০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
সুর আর মজায় ভরপুর জাপানের নতুন অ্যানিমে ‘দ্য অবসেসড’ ডিজনিতে ফিরছেন বিটিএসের জিমিন ও জাংকুক, আসছে ‘আর ইউ শিওর?!’ সিজন–২ স্নেক সাও-স্কেলড ভিপার: এক ভয়ঙ্কর সাপের জীবন এবং বৈশিষ্ট্য টেইলর শেরিডান কীভাবে টেলিভিশনের সবচেয়ে নির্ভরযোগ্য হিট–কারখানায় পরিণত হলেন মোবাইলে ক্রোমে এআই মোড আরও সহজ করল গুগল রোলিং স্টোন স্পেশাল ও ডিজে স্নেকের গানে একদিনেই তিন ফ্রন্ট খুলল স্ট্রে কিডস হরর-কমেডি ‘মেকিং আ ব্রাইডসমেইড’ শেষ, এখন স্ট্রিমিং বিক্রির পথে কেক বানানোর কৌশল: ঘরে বসেই নিখুঁত বেকিংয়ের গাইড লস অ্যাঞ্জেলেসে গ্র্যান্ডে–এরিভোর চমক, ক্লাসিক ডুয়েটেই মাত করল হলিউড মুর্শিদাবাদ-কাহিনী (অন্তিম পর্ব-৩৬৫)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০১)

  • Sarakhon Report
  • ০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • 63

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

স্মার্ট নেতার জন্যে জরুরী কিছু বিষয় (ঞ) 

স্মার্ট নেতা অবশ্যই পরিস্থিতি অনুযায়ী তার পরিকল্পনা পরিবর্তন করবে। তবে পরিকল্পনা পরিবর্তন কখনই সে বিকল্প ব্যবস্থা না করে করবে না।

এবং এই পরিকল্পনা পরিবর্তন করে সে যে দিকে এগিয়ে যাবে বা যে পথ সে বেছে নেবে ওই পথ সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকতে হবে।

এবং প্রকৃত অর্থে নির্ভরযোগ্য ধারণা ছাড়া সে কখনই পরিবর্তিত পথে এগুবে না। তবে এর পাশাপাশি তাকে অবশ্যই মনে রাখতে হবে পরিবর্তিত পথে তাকে যেতেই হবে যেহেতু তার আগের পথ শেষ হয়ে গেছে।

আর আগের পথ শেষ হয়ে যাওয়ার অর্থ এ নয় যে নেতা দুর্বল হয়েছে। বরং নেতাকে তখন নেপোলিয়ানের মতো হতে হয় যে  সে তার পেছনে ফেরার বোট গুলোকে পুড়িয়ে দিয়েছে।  এখন তার সফল হওয়া ছাড়া অন্য কোন পথ নেই। এবং এই সফল হবার জন্যে সে আর তার নিজের জায়গায় ফিরতে পারবে না। সেজন্য তাকে অবশ্যই পরিবর্তিত পথ ধরে নতুন স্থান দখল করতে হবে।

এবং এই পরিবর্তিত পথে এগিয়ে যাবার জন্যে তার অবশ্যই অনেক জটিল পথ সামনে আসতে পারে। সে জটিল পথগুলোকে মানিয়ে নিতে হবে। আর যখনই কোন নেতা বা কেউ জটিল পথগুলো মানিয়ে নেয়। বা সে পথের সঙ্গে একের পর এক যুদ্ধ করে এগিয়ে চলে তখন দেখা যায় একটা পর্যায়ে পথগুলো তার জন্যে স্বাভাবিক হয়।

আর এই জটিল পথে সে নিজে হয়তো বেশি কষ্ট পায় তবে তার বাধা দেবার লোক কম থাকে। কারণ ওই জটিল পথের বাঁকে বাঁকে খুব কম শত্রু দাঁড়িয়ে থাকে।

জনপ্রিয় সংবাদ

সুর আর মজায় ভরপুর জাপানের নতুন অ্যানিমে ‘দ্য অবসেসড’

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০১)

০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

স্মার্ট নেতার জন্যে জরুরী কিছু বিষয় (ঞ) 

স্মার্ট নেতা অবশ্যই পরিস্থিতি অনুযায়ী তার পরিকল্পনা পরিবর্তন করবে। তবে পরিকল্পনা পরিবর্তন কখনই সে বিকল্প ব্যবস্থা না করে করবে না।

এবং এই পরিকল্পনা পরিবর্তন করে সে যে দিকে এগিয়ে যাবে বা যে পথ সে বেছে নেবে ওই পথ সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকতে হবে।

এবং প্রকৃত অর্থে নির্ভরযোগ্য ধারণা ছাড়া সে কখনই পরিবর্তিত পথে এগুবে না। তবে এর পাশাপাশি তাকে অবশ্যই মনে রাখতে হবে পরিবর্তিত পথে তাকে যেতেই হবে যেহেতু তার আগের পথ শেষ হয়ে গেছে।

আর আগের পথ শেষ হয়ে যাওয়ার অর্থ এ নয় যে নেতা দুর্বল হয়েছে। বরং নেতাকে তখন নেপোলিয়ানের মতো হতে হয় যে  সে তার পেছনে ফেরার বোট গুলোকে পুড়িয়ে দিয়েছে।  এখন তার সফল হওয়া ছাড়া অন্য কোন পথ নেই। এবং এই সফল হবার জন্যে সে আর তার নিজের জায়গায় ফিরতে পারবে না। সেজন্য তাকে অবশ্যই পরিবর্তিত পথ ধরে নতুন স্থান দখল করতে হবে।

এবং এই পরিবর্তিত পথে এগিয়ে যাবার জন্যে তার অবশ্যই অনেক জটিল পথ সামনে আসতে পারে। সে জটিল পথগুলোকে মানিয়ে নিতে হবে। আর যখনই কোন নেতা বা কেউ জটিল পথগুলো মানিয়ে নেয়। বা সে পথের সঙ্গে একের পর এক যুদ্ধ করে এগিয়ে চলে তখন দেখা যায় একটা পর্যায়ে পথগুলো তার জন্যে স্বাভাবিক হয়।

আর এই জটিল পথে সে নিজে হয়তো বেশি কষ্ট পায় তবে তার বাধা দেবার লোক কম থাকে। কারণ ওই জটিল পথের বাঁকে বাঁকে খুব কম শত্রু দাঁড়িয়ে থাকে।