সারাক্ষণ ডেস্ক
মঙ্গলবার পাকিস্তানের বান্নু ক্যান্টমেন্ট লক্ষ করে সন্ত্রাসীরা হামলা চালালে ৮ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। তবে পাল্টা জবাবে ১০ হামলাকারীও নিহত হয়েছে বলে ‘আইএসপিআর’ জানায়।
সামরিক বাহিনীর প্রেস শাখার বরাতে জানা যায়, মঙ্গলবার ভোরে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী বান্নু ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। এরপর সন্ত্রাসীরা বিষ্ফোরকভর্তি একটি ট্রাককে ক্যান্টনমেন্টের ভিতরের দেয়ালে জোরে আঘাত করে বিষ্ফোরণ ঘটায়। বিষ্ফোরনের ফলে দেয়াল আংশিক ভেঙ্গে যায় এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ৮ জন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন।
নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যরা হলেন- নায়েব সুবেদার মোহাম্মদ শেহজাদ, ৪৪; হাবিলদার জিল ই হোসাইন;৩৯; হাবিলদার শাজাদ আহমেদ, ২৮; সিপাই আশফাক হোসেন খান,৩০; সিপাই সোবান মাজিদ,২২; সিপাই ইমতিয়াজ খান,৩০; পাকিস্তান আর্মির সিপাই আরসালান আসলাম, ২৬; এবং ফ্রনটিয়ার কনসটুবুলারীর নায়েক শাবজ আলী, ৩৪।
আইএসপিআর জানায়, “সেনাবাহিনীর পাল্টা আঘাতে সন্ত্রাসীরা ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। “এই ধরনের তরিৎ পদক্ষেপের কারনে অনেক সিকিউরিটি সদস্যের জীবন বাঁচানো গেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা সদস্যদের এমন আপ্রাণ চেষ্টা সন্ত্রাসবিরোধী কার্যক্রমে একটি মাইলফলক। হাফিজ গুল বাহাদুর সন্ত্রাসী গ্রুপটি অতীতে আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে সন্ত্রাসী কার্যকলাপ চালাতো।”
পাকিস্তান এব্যাপারে বর্তমান আফগানিস্তানের অস্থায়ী সরকারের কাছে এরধরনের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং এধরনের ন্যাক্কারজনক করমকান্ডের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যেও আহবান জানিয়েছে ।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারী এই কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি নিহত শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সেনাবাহিনীর সদস্য ও ফ্রনটিয়ার কনসটুবুলারীর সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সারাদেশ নিরাপত্তা সদস্যদের এই সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।
পাকিস্তান বেশ কয়েকবছর ধরেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করছে বিশেষ করে খাইবার পাখতোনখোয়া এবং বালোচিস্তানে। বিশেষ করে ২০২২ সাল থেকে তেহরিক ই তালিবান পাকিস্তান সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই।