০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
শাহবাগে শিক্ষক-পুলিশ সংঘর্ষে আহত ১২০ জন প্রবল বৃষ্টিতে গাবা ম্যাচ বাতিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ জিতল ভারত চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি নৌযান ‘পিএনএস সাইফ’ কিছু রাজনৈতিক দলের পদক্ষেপ জনগণের অধিকার বিপন্ন করতে পারে: তারেক রহমান নাইজেরিয়া বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাস করল মাইক্রোসফট ও জি৪২ সংযুক্ত আরব আমিরাতে ডেটা-সেন্টার বিস্তার ঘোষণা বড় টেকের চাপের মুখে ইইউ এইআই আইন বাস্তবায়ন বিলম্বে বিবেচনায় বাংলাদেশ আমেরিকা থেকে গম কিনছে, বাণিজ্য উত্তেজনা কমাতে বড় পদক্ষেপ ব্লেক লাইভলির মামলায় সাক্ষী টেইলর সুইফট ও হিউ জ্যাকম্যান; ক্ষতিপূরণের দাবি ১৬১ মিলিয়ন ডলার ডাক

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭৪)

  • Sarakhon Report
  • ১০:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • 65

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতার অবকাশের জগত

নেতার অবকাশের জগত অবশ্যই ভিন্ন হবে। এবং সেটা নেতাকে খুঁজে বের করতে হবে।

যেমন কোন নেতা হয়তো তার কাজের নিজের দল বা কোম্পানির বাইরে চিন্তামূলক একটি সমাজ গড়ার কাজে নিজের অজির্ত ও একাডেমিক জ্ঞান বিস্তারের কাছে যোগ হওয়াকে পছন্দ করেন। এটা তার বিনোদন।

কোন নেতা হয়তো ইনফো -এন্টারটেইনমেন্টে তার অবকাশ খুঁজে পান। অনেক বেশি ও নতুন ইনফরমেশানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখাই তার অবকাশ।

কোন নেতা অতীত ইতিহাসের মধ্য দিয়ে বর্তমানকে বিবেচনা করে আনন্দ বা অবকাশ নিতে পারে।

সেজন্য হয়তো সে অতীত ইতিহাস নিভ‍র ডকুমেন্টারি বা তার কাছাকাছি সিনেমা দেখে নিজের ভেতর একটা আনন্দ ও অবকাশের সময় তৈরি করতে পারে।

এমনিভাবে নেতা চরিত্র অনুযায়ী তার অবকাশের জগত আছে বা তৈরি করে নিতে হয়।

নিজেকে নিয়ে একটু কাজের স্থল থেকে দূরে যাওয়া

 মাঝে মাঝে নিজেকে কাজের স্থল থেকে দূরে নিয়ে গেলেও নেতা কাজকে কিন্তু সঙ্গে নিয়ে যায়। তবে সেখানে একটা ভিন্ন বিষয় থাকে- কিছুটা একাকিত্ব, কিছুটা নতুন বা পছন্দের পরিবশে এবং একটা প্রাকৃতিক পরিবেশ তার মনোজগতের কিছুটা হলেও পরিবর্তন আনে। কখনও কখনও অনেক পরিবর্তনও আনে।

আর ওই পরিবর্তনের মধ্য দিয়ে তিনি তার কাজের ও চিন্তার জগতে নতুন কিছু যোগ করতে পারেন অনেকখানি রিলাক্সমুডে এটাই নেতার জীবনের আরেকটি অবকাশ।

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭৩)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭৩)

জনপ্রিয় সংবাদ

শাহবাগে শিক্ষক-পুলিশ সংঘর্ষে আহত ১২০ জন

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭৪)

১০:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতার অবকাশের জগত

নেতার অবকাশের জগত অবশ্যই ভিন্ন হবে। এবং সেটা নেতাকে খুঁজে বের করতে হবে।

যেমন কোন নেতা হয়তো তার কাজের নিজের দল বা কোম্পানির বাইরে চিন্তামূলক একটি সমাজ গড়ার কাজে নিজের অজির্ত ও একাডেমিক জ্ঞান বিস্তারের কাছে যোগ হওয়াকে পছন্দ করেন। এটা তার বিনোদন।

কোন নেতা হয়তো ইনফো -এন্টারটেইনমেন্টে তার অবকাশ খুঁজে পান। অনেক বেশি ও নতুন ইনফরমেশানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখাই তার অবকাশ।

কোন নেতা অতীত ইতিহাসের মধ্য দিয়ে বর্তমানকে বিবেচনা করে আনন্দ বা অবকাশ নিতে পারে।

সেজন্য হয়তো সে অতীত ইতিহাস নিভ‍র ডকুমেন্টারি বা তার কাছাকাছি সিনেমা দেখে নিজের ভেতর একটা আনন্দ ও অবকাশের সময় তৈরি করতে পারে।

এমনিভাবে নেতা চরিত্র অনুযায়ী তার অবকাশের জগত আছে বা তৈরি করে নিতে হয়।

নিজেকে নিয়ে একটু কাজের স্থল থেকে দূরে যাওয়া

 মাঝে মাঝে নিজেকে কাজের স্থল থেকে দূরে নিয়ে গেলেও নেতা কাজকে কিন্তু সঙ্গে নিয়ে যায়। তবে সেখানে একটা ভিন্ন বিষয় থাকে- কিছুটা একাকিত্ব, কিছুটা নতুন বা পছন্দের পরিবশে এবং একটা প্রাকৃতিক পরিবেশ তার মনোজগতের কিছুটা হলেও পরিবর্তন আনে। কখনও কখনও অনেক পরিবর্তনও আনে।

আর ওই পরিবর্তনের মধ্য দিয়ে তিনি তার কাজের ও চিন্তার জগতে নতুন কিছু যোগ করতে পারেন অনেকখানি রিলাক্সমুডে এটাই নেতার জীবনের আরেকটি অবকাশ।

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭৩)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭৩)