০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সিওরাক পর্বতের পাদদেশে ৫০০ বছরের পুরনো সাঙডোমুন গ্রাম , ঐতিহ্য ও সৌন্দর্যের মিলনস্থল ডোপামিন ডিটক্স: অতিরিক্ত চিন্তা থামানোর এক বিজ্ঞানভিত্তিক উপায় এরি ক্যানাল: একটি মানবসৃষ্ট জলপথ যা আমেরিকাকে রূপান্তরিত করেছে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: নির্বাচন ঘিরে কোন অশনি সংকেত? দুর্যোগ পরবর্তী সহায়তা: একত্রিত হয়ে নতুন জীবন গড়ার সংগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন নিয়ে তীব্র বিতর্ক মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৩) থাম্মা বক্স অফিস সংগ্রহ: আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দান্নার সিনেমা ₹১১৫.৯ কোটি আয় করেছে, ড্রাগনের লাইফটাইম সংগ্রহকেও ছাড়িয়ে গেছে মাইক্রোসফটের ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে নতুন দিগন্ত: সংযুক্ত আরব আমিরাতে এআই ও চিপ বিপ্লবের প্রস্তুতি প্যালেস্টাইন ৩৬’ টোকিও চলচ্চিত্র উৎসবে সেরা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৩)

  • Sarakhon Report
  • ০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 64

সারাক্ষণ ডেস্ক

 

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

                                                                      জীবন মানেই এ-গ্রেড পাওয়া।

 

আমার  দশ বছরের কলেজে শিক্ষকতার সময়ে মাঝে মাঝে আমি অন্যান্য ফ্যাকাল্টি’র সহকর্মীদের সঙ্গে ভিন্নমতের বিবাদে জড়িত হতাম।  কারণ আমি সবসময় ক্লাসের প্রথম দিনেই চূড়ান্ত পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিতাম । যখন আমার সহকর্মীরা কারণ জানতে চাইতো, আমি উত্তর দিতাম, “কারণ আমি সেমিস্টারটি তাদেরকে উত্তরগুলি শেখানোর জন্য ব্যয় করতে চাই। তাই যখন চূড়ান্ত পরীক্ষার সময় আসবে, প্রত্যেকে এ গ্রেড পাবে। শেষ পর্যন্ত, জীবনের মানেই এটা।” অর্থাত্‌ আমি আরো সহজ করে বলতে চাই, জীবনের যে কোন কাজে প্রথম থেকেই প্রশ্নগুলো ঠিক করে নিয়ে তার উত্তর তৈরির জন্যে ব্যয় করতে হয়।

সন্তুষ্ট গ্রাহকের চেয়ে অনেকটা উচ্ছ্বসিত ভক্তই বাজার সৃষ্টির জন্যে ভালো

 

বাজার সৃষ্টির জন্যে যে বিক্রয় কর্মী  গ্রাহক,  প্রতিনিধি, বা  জনগণের সঙ্গে যোগাযোগ করে, তাদের উচ্ছ্বসিত ভক্ত গ্রাহক তৈরি করতে শেখাতে হবে। এই কাজই  প্রতিযোগিতার ক্ষেত্রে নিজেকে অন্যের থেকে  থেকে আলাদা করে। মনে রাখা দরকার, পথের শেষ নেই। প্রতি মুহূর্তে আরো অনেক মাইল যেতে হবে এমনটিই ধরে নিতে হয়। তাই যারা প্রতিদান দেবে তাদেরকেই লক্ষ্য করে এগুতে হয়।

টিম যদি ভালো কাজ না করে তবে প্রথমে আয়নায় নিজেকে দেখতে হবে।

যদি আপনি জানতে চান যে আপনার লোকেরা কেন ভালো পারফরম্যান্স করছে না, তাহলে নিজেকেই প্রথমে আয়নায় দেখতে হবে। একজন নেতার মূল কাজ হল তার বা তার লোকেরা যাতে তাদের লক্ষ্য অর্জনে সফল হয় তাতে সাহায্য করা। যখন কেউ ব্যর্থ হয়, তখন নেতাকেই সে ব্যর্থতার দায়িত্ব নিতে হয়। এবং যখন কাজের লক্ষ্য অর্জন হয় বা  জয়ী হয়, তখন অবশ্যই স্বীকার করতে হয় নেতা নয়, টিম জয়ী হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিওরাক পর্বতের পাদদেশে ৫০০ বছরের পুরনো সাঙডোমুন গ্রাম , ঐতিহ্য ও সৌন্দর্যের মিলনস্থল

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৩)

০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

 

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

                                                                      জীবন মানেই এ-গ্রেড পাওয়া।

 

আমার  দশ বছরের কলেজে শিক্ষকতার সময়ে মাঝে মাঝে আমি অন্যান্য ফ্যাকাল্টি’র সহকর্মীদের সঙ্গে ভিন্নমতের বিবাদে জড়িত হতাম।  কারণ আমি সবসময় ক্লাসের প্রথম দিনেই চূড়ান্ত পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিতাম । যখন আমার সহকর্মীরা কারণ জানতে চাইতো, আমি উত্তর দিতাম, “কারণ আমি সেমিস্টারটি তাদেরকে উত্তরগুলি শেখানোর জন্য ব্যয় করতে চাই। তাই যখন চূড়ান্ত পরীক্ষার সময় আসবে, প্রত্যেকে এ গ্রেড পাবে। শেষ পর্যন্ত, জীবনের মানেই এটা।” অর্থাত্‌ আমি আরো সহজ করে বলতে চাই, জীবনের যে কোন কাজে প্রথম থেকেই প্রশ্নগুলো ঠিক করে নিয়ে তার উত্তর তৈরির জন্যে ব্যয় করতে হয়।

সন্তুষ্ট গ্রাহকের চেয়ে অনেকটা উচ্ছ্বসিত ভক্তই বাজার সৃষ্টির জন্যে ভালো

 

বাজার সৃষ্টির জন্যে যে বিক্রয় কর্মী  গ্রাহক,  প্রতিনিধি, বা  জনগণের সঙ্গে যোগাযোগ করে, তাদের উচ্ছ্বসিত ভক্ত গ্রাহক তৈরি করতে শেখাতে হবে। এই কাজই  প্রতিযোগিতার ক্ষেত্রে নিজেকে অন্যের থেকে  থেকে আলাদা করে। মনে রাখা দরকার, পথের শেষ নেই। প্রতি মুহূর্তে আরো অনেক মাইল যেতে হবে এমনটিই ধরে নিতে হয়। তাই যারা প্রতিদান দেবে তাদেরকেই লক্ষ্য করে এগুতে হয়।

টিম যদি ভালো কাজ না করে তবে প্রথমে আয়নায় নিজেকে দেখতে হবে।

যদি আপনি জানতে চান যে আপনার লোকেরা কেন ভালো পারফরম্যান্স করছে না, তাহলে নিজেকেই প্রথমে আয়নায় দেখতে হবে। একজন নেতার মূল কাজ হল তার বা তার লোকেরা যাতে তাদের লক্ষ্য অর্জনে সফল হয় তাতে সাহায্য করা। যখন কেউ ব্যর্থ হয়, তখন নেতাকেই সে ব্যর্থতার দায়িত্ব নিতে হয়। এবং যখন কাজের লক্ষ্য অর্জন হয় বা  জয়ী হয়, তখন অবশ্যই স্বীকার করতে হয় নেতা নয়, টিম জয়ী হয়েছে।