জাফর আলম
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে মংডু শহরে তুমুল লড়াই চলছে। রাতভর বিস্ফোরণের বিকট শব্দ সীমান্তের এপারে ভেসে এসেছে। থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দে ঘুম নেই টেকনাফের বাসিন্দাদের। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার (৮ জুলাই) সকাল পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, রবিবার (৭ জুলাই) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেছে। কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত পরপর ৪০টির বেশি বিকট শব্দ ভেসে এসেছে।টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দারা জানান, রাতভর গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে। এখনও থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এ সংঘাত কবে শেষ হবে জানি না।
সাবরাং ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, রবিবার থেকে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ বেশি অনুভূত হচ্ছে। গত রাতে নাফ নদের ওপারে মিয়ানমারের বিস্ফোরণের শব্দে বাড়িঘরে কম্পন সৃষ্টি হয়েছে। রাতে ঘুম নেই, মনে হয়েছে বাড়ির ওপরে পড়ছে এসব গুলি।
হ্নীলা দমদমিয়া এলাকার লোকজন বলেন, গত কয়েক দিন একটানা মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। রাতভর থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এপারের বাড়িঘর।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আদনান চৌধুরী বলেন, নাফ নদের ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে ঘটতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
Sarakhon Report 



















