০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
কোরিয়ায় প্রবীণদের জন্য বিনামূল্যে সাবওয়ে যাত্রার চ্যালেঞ্জসমূহ কুশিয়ারা নদীর দুই শত বছরের ইতিহাস ও জীবনের ধারা হিউএনচাঙ (পর্ব-১৪৪) শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি প্রাক্তন মালয়েশিয়ার নেতা মাহাথিরের ১০০তম জন্মদিন ইরানের “ছায়া ব্যাংকিং” তেলের অবৈধ বাণিজ্য নেটওয়ার্কে নিষেধাজ্ঞা যেভাবে শুরু হয়েছিলো গুলশানের হলি আর্টিজান হামলা জঙ্গী হামলা সংখ্যালঘুদের বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া ও তাদের ওপর সংহিসতা চলমান দেশের ৬৮টি নদীতে পানি বেড়েছে আগামী সাত দিন অব্যাহত বৃষ্টি : ঢাকার কিচেন মার্কেটে মূল্যবৃদ্ধির আশঙ্কা

থাইল্যান্ড আরো ৩৬ টি দেশকে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেবে

  • Sarakhon Report
  • ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • 21

ব্যাংককের সুব্রামানিয়াম বিমানবন্দরের ইমিগ্রেশনে পর্যটকদের লাইন

সারাক্ষণ ডেস্ক

আরো বেশী পর্যটক আকর্ষণের জন্যে দেশটির কেবিনেট তাদের নতুন ভিসা পদ্ধতির অনুমোদন দিয়েছে। এর মধ্যে  ফ্রি ভিসা , অন এ্যারাইভাল ভিসা, ছাত্রদের জন্যে অনেকদিন থাকার অনুমতি এবং রিটায়ারকারীদের বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা সহ বেশকিছু নতুন নিয়ম অন্তর্ভূক্ত রয়েছে।

সরকারের মুখপাত্র ওয়াচারোংকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যটক আকর্ষনের জন্যে এই প্রস্তাব দিয়েছিল কারণ থাইল্যান্ডের জাতীয় অর্থনীতি অনেকটাই পর্যটনের উপরে নির্ভর করে।

ফ্রি ভিসার অন্তর্ভূক্ত বর্তমানে ৫৭ টি দেশের সাথে আরো ৩৬ টি দেশ যোগ হবে। মোট ৯৩ টি দেশ ভিসা মুক্ত হবে বলে তিনি জানান। এর মধ্যে আলবেনিয়া, ক্যামবোডিয়া, চায়না, ইন্ডিয়া, জ্যামেইকা, কাজাকসস্তান, লাওস,মেক্সিকো , মরোক্কো, পানামা, রোমেনিয়া, শ্রীলংকা এবং উজবেকিস্তান উল্লেখযোগ্য।

সরকারের এই মুখপাত্র আরো জানান, এই স্কীমের আওতায় পর্যটকরা ৬০ দিন অবস্থানের অনুমতি পাবেন। কেবিনেট মোট ৩১ টি দেশকে ভিসা অন এ্যারাইভালের আওতায় অনুমোদন  দিল যা ১৯ টি দেশ থেকে এখন ৩১ টিতে পৌঁছালো।

পর্যটক , যারা কাজ করতে ও ঘুরতে আসবেন তারা ৫ বছরের মাল্টিপল ভিসা পাবেন। তবে তারা একটানা ১৮০ দিন বা ৬ মাস থাকতে পারবেন।  তারা আগে প্রতিবার মাত্র ৩০ দিন করে থাকতে পারতেন ।

মি. চাই বলেন,“এই সিদ্ধান্ত ডিজিটাল নোমাড, রিমোট কর্মী এবং ফ্রিল্যান্সারদের টার্গেট করে বিশেষ করে যারা মুয়াই থাই এবং থাই কুইজিন শিখতে চায়। তারা শিখতে ও ঘুরতে পারবে।” তিনি এটাকে ডেস্টিনেশন থাই ভিসা বলে আখ্যায়িত করেন।

বিদেশী ছাত্ররা স্নাতক শেষ করেও একবছর থাকতে পারবেন , জরুরী কোনো কারন ছাড়া দেশ ছাড়তে না হলে। তিনি বলেন, “তারা আমাদের চাহিদার ক্ষেত্রগুলিতে কাজ খুঁজতে পারবেন। এরকম প্রায় ৪০,০০০ বিদেশী ছাত্র আছে আমাদের দেশে।” তিনি জানান, এই প্রোগ্রাম কার্যকরী হয়েছে ১ জুন থেকেই।

অবসর

ভিজিটর যারা ৫০ বছরের উর্ধ্ব, যারা দীর্ঘদিন থতাকতে চান তাদের ৩ মিলিয়ন বাথের একটি স্বাস্থ্য বীমার প্রয়োজন হবে।

কেবিনেটের রেজুলিউশনের অধীনে  প্রত্যেক দীর্ঘ অবস্থানের জন্যে এই গ্রুপের ভিসা প্রার্থীর ৪৪০,০০০ বাহথ   আর  বাইরের রোগীদের জন্যে  ৪৪০,০০০ বাহত পর্যন্ত স্বাস্থ্য বীমার প্রয়োজন হবে।

