সারাক্ষণ ডেস্ক
বিখ্যাত পপ গায়ক টেইলর সুইফটের গত ৩. ৪. এবং ৭. ৮ ও ৯ মার্চের কনসার্টে ভীড় উপচে পড়েছিলো সিঙ্গাপুরে ।

বাস্তবে এই ৬ দিন সিঙ্গাপুরের সুইফট ৬টিরও বেশি কনসার্ট করে। যার দর্শক বা শ্রোতা বেশি অংশ ছিলো বিদেশী পর্যটক।

কোভিড পরবর্তী উচ্চবিত্ত পর্যটক টানার জন্যে সিঙ্গাপুরের এই কনসার্ট পর্যটন পদ্ধতি পুরোপুরি সফল হয়েছে। সে দেশেও প্রবেশ করেছে বিপুল পরিমান বিদেশী মুদ্রা।

সিঙ্গাপুরের এই কনসার্টে অতিথি হিসেবে এসেছিলেন ইন্দোনেশিয়ার পর্যটন ও ক্রিয়েটিভ ইকোনমি মিনিস্টার সন্ধিগা উনো।

তিনি সেখানে এই কনসার্ট উপভোগের পাশাপাশি তার কাউন্টার পার্ট সহ আরো দুজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন, যার মূল উদ্দেশ্য ছিলো ইন্দোনেশিয়াতে দুই দেশ মিলে অর্থাত্ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া মিলে সুইফটের কনসার্ট অনুষ্ঠান করা।

যার মাধ্যমে ইন্দোনেশিয়া এ মুহূর্তে পর্যটক টানতে চায়, বাড়াতে চায় তাদের বাজারে বিদেশী মুদ্রা।
Sarakhon Report 



















