০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আট বছর পর পর্দায় ফিরলো ‘কুংফু পান্ডা’

  • Sarakhon Report
  • ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • 75

ফয়সাল আহমেদ

 

হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা গুলোর একটি ‘কুংফু পান্ডা’ সিরিজ। বড়সড় গোলুমোলু একটি পান্ডা পো।

হাঁটাচলা, কথাবার্তা কৌতূকমেশানো।

তবে সে মোটেও অকাজের নয়।

যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো।

‘কুংফু পান্ডা’ সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘কুংফু পান্ডা ৩’।

এরপর লম্বা একটা বিরতি। প্রায় আট বছর বিরতির পর পর্দায় এসেছে নতুন কিস্তি। আট মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

সিরিজের চতুর্থ এই ছবিটি নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল।

 

তিনি জানান, নতুন ছবিকে আরো সমৃদ্ধ, আরো মহাকাব্যিক, আরো মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন।

আট বছর পর পর্দায় ফিরলো ‘কুংফু পান্ডা’

০৪:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

ফয়সাল আহমেদ

 

হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা গুলোর একটি ‘কুংফু পান্ডা’ সিরিজ। বড়সড় গোলুমোলু একটি পান্ডা পো।

হাঁটাচলা, কথাবার্তা কৌতূকমেশানো।

তবে সে মোটেও অকাজের নয়।

যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো।

‘কুংফু পান্ডা’ সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘কুংফু পান্ডা ৩’।

এরপর লম্বা একটা বিরতি। প্রায় আট বছর বিরতির পর পর্দায় এসেছে নতুন কিস্তি। আট মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

সিরিজের চতুর্থ এই ছবিটি নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল।

 

তিনি জানান, নতুন ছবিকে আরো সমৃদ্ধ, আরো মহাকাব্যিক, আরো মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন।