দেশের খুচরা বিক্রয় খাতে তরুণদের টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ২০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক। এই উদ্যোগের মাধ্যমে রিটেইল বিষয়ে প্রশিক্ষণ শেষে প্রায় ২ হাজার তরুণ-তরুণীর চাকরি ও শিক্ষানবিশ হিসেবে কাজের পথ খুলে দিচ্ছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি।
রিটেইল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ
রিটেইল বা খুচরা বিক্রয় বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মসংস্থানে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার আওতায় নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা দেশের বিভিন্ন চেইন শপ ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে চাকরি এবং শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন।

রিটেইল সেলস অ্যাপ্রেন্টিসশিপ প্রকল্প
‘রিটেইল সেলস অ্যাপ্রেন্টিসশিপ’ নামের এই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার ঢাকার ব্র্যাক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এমওইউ স্বাক্ষর হয়। প্রকল্পটির মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের প্রায় ২ হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিম্ন আয়ের পরিবারের নারীদের।
প্রশিক্ষণ ও হাতে-কলমে কাজের সুযোগ
নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রথমে দুই দিনের একটি বুটক্যাম্পে অংশ নেবেন। সেখানে বিক্রয় কর্মী হিসেবে দক্ষতা অর্জন, গ্রাহক সেবা, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রের নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর অংশীদার খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে এক মাসের জন্য হাতে-কলমে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পাবেন তারা। প্রশিক্ষণ ও শিক্ষানবিশ পর্ব শেষে চাকরির সুযোগ নিশ্চিত করতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করবে ব্র্যাক।

সমঝোতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানসমূহ
সমঝোতা স্মারকে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খানসহ অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা স্বাক্ষর করেন। অংশীদারদের মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, টপটেন মার্ট, ক্যাটস আই লিমিটেড, বিশ্বরঙ, আমানা বিগবাজার, রাইজসহ মোট ২০টি খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। এই অংশীদারত্বের মাধ্যমে রিটেইল খাতে শিক্ষানবিশের সুযোগ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শোভন ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানগুলো।
গবেষণায় কার্যকারিতার প্রমাণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত ২০২৩ সালের এক প্রভাব মূল্যায়ন গবেষণায় দেখা গেছে, ব্র্যাকের খুচরা বিক্রয় প্রশিক্ষণ মডেল বিশেষভাবে কার্যকর। গবেষণায় উল্লেখ করা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীরা শ্রমবাজারে প্রবেশে বেশি আত্মবিশ্বাসী ও প্রস্তুত থাকেন। একই সঙ্গে দেখা গেছে, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা মাসে গড়ে এক হাজার ৮২৯ টাকা বেশি আয় করছেন, যা সমপর্যায়ের অন্যান্য নারী কর্মীদের তুলনায় দ্বিগুণ।

টেকসই কর্মসংস্থানের লক্ষ্য
বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত খুচরা বিক্রয় খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এই রিটেইল সেলস অ্যাপ্রেন্টিসশিপ প্রকল্পের মূল লক্ষ্য। ব্র্যাকের এই উদ্যোগকে খুচরা বিক্রয় খাতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















