শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত ২

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ২.১৮ পিএম

জাফর আলম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১), ৮ নম্বর ক্যাম্পের ৪১ ব্লকের মো আলমের ছেলে সিফাত।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার সারা দিন থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, উখিয়া ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে দুই বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ জন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024