মি. চাই বলেন, এটি লং স্টে প্রার্থীদের জন্যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী।

মুখপাত্র বলেন, কেবিনেট  থাই কনস্যুলেট ও এমবাসির ৪৭ থেকে ৯৪টি লোকেশনে ই–ভিসা আবেদন সার্ভিসের অনুমোদন দিয়েছেন যা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

 

 

কোরিয়ায় প্রবীণদের জন্য বিনামূল্যে সাবওয়ে যাত্রার চ্যালেঞ্জসমূহ

থাইল্যান্ড আরো ৩৬ টি দেশকে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেবে

০৫:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

সারাক্ষণ ডেস্ক

আরো বেশী পর্যটক আকর্ষণের জন্যে দেশটির কেবিনেট তাদের নতুন ভিসা পদ্ধতির অনুমোদন দিয়েছে। এর মধ্যে  ফ্রি ভিসা , অন এ্যারাইভাল ভিসা, ছাত্রদের জন্যে অনেকদিন থাকার অনুমতি এবং রিটায়ারকারীদের বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা সহ বেশকিছু নতুন নিয়ম অন্তর্ভূক্ত রয়েছে।

সরকারের মুখপাত্র ওয়াচারোংকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যটক আকর্ষনের জন্যে এই প্রস্তাব দিয়েছিল কারণ থাইল্যান্ডের জাতীয় অর্থনীতি অনেকটাই পর্যটনের উপরে নির্ভর করে।

ফ্রি ভিসার অন্তর্ভূক্ত বর্তমানে ৫৭ টি দেশের সাথে আরো ৩৬ টি দেশ যোগ হবে। মোট ৯৩ টি দেশ ভিসা মুক্ত হবে বলে তিনি জানান। এর মধ্যে আলবেনিয়া, ক্যামবোডিয়া, চায়না, ইন্ডিয়া, জ্যামেইকা, কাজাকসস্তান, লাওস,মেক্সিকো , মরোক্কো, পানামা, রোমেনিয়া, শ্রীলংকা এবং উজবেকিস্তান উল্লেখযোগ্য।

সরকারের এই মুখপাত্র আরো জানান, এই স্কীমের আওতায় পর্যটকরা ৬০ দিন অবস্থানের অনুমতি পাবেন। কেবিনেট মোট ৩১ টি দেশকে ভিসা অন এ্যারাইভালের আওতায় অনুমোদন  দিল যা ১৯ টি দেশ থেকে এখন ৩১ টিতে পৌঁছালো।

পর্যটক , যারা কাজ করতে ও ঘুরতে আসবেন তারা ৫ বছরের মাল্টিপল ভিসা পাবেন। তবে তারা একটানা ১৮০ দিন বা ৬ মাস থাকতে পারবেন।  তারা আগে প্রতিবার মাত্র ৩০ দিন করে থাকতে পারতেন ।

মি. চাই বলেন,“এই সিদ্ধান্ত ডিজিটাল নোমাড, রিমোট কর্মী এবং ফ্রিল্যান্সারদের টার্গেট করে বিশেষ করে যারা মুয়াই থাই এবং থাই কুইজিন শিখতে চায়। তারা শিখতে ও ঘুরতে পারবে।” তিনি এটাকে ডেস্টিনেশন থাই ভিসা বলে আখ্যায়িত করেন।

বিদেশী ছাত্ররা স্নাতক শেষ করেও একবছর থাকতে পারবেন , জরুরী কোনো কারন ছাড়া দেশ ছাড়তে না হলে। তিনি বলেন, “তারা আমাদের চাহিদার ক্ষেত্রগুলিতে কাজ খুঁজতে পারবেন। এরকম প্রায় ৪০,০০০ বিদেশী ছাত্র আছে আমাদের দেশে।” তিনি জানান, এই প্রোগ্রাম কার্যকরী হয়েছে ১ জুন থেকেই।

অবসর

ভিজিটর যারা ৫০ বছরের উর্ধ্ব, যারা দীর্ঘদিন থতাকতে চান তাদের ৩ মিলিয়ন বাথের একটি স্বাস্থ্য বীমার প্রয়োজন হবে।

কেবিনেটের রেজুলিউশনের অধীনে  প্রত্যেক দীর্ঘ অবস্থানের জন্যে এই গ্রুপের ভিসা প্রার্থীর ৪৪০,০০০ বাহথ   আর  বাইরের রোগীদের জন্যে  ৪৪০,০০০ বাহত পর্যন্ত স্বাস্থ্য বীমার প্রয়োজন হবে।

মি. চাই বলেন, এটি লং স্টে প্রার্থীদের জন্যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী।

মুখপাত্র বলেন, কেবিনেট  থাই কনস্যুলেট ও এমবাসির ৪৭ থেকে ৯৪টি লোকেশনে ই–ভিসা আবেদন সার্ভিসের অনুমোদন দিয়েছেন যা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।