হঠাৎ করেই সংগীতপ্রেমীদের সামনে বড় ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। চলচ্চিত্রের প্লেব্যাক গানে আর নতুন কোনো কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এই সিদ্ধান্তের কথা জানান অরিজিৎ।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে জানান, প্লেব্যাক শিল্পী হিসেবে নতুন কোনো দায়িত্ব তিনি আর নিতে চান না। দীর্ঘ এই পথচলাকে তিনি দেখছেন এক সুন্দর অভিজ্ঞতা হিসেবে।

দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে আধুনিক গানের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠগুলোর একটি হয়ে উঠেছিলেন অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে জন্ম নেওয়া এই বাঙালি শিল্পীর বলিউড যাত্রা শুরু হয়েছিল দুই হাজার বারো সালে একটি চলচ্চিত্রের গানের মাধ্যমে। এর আগেই দুই হাজার পাঁচ সালে একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে সংগীতজগতে তার পথচলা শুরু হয়।
রোমান্টিক চলচ্চিত্রের একটি গানের মাধ্যমে তার বড় সাফল্য আসে, যা তাকে প্রেমের গানের প্রধান কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর একের পর এক আবেগী ও হৃদয়ছোঁয়া গানে শ্রোতাদের মন জয় করেন তিনি। তার গাওয়া বহু গান সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হিন্দি চলচ্চিত্র সংগীতের প্রতীক হয়ে উঠেছে।
![]()
সাম্প্রতিক কয়েক বছরে ডিজিটাল সংগীত প্ল্যাটফর্মে ভারতীয় শিল্পীদের মধ্যে শোনার সংখ্যায় শীর্ষে ছিলেন অরিজিৎ সিং। একাধিকবার আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেলেছেন তিনি, যা তার জনপ্রিয়তার বিস্তারকে নতুন মাত্রা দিয়েছে।
ব্যক্তিগত জীবনে আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন এই শিল্পী। স্ত্রী ও সন্তানদের নিয়ে নিরিবিলি জীবনযাপন করেন তিনি, সংগীতের বাইরে খুব কমই প্রকাশ্যে দেখা যায় তাকে।
প্লেব্যাক গান থেকে সরে যাওয়ার ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ আর বিস্ময়। তবে তার সংগীতযাত্রার স্মৃতি ও গানগুলোই যে দীর্ঘদিন শ্রোতাদের সঙ্গে থাকবে, সে কথাই মনে করিয়ে দিচ্ছেন অনেকে।
সারাক্ষণ রিপোর্ট 



















