বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

ট্রাম্প ক্রিপ্টো বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান  জানিয়েছেন

  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১০.৫২ এএম

ডি ডব্লিউ

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ক্রিপ্টোকারেন্সিকে আরো উন্নতি করানোর লক্ষ্যে তার পরিকল্পনার কথা বিনিয়োগকারীদের কাছে ব্যক্ত করেছেন ।  তিনি বলেছেন , যদি তিনি পূণরায় নির্বাচিত হতে পারেন তাহলে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির সুপারপাওয়ার হিসেবে গড়ে তুলবেন।

ট্রাম্প আরো বলেন, “তিনি চান যুক্তরