দিল্লি ও আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হওয়া বৃষ্টিতে রাজধানীর দিনের তাপমাত্রা এক লাফে ছয় ডিগ্রিরও বেশি কমে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়ায় মাত্র ১৬ দশমিক ৯ ডিগ্রিতে। তবে স্বস্তির এই শীতল আবহাওয়ার মধ্যেও শহরের বাতাস পরিষ্কার হয়নি। বরং সন্ধ্যা নামতেই দিল্লির বায়ুদূষণ আরও বেড়ে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছায়।
তাপমাত্রায় বড় পতন
সোমবার যেখানে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি, এক দিনের ব্যবধানে তা কমে যায় প্রায় ছয় দশমিক তিন ডিগ্রি। স্বাভাবিকের তুলনায়ও এই তাপমাত্রা ছিল প্রায় পাঁচ ডিগ্রি কম। তবে আকাশ মেঘলা থাকায় রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় আট ডিগ্রিতে।
)
কোথায় কত বৃষ্টি
সাফদারজংয়ের প্রধান আবহাওয়া কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে চার দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। পালাম ও রিজ এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক বেশি। চলতি জানুয়ারিতে এখন পর্যন্ত সাফদারজংয়ে মোট বৃষ্টি হয়েছে পঁচিশ দশমিক তিন মিলিমিটার, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে ভেজা জানুয়ারি হিসেবে ধরা হচ্ছে।
ঠান্ডা দিনের ঘোষণা কেন নয়
তাপমাত্রা হঠাৎ কমলেও দিল্লিতে ‘ঠান্ডা দিন’ ঘোষণা করা হয়নি। আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামা এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নির্দিষ্ট মাত্রায় কম থাকার শর্ত টানা দুই দিন পূরণ না হলে ঠান্ডা দিন ধরা হয় না। যেহেতু আগামী দিনে দিনের তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই এমন ঘোষণা দেওয়া হয়নি।

আবহাওয়ার পরের চিত্র
বুধবার থেকে দিল্লিতে আবার শুষ্ক আবহাওয়া ফিরতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম দিকের বাতাস বইতে শুরু করলে সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা আরও নামতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তা সাত ডিগ্রির কাছাকাছি, এমনকি শনিবার পাঁচ ডিগ্রি পর্যন্ত নামার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে সপ্তাহান্তে একুশ ডিগ্রি ছুঁতে পারে।
বৃষ্টির পরও কেন বাড়ল দূষণ
বৃষ্টি হলেও দিল্লির বাতাসে দূষণের মাত্রা কমেনি। বরং চব্বিশ ঘণ্টার গড় বায়ুদূষণ সূচক সোমবারের তুলনায় মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় আরও বেড়ে যায়। হালকা ও থেমে থেমে হওয়া বৃষ্টি ভারী কণাগুলো কিছুটা ধুয়ে ফেললেও সূক্ষ্ম কণাগুলো বাতাসে থেকেই গেছে। এর ফলে বায়ুদূষণের মূল কারণ হিসেবে থাকা সূক্ষ্ম ধূলিকণার প্রভাব কমেনি।

ভবিষ্যৎ পূর্বাভাস
আবহাওয়া ও দূষণ পূর্বাভাস অনুযায়ী, বুধবার আবার বায়ুর মান কিছুটা উন্নত হয়ে ‘খারাপ’ স্তরে নামতে পারে। তবে মাসের শেষের দিকে ফের ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















