সারাক্ষণ ডেস্ক
২০২২ সালে মাত্র ৪৯ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লিস ট্রাস। কনজারভেটিভ দলের এই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শুক্রবারের সাধারন নির্বাচনে তার দলের ভরাডুবির সাথে নিজেও তার আসনটি খুইয়েছেন মাত্র ৬৩০ ভোঠের ব্যবধানে।
ট্রাস, যিনি ২০১০ সাল থেকে সংসদ সদস্য হিসেবে জয় লাভ করে আসছিলেন। কিন্তু তার খুব অল্প সময়ের প্রধানমন্ত্রীত্বের কালে তিনি অর্থনৈতিক একটা ঝড় মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি তার নরফোক সাউথ ওয়েস্ট আসনে ৬৩০ ভোটে পরাজিত হন লেবার পার্টির প্রার্থীর কাছে।