১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
দৈত্যাকার হলুদ বার্মিজ পাইথন: প্রকৃতির নীরব দৈত্য ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতার দাবি জোরালো, গুরুত্বপূর্ণ এলাকায় সংঘর্ষ তীব্র আশুলিয়ায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার, হত্যা মামলার তদন্তে অগ্রগতি মন্দিরে দানবাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল আখাউড়ায় আন্তঃনগর ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ কুমিল্লা-৬ এ স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন, বললেন বিএনপির সঙ্গেই আছি, থাকব রাজশাহীতে নারীর টিকটক ভিডিওতে পুলিশ পোশাক: কনস্টেবল প্রত্যাহার কুষ্টিয়ায় কসমেটিকস গুদামে আগুন, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ, ভাঙচুর

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৩)

  • Sarakhon Report
  • ০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 117

সারাক্ষণ ডেস্ক

 

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

                                                                      জীবন মানেই এ-গ্রেড পাওয়া।

 

আমার  দশ বছরের কলেজে শিক্ষকতার সময়ে মাঝে মাঝে আমি অন্যান্য ফ্যাকাল্টি’র সহকর্মীদের সঙ্গে ভিন্নমতের বিবাদে জড়িত হতাম।  কারণ আমি সবসময় ক্লাসের প্রথম দিনেই চূড়ান্ত পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিতাম । যখন আমার সহকর্মীরা কারণ জানতে চাইতো, আমি উত্তর দিতাম, “কারণ আমি সেমিস্টারটি তাদেরকে উত্তরগুলি শেখানোর জন্য ব্যয় করতে চাই। তাই যখন চূড়ান্ত পরীক্ষার সময় আসবে, প্রত্যেকে এ গ্রেড পাবে। শেষ পর্যন্ত, জীবনের মানেই এটা।” অর্থাত্‌ আমি আরো সহজ করে বলতে চাই, জীবনের যে কোন কাজে প্রথম থেকেই প্রশ্নগুলো ঠিক করে নিয়ে তার উত্তর তৈরির জন্যে ব্যয় করতে হয়।

সন্তুষ্ট গ্রাহকের চেয়ে অনেকটা উচ্ছ্বসিত ভক্তই বাজার সৃষ্টির জন্যে ভালো

 

বাজার সৃষ্টির জন্যে যে বিক্রয় কর্মী  গ্রাহক,  প্রতিনিধি, বা  জনগণের সঙ্গে যোগাযোগ করে, তাদের উচ্ছ্বসিত ভক্ত গ্রাহক তৈরি করতে শেখাতে হবে। এই কাজই  প্রতিযোগিতার ক্ষেত্রে নিজেকে অন্যের থেকে  থেকে আলাদা করে। মনে রাখা দরকার, পথের শেষ নেই। প্রতি মুহূর্তে আরো অনেক মাইল যেতে হবে এমনটিই ধরে নিতে হয়। তাই যারা প্রতিদান দেবে তাদেরকেই লক্ষ্য করে এগুতে হয়।

টিম যদি ভালো কাজ না করে তবে প্রথমে আয়নায় নিজেকে দেখতে হবে।

যদি আপনি জানতে চান যে আপনার লোকেরা কেন ভালো পারফরম্যান্স করছে না, তাহলে নিজেকেই প্রথমে আয়নায় দেখতে হবে। একজন নেতার মূল কাজ হল তার বা তার লোকেরা যাতে তাদের লক্ষ্য অর্জনে সফল হয় তাতে সাহায্য করা। যখন কেউ ব্যর্থ হয়, তখন নেতাকেই সে ব্যর্থতার দায়িত্ব নিতে হয়। এবং যখন কাজের লক্ষ্য অর্জন হয় বা  জয়ী হয়, তখন অবশ্যই স্বীকার করতে হয় নেতা নয়, টিম জয়ী হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দৈত্যাকার হলুদ বার্মিজ পাইথন: প্রকৃতির নীরব দৈত্য

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৩)

০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

 

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

                                                                      জীবন মানেই এ-গ্রেড পাওয়া।

 

আমার  দশ বছরের কলেজে শিক্ষকতার সময়ে মাঝে মাঝে আমি অন্যান্য ফ্যাকাল্টি’র সহকর্মীদের সঙ্গে ভিন্নমতের বিবাদে জড়িত হতাম।  কারণ আমি সবসময় ক্লাসের প্রথম দিনেই চূড়ান্ত পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিতাম । যখন আমার সহকর্মীরা কারণ জানতে চাইতো, আমি উত্তর দিতাম, “কারণ আমি সেমিস্টারটি তাদেরকে উত্তরগুলি শেখানোর জন্য ব্যয় করতে চাই। তাই যখন চূড়ান্ত পরীক্ষার সময় আসবে, প্রত্যেকে এ গ্রেড পাবে। শেষ পর্যন্ত, জীবনের মানেই এটা।” অর্থাত্‌ আমি আরো সহজ করে বলতে চাই, জীবনের যে কোন কাজে প্রথম থেকেই প্রশ্নগুলো ঠিক করে নিয়ে তার উত্তর তৈরির জন্যে ব্যয় করতে হয়।

সন্তুষ্ট গ্রাহকের চেয়ে অনেকটা উচ্ছ্বসিত ভক্তই বাজার সৃষ্টির জন্যে ভালো

 

বাজার সৃষ্টির জন্যে যে বিক্রয় কর্মী  গ্রাহক,  প্রতিনিধি, বা  জনগণের সঙ্গে যোগাযোগ করে, তাদের উচ্ছ্বসিত ভক্ত গ্রাহক তৈরি করতে শেখাতে হবে। এই কাজই  প্রতিযোগিতার ক্ষেত্রে নিজেকে অন্যের থেকে  থেকে আলাদা করে। মনে রাখা দরকার, পথের শেষ নেই। প্রতি মুহূর্তে আরো অনেক মাইল যেতে হবে এমনটিই ধরে নিতে হয়। তাই যারা প্রতিদান দেবে তাদেরকেই লক্ষ্য করে এগুতে হয়।

টিম যদি ভালো কাজ না করে তবে প্রথমে আয়নায় নিজেকে দেখতে হবে।

যদি আপনি জানতে চান যে আপনার লোকেরা কেন ভালো পারফরম্যান্স করছে না, তাহলে নিজেকেই প্রথমে আয়নায় দেখতে হবে। একজন নেতার মূল কাজ হল তার বা তার লোকেরা যাতে তাদের লক্ষ্য অর্জনে সফল হয় তাতে সাহায্য করা। যখন কেউ ব্যর্থ হয়, তখন নেতাকেই সে ব্যর্থতার দায়িত্ব নিতে হয়। এবং যখন কাজের লক্ষ্য অর্জন হয় বা  জয়ী হয়, তখন অবশ্যই স্বীকার করতে হয় নেতা নয়, টিম জয়ী হয়েছে।