০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
পাকিস্তানে সীমাহীন শ্রমিক শোষণ আলেকজান্দ্রিয়ার প্রাসাদে এক রুদ্ধদ্বার বৈঠক: ক্লিওপেট্রা ও সিজারের কথোপকথন হিউএনচাঙ (পর্ব-১৪৯) বাংলাদেশে ইভ টিজিং- নারী মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতার সংকট এপি’র প্রতিবেদন: হাসিনা-বিরোধী বিদ্রোহের পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ মধুমতী নদী: দক্ষিনের যোগাযোগ পথ মধ্যপন্থী রাজনৈতিক দল ধ্বংস করা রাষ্ট্রের জন্য ক্ষতিকর চিরসবুজ নায়িকা মৌসুমী: রূপালী পর্দার এক যুগের প্রতীক কাপ্তাই লেকের মাছের বৈচিত্র্য ও মাছ ধরার রীতি – পার্বত্য চট্টগ্রামের জলে জীবনের গল্প বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭ বছর পর ফের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতল চেক রিপাবলিক: ৭১ তম মিস ওয়ার্ল্ডের খেতাব পেলেন ক্রিস্টিনা

  • Sarakhon Report
  • ০৮:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • 27

শিবলী আহম্মেদ সুজন

 

৭১তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে পর্বে সবাইকে হটিয়ে সেরার মুকুট পরেছেন ২৫ বছর বয়সী তরুণী ক্রিস্টিনা পিসকোভা।  গতকাল শনিবার ভারতের মুম্বাইতে এটি অনুষ্ঠিত হয়। তিনি ইউরোপের দেশ চেক রিপাবলিকের নাগরিক।

১১৫টি দেশ থেকে প্রতিযোগী অংশ নিয়েছিল। মোট আটজন বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল পর্বে আসেন । প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বুদ্ধিমত্তা যাচাই করে সেখান থেকেই বেছে নেওয়া হয় বিজয়ীকে।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত এই সুন্দরী প্রতিযোগীতার  আসর সরাসরি সম্প্রচার করেছে সনি লিভ। যেটার মাধ্যমে বিশ্বজুড়ে ১৪০টির বেশি দেশ থেকে অনুষ্ঠানটি দেখেছে দর্শক। মিস ওয়ার্ল্ড-২০২৪ ক্রিস্টিনাকে ক্রাউন পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা।

দেশটির পক্ষ থেকে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন সিনি শেঠি। তিনি সেরা আট পর্যন্ত আসতে পেরেছিলেন। দীর্ঘ ২৮ বছর পর মিস ওয়ার্ল্ডের আয়োজন করেছে ভারত।

বলিউডের নির্মাতা-প্রযোজক করন জোহর ও সাবেক মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ফাইনালের পর্বটি সঞ্চালনা করেছেন। এবারের মিস ওয়ার্ল্ডে বিচারক ছিলেন ১২ জন । এর মধ্যে কৃতি স্যানন ও পূজা হেগড়ের মতো জনপ্রিয় অভিনেত্রীও ছিলেন।

পাকিস্তানে সীমাহীন শ্রমিক শোষণ

১৭ বছর পর ফের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতল চেক রিপাবলিক: ৭১ তম মিস ওয়ার্ল্ডের খেতাব পেলেন ক্রিস্টিনা

০৮:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

 

৭১তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে পর্বে সবাইকে হটিয়ে সেরার মুকুট পরেছেন ২৫ বছর বয়সী তরুণী ক্রিস্টিনা পিসকোভা।  গতকাল শনিবার ভারতের মুম্বাইতে এটি অনুষ্ঠিত হয়। তিনি ইউরোপের দেশ চেক রিপাবলিকের নাগরিক।

১১৫টি দেশ থেকে প্রতিযোগী অংশ নিয়েছিল। মোট আটজন বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল পর্বে আসেন । প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বুদ্ধিমত্তা যাচাই করে সেখান থেকেই বেছে নেওয়া হয় বিজয়ীকে।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত এই সুন্দরী প্রতিযোগীতার  আসর সরাসরি সম্প্রচার করেছে সনি লিভ। যেটার মাধ্যমে বিশ্বজুড়ে ১৪০টির বেশি দেশ থেকে অনুষ্ঠানটি দেখেছে দর্শক। মিস ওয়ার্ল্ড-২০২৪ ক্রিস্টিনাকে ক্রাউন পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা।

দেশটির পক্ষ থেকে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন সিনি শেঠি। তিনি সেরা আট পর্যন্ত আসতে পেরেছিলেন। দীর্ঘ ২৮ বছর পর মিস ওয়ার্ল্ডের আয়োজন করেছে ভারত।

বলিউডের নির্মাতা-প্রযোজক করন জোহর ও সাবেক মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ফাইনালের পর্বটি সঞ্চালনা করেছেন। এবারের মিস ওয়ার্ল্ডে বিচারক ছিলেন ১২ জন । এর মধ্যে কৃতি স্যানন ও পূজা হেগড়ের মতো জনপ্রিয় অভিনেত্রীও ছিলেন।