না নেওয়ায় তিনি নিজেকে অপমানিত ও উপেক্ষিত মনে করেন।

উপেক্ষিত হওয়ার অভিযোগ
ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, কেরালা থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তিন সদস্যের একজন হওয়া সত্ত্বেও বারবার তাঁকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করছেন থারুর। ওই দিন মঞ্চে একই সারিতে বসে ও তাঁর নাম না ডাকার ঘটনা ই সম্পর্কের টানাপড়েন কে প্রকাশ্যে এনে দেয়।

Tharoor is a misfit in Rahul's Congress. Why outspoken leaders are on  margins in all parties

কেরালার রাজনীতিতে প্রভাব
কেরালায় আগামী বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেখানে ক্ষমতাসীন বাম জোটকে সরাতে মরিয়া কংগ্রেস নেতৃত্বাধীন জোট, অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপিও। এমন সময় দলের ভেতরের এই টানাপড়েন নির্বাচনী প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

𝐒𝐡𝐚𝐬𝐡𝐢 𝐓𝐡𝐚𝐫𝐨𝐨𝐫 𝐭𝐨 𝐬𝐤𝐢𝐩 𝐤𝐞𝐲 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬 𝐦𝐞𝐞𝐭  𝐨𝐯𝐞𝐫 '𝐢𝐧𝐬𝐮𝐥𝐭' 𝐚𝐭 𝐑𝐚𝐡𝐮𝐥 𝐆𝐚𝐧𝐝𝐡𝐢'𝐬 𝐊𝐨𝐜𝐡𝐢  𝐞𝐯𝐞𝐧𝐭 Congress MP Shashi Tharoor will not participate in an upcoming  meeting called by the Congress high ...

অস্থায়ী সমঝোতার পর ফের দূরত্ব
গত ডিসেম্বরে লোকসভায় এক আলোচনায় দলের পক্ষে জোরালো বক্তব্য রেখে শশী থারুরের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু রাজ্যভিত্তিক মতপার্থক্য ও পুরনো ক্ষোভ আবারও সামনে চলে এসেছে। গত কয়েক মাসে অন্তত তিনবার বড় দলীয় বৈঠকে তাঁর অনুপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে।