০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
মসজিদ কর্মীদের জন্য বেতন কাঠামো ও সুবিধা চালু, গেজেট প্রকাশ ভুটানসহ যোগ্য দেশগুলোর জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখছে বাংলাদেশ চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক ডুবছে দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণে ঋণ পুনঃতফসিলে বড় ছাড়ে স্বস্তি জাহাজ নির্মাণ শিল্পে অস্থিরতায় বিদ্যুৎ খাত, বন্ধের ঝুঁকিতে উৎপাদন ব্লু মানডে কি সত্যিই বছরের সবচেয়ে মনখারাপের দিন? জানালেন চিকিৎসকেরা সংযুক্ত আরব আমিরাতের স্কুলে শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ ৯ খাবার, সতর্ক করল কর্তৃপক্ষ পশ্চিমা বাজারে চীনা গাড়ি নির্মাতাদের নজর, চীন–ইইউ বিরোধে অগ্রগতি: বৈদ্যুতিক গাড়ি খাতের সাতটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্যানসার ও বিরল রোগকে হারিয়ে জীবনের জয়গান

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০১)

  • Sarakhon Report
  • ০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • 99

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

স্মার্ট নেতার জন্যে জরুরী কিছু বিষয় (ঞ) 

স্মার্ট নেতা অবশ্যই পরিস্থিতি অনুযায়ী তার পরিকল্পনা পরিবর্তন করবে। তবে পরিকল্পনা পরিবর্তন কখনই সে বিকল্প ব্যবস্থা না করে করবে না।

এবং এই পরিকল্পনা পরিবর্তন করে সে যে দিকে এগিয়ে যাবে বা যে পথ সে বেছে নেবে ওই পথ সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকতে হবে।

এবং প্রকৃত অর্থে নির্ভরযোগ্য ধারণা ছাড়া সে কখনই পরিবর্তিত পথে এগুবে না। তবে এর পাশাপাশি তাকে অবশ্যই মনে রাখতে হবে পরিবর্তিত পথে তাকে যেতেই হবে যেহেতু তার আগের পথ শেষ হয়ে গেছে।

আর আগের পথ শেষ হয়ে যাওয়ার অর্থ এ নয় যে নেতা দুর্বল হয়েছে। বরং নেতাকে তখন নেপোলিয়ানের মতো হতে হয় যে  সে তার পেছনে ফেরার বোট গুলোকে পুড়িয়ে দিয়েছে।  এখন তার সফল হওয়া ছাড়া অন্য কোন পথ নেই। এবং এই সফল হবার জন্যে সে আর তার নিজের জায়গায় ফিরতে পারবে না। সেজন্য তাকে অবশ্যই পরিবর্তিত পথ ধরে নতুন স্থান দখল করতে হবে।

এবং এই পরিবর্তিত পথে এগিয়ে যাবার জন্যে তার অবশ্যই অনেক জটিল পথ সামনে আসতে পারে। সে জটিল পথগুলোকে মানিয়ে নিতে হবে। আর যখনই কোন নেতা বা কেউ জটিল পথগুলো মানিয়ে নেয়। বা সে পথের সঙ্গে একের পর এক যুদ্ধ করে এগিয়ে চলে তখন দেখা যায় একটা পর্যায়ে পথগুলো তার জন্যে স্বাভাবিক হয়।

আর এই জটিল পথে সে নিজে হয়তো বেশি কষ্ট পায় তবে তার বাধা দেবার লোক কম থাকে। কারণ ওই জটিল পথের বাঁকে বাঁকে খুব কম শত্রু দাঁড়িয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

মসজিদ কর্মীদের জন্য বেতন কাঠামো ও সুবিধা চালু, গেজেট প্রকাশ

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০১)

০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

স্মার্ট নেতার জন্যে জরুরী কিছু বিষয় (ঞ) 

স্মার্ট নেতা অবশ্যই পরিস্থিতি অনুযায়ী তার পরিকল্পনা পরিবর্তন করবে। তবে পরিকল্পনা পরিবর্তন কখনই সে বিকল্প ব্যবস্থা না করে করবে না।

এবং এই পরিকল্পনা পরিবর্তন করে সে যে দিকে এগিয়ে যাবে বা যে পথ সে বেছে নেবে ওই পথ সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকতে হবে।

এবং প্রকৃত অর্থে নির্ভরযোগ্য ধারণা ছাড়া সে কখনই পরিবর্তিত পথে এগুবে না। তবে এর পাশাপাশি তাকে অবশ্যই মনে রাখতে হবে পরিবর্তিত পথে তাকে যেতেই হবে যেহেতু তার আগের পথ শেষ হয়ে গেছে।

আর আগের পথ শেষ হয়ে যাওয়ার অর্থ এ নয় যে নেতা দুর্বল হয়েছে। বরং নেতাকে তখন নেপোলিয়ানের মতো হতে হয় যে  সে তার পেছনে ফেরার বোট গুলোকে পুড়িয়ে দিয়েছে।  এখন তার সফল হওয়া ছাড়া অন্য কোন পথ নেই। এবং এই সফল হবার জন্যে সে আর তার নিজের জায়গায় ফিরতে পারবে না। সেজন্য তাকে অবশ্যই পরিবর্তিত পথ ধরে নতুন স্থান দখল করতে হবে।

এবং এই পরিবর্তিত পথে এগিয়ে যাবার জন্যে তার অবশ্যই অনেক জটিল পথ সামনে আসতে পারে। সে জটিল পথগুলোকে মানিয়ে নিতে হবে। আর যখনই কোন নেতা বা কেউ জটিল পথগুলো মানিয়ে নেয়। বা সে পথের সঙ্গে একের পর এক যুদ্ধ করে এগিয়ে চলে তখন দেখা যায় একটা পর্যায়ে পথগুলো তার জন্যে স্বাভাবিক হয়।

আর এই জটিল পথে সে নিজে হয়তো বেশি কষ্ট পায় তবে তার বাধা দেবার লোক কম থাকে। কারণ ওই জটিল পথের বাঁকে বাঁকে খুব কম শত্রু দাঁড়িয়ে থাকে।