১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সিলেট ওসমানী মেডিকেলের নারী ওয়ার্ডে আগুন, ধোঁয়ায় আতঙ্ক সিলেটে ট্রাকের নিচে প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর তরুণ ভোট কোন বাক্সে, বিএনপি-জামায়াতের নানা কৌশল আর প্রতিশ্রুতি সংঘর্ষ-প্রাণহানির পর সতর্ক বিএনপি ও জামায়াত আর্থিক উদ্বেগ আয়ের পরিমাণের কারণে নয়, বরং অর্থ ব্যবস্থার নকশার কারণে পাকিস্তানি ‘সংবাদ ফেরিওয়ালা ” আলী আকবর পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ঐতিহাসিক মোড়? কেন চীনের শীর্ষ অর্থনীতির আসন হারাতে পারে গুয়াংডং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বন্ধন আরও দৃঢ়, পাঁচ সমঝোতা স্মারকে নতুন দিগন্ত চীনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কী অর্জন করলেন, এরপর কী চীন-যুক্তরাজ্য সম্পর্কের ভবিষ্যৎ চীনের মহাকাশ এআই বিপ্লব: কক্ষপথে ডাটা সেন্টার, মহাকাশ পর্যটন ও গভীর মহাকাশ দখলের ঘোষণা

বেলুচস্থিানে ২%, ময়মনসিংহে ৬৭.০৯

  • Sarakhon Report
  • ০৫:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 312

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের নির্বাচনের সংবাদ এখন পৃথিবীর প্রায় সব সংবাদ মাধ্যমে। তাদের নির্বাচনটিও যে যথেষ্ট ভালো হয়েছে সে কথাও স্বীকার করছে সকলে। এমনকি কোন কোন সংবাদ মাধ্যম এ সংবাদও গুরুত্ব দিয়ে  প্রকাশ করছে।

এ নির্বাচনের ভেতর দিয়ে পাকিস্তানে সব থেকে দুর্বল অবস্থানে চলে গেছে ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো। তারা মাত্র কয়েকটি আসনে জয়লাভ করেছে।

পৃথিবীর অনেক মানুষ যখন এ সংবাদ জানছে সে সময়ে পাকিস্তানের বেলুস্থিানের গ্রামের বেশি ভাগ নারী জানেন না তাদের এই নির্বাচনের ফলের সংবাদ। অথচ ভৌগলিকভাবে পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ এটা। এই প্রদেশে এখনো নারী শিক্ষার হার মাত্র ২%।

পাকিস্তানের নারী শিক্ষার হার সব থেকে কম যেখানে বেলুচিস্থান প্রদেশে সেখান বাংলাদেশের কোন জেলায় সব থেকে কম নারী শিক্ষার হার এটা খুঁজতে গেলে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে।

কিন্তু পার্থক্যটা আরব সাগরের থেকে অনেক বেশি। বাংলাদেশের সব থেকে কম নারী শিক্ষার হার ময়মনসিংহে  কম হলেও এটা ২ বা ৪ নয়, রীতিমত ৬৭.০৯ %।

তাই পাকিস্তানের অনেকে বা পাকিস্তান নিয়ে যারা গবেষণা করেন তাঁরা নির্বাচনের এই ডামাডোলের মধ্যে সামনে এনেছেন বেলুচিস্থানের নারী শিক্ষার হারটি। শুধু নারী শিক্ষা নয়, নারী স্বাস্থ্য সেবারও একই অবস্থা ওই পাকিস্তানের ওই প্রদেশে।

 

জনপ্রিয় সংবাদ

সিলেট ওসমানী মেডিকেলের নারী ওয়ার্ডে আগুন, ধোঁয়ায় আতঙ্ক

বেলুচস্থিানে ২%, ময়মনসিংহে ৬৭.০৯

০৫:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের নির্বাচনের সংবাদ এখন পৃথিবীর প্রায় সব সংবাদ মাধ্যমে। তাদের নির্বাচনটিও যে যথেষ্ট ভালো হয়েছে সে কথাও স্বীকার করছে সকলে। এমনকি কোন কোন সংবাদ মাধ্যম এ সংবাদও গুরুত্ব দিয়ে  প্রকাশ করছে।

এ নির্বাচনের ভেতর দিয়ে পাকিস্তানে সব থেকে দুর্বল অবস্থানে চলে গেছে ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো। তারা মাত্র কয়েকটি আসনে জয়লাভ করেছে।

পৃথিবীর অনেক মানুষ যখন এ সংবাদ জানছে সে সময়ে পাকিস্তানের বেলুস্থিানের গ্রামের বেশি ভাগ নারী জানেন না তাদের এই নির্বাচনের ফলের সংবাদ। অথচ ভৌগলিকভাবে পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ এটা। এই প্রদেশে এখনো নারী শিক্ষার হার মাত্র ২%।

পাকিস্তানের নারী শিক্ষার হার সব থেকে কম যেখানে বেলুচিস্থান প্রদেশে সেখান বাংলাদেশের কোন জেলায় সব থেকে কম নারী শিক্ষার হার এটা খুঁজতে গেলে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে।

কিন্তু পার্থক্যটা আরব সাগরের থেকে অনেক বেশি। বাংলাদেশের সব থেকে কম নারী শিক্ষার হার ময়মনসিংহে  কম হলেও এটা ২ বা ৪ নয়, রীতিমত ৬৭.০৯ %।

তাই পাকিস্তানের অনেকে বা পাকিস্তান নিয়ে যারা গবেষণা করেন তাঁরা নির্বাচনের এই ডামাডোলের মধ্যে সামনে এনেছেন বেলুচিস্থানের নারী শিক্ষার হারটি। শুধু নারী শিক্ষা নয়, নারী স্বাস্থ্য সেবারও একই অবস্থা ওই পাকিস্তানের ওই প্রদেশে।