সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টিকে নিয়ে নির্মিত যুদ্ধভিত্তিক ছবি বর্ডার টু মুক্তির পঞ্চম দিনে এসে বক্স অফিসে কিছুটা গতি হারিয়েছে। তবে সামগ্রিকভাবে ছবিটি এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে।
বক্স অফিসে প্রথম পাঁচ দিনের চিত্র
মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে জোরালো সূচনা করে। শুক্রবার প্রথম দিনে আয় হয় ৩০ কোটি রুপি। শনিবার দর্শকসংখ্যা আরও বাড়ে এবং সেদিন আয় দাঁড়ায় ৩৬ কোটি ৫০ লাখ রুপি, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। রবিবার ছবির আয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই দিন বক্স অফিসে যোগ হয় ৫৪ কোটি ৫০ লাখ রুপি।
সপ্তাহের শুরুতেও ছবির গতি থামেনি। সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটির বাড়তি সুবিধা পেয়ে ছবিটি ৫৯ কোটি রুপি আয় করে, যা অনেকের কাছেই চমক হিসেবে ধরা দেয়। তবে মঙ্গলবার অর্থাৎ পঞ্চম দিনে এসে আয়ে বড় ধস নামে। ওই দিন ছবিটির আয় হয় প্রায় ১৯ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে পাঁচ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৯ কোটি ৫০ লাখ রুপি।
&imwidth=800&imheight=600&format=webp&quality=medium)
সপ্তাহের দিনে স্থিতিশীলতা বজায়
শক্তিশালী উদ্বোধনী সপ্তাহান্তের পর সাধারণত যে ধরনের মন্দাভাব দেখা যায়, বর্ডার টু সেই চাপ অনেকটাই সামলে নিতে পেরেছে। মঙ্গলবারের পতন প্রত্যাশিত হলেও ছবিটি এখনও বাণিজ্যিকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে এবং খুব শিগগিরই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
ছবির গল্প ও প্রেক্ষাপট
অনুরাগ সিং পরিচালিত বর্ডার টু, জে পি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের জনপ্রিয় যুদ্ধচিত্র বর্ডারের সিক্যুয়েল। ছবির কাহিনি নির্মিত হয়েছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে। এতে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর বড় আকারের যুদ্ধদৃশ্য তুলে ধরা হয়েছে।
![]()
প্রযোজনা ও অভিনয়শিল্পীরা
ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে পি দত্ত ও নিধি দত্ত। প্রধান চরিত্রে রয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে মোনা সিং, সোনম বাজওয়া, অনন্যা সিং ও মেধা রানাকে।
গালফে মুক্তি না পাওয়ার বিষয়
খবর অনুযায়ী, বর্ডার টু ছয়টি উপসাগরীয় দেশে মুক্তি পায়নি। দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

ভবিষ্যৎ পরিকল্পনা
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ সিং ও প্রযোজক ভূষণ কুমার জানান, বর্ডার টু তৈরির আগে তারা অন্য একটি প্রকল্পে কাজ করছিলেন। সেই ছবিটি আবার নতুন করে শুরু করা হবে। ভূষণ কুমারের কথায়, যৌথ প্রযোজনায় নতুন ধরনের একটি ছবি নির্মাণ হবে এবং যথাসময়ে বর্ডার থ্রি-ও আসবে।
সারাক্ষণ রিপোর্ট 



















