০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
এক দিনে সংসদ ও গণভোটের কর্মপরিকল্পনা চায় দলগুলো পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১২৯) বিশ্বের অর্থনীতি ও স্থিতিশীলতা ধ্বংসে এগিয়ে চলেছে হোয়াইট কলার টেরোরিজম স্যাম্পলের সিম্ফনি: ড্যানিয়েল লোপাটিনের পরীক্ষামূলক সাউন্ডস্কেপের নতুন বিস্তার এআই ভিডিও কমাতে ‘টোন ডাউন’ অপশন আনছে টিকটক রেকর্ড-নতুন ফল: চীনের জুনো ‘ঘোস্ট পার্টিকল’ ডিটেক্টরের অভাবনীয় সাফল্য ডেভনে আবার ফিরতে পারে বন্য বিড়াল: দুই বছরের গবেষণায় নতুন সম্ভাবনা প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২৭) নন-প্রফিট কাঠামোতে যাচ্ছে মাষ্টডন, সিইও পদ ছাড়ছেন প্রতিষ্ঠাতা ইউজেন রখকো” ইউটিউবে রেকর্ড ভিউ, তবু ‘বেবি শার্ক’ নির্মাতার আয় সীমিত কেন”

লিয়াওচাই চিয়ি : লাওশান পর্বতের মহাপুরুষ (পর্ব ২)

  • Sarakhon Report
  • ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 89

 

৫. হঠাৎ তার মনে পড়ল বৃদ্ধদের কাছ থেকে শোনা একটি কথা। পূর্বসাগরের তীরে লাওশান পর্বতে প্রায়ই আনাগোনা করেন বহু মহাপুরুষ। তাই সে ভাবল: “যদি আমি ওখানে গিয়ে মহাপুরুষদের কাছ থেকে তাঁদের অলৌকিক ক্ষমতা আয়ত্ত করতে পারি, তাহলে ধন ও মানের জন্য আমার আর কোনো চিন্তা থাকবে না।”

৬. তার আত্মীয়স্বজন ও বন্ধুরা বার বার তাকে ওখানে না যাবার জন্য উপদেশ দিল। তার স্ত্রীও কাঁদতে থাকল আর তাকে ওখানে যেতে বারণ করল। কিন্তু ওয়াং ছি তাদের কথা শুনল না। সে তার জিনিষপত্র পিঠে করে মনে খুব বিশ্বাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করল: “সত্যিকারের ক্ষমতা অর্জন করে তবেই বাড়ি ফিরে আসবো।”

৭. সে মনের আনন্দে তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগল। অনেক নদী পার হয়ে এবং কয়েকটি পাহাড় ডিঙ্গিয়ে কিছু দিন পর সে লাওশান পর্বতের পাদদেশে এসে পৌঁছল।

৮. মেঘ ও কুয়াশায় ঢাকা পর্বতমালার মধ্যে একটি মন্দির দেখা গেল।

জনপ্রিয় সংবাদ

এক দিনে সংসদ ও গণভোটের কর্মপরিকল্পনা চায় দলগুলো

লিয়াওচাই চিয়ি : লাওশান পর্বতের মহাপুরুষ (পর্ব ২)

০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

 

৫. হঠাৎ তার মনে পড়ল বৃদ্ধদের কাছ থেকে শোনা একটি কথা। পূর্বসাগরের তীরে লাওশান পর্বতে প্রায়ই আনাগোনা করেন বহু মহাপুরুষ। তাই সে ভাবল: “যদি আমি ওখানে গিয়ে মহাপুরুষদের কাছ থেকে তাঁদের অলৌকিক ক্ষমতা আয়ত্ত করতে পারি, তাহলে ধন ও মানের জন্য আমার আর কোনো চিন্তা থাকবে না।”

৬. তার আত্মীয়স্বজন ও বন্ধুরা বার বার তাকে ওখানে না যাবার জন্য উপদেশ দিল। তার স্ত্রীও কাঁদতে থাকল আর তাকে ওখানে যেতে বারণ করল। কিন্তু ওয়াং ছি তাদের কথা শুনল না। সে তার জিনিষপত্র পিঠে করে মনে খুব বিশ্বাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করল: “সত্যিকারের ক্ষমতা অর্জন করে তবেই বাড়ি ফিরে আসবো।”

৭. সে মনের আনন্দে তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগল। অনেক নদী পার হয়ে এবং কয়েকটি পাহাড় ডিঙ্গিয়ে কিছু দিন পর সে লাওশান পর্বতের পাদদেশে এসে পৌঁছল।

৮. মেঘ ও কুয়াশায় ঢাকা পর্বতমালার মধ্যে একটি মন্দির দেখা গেল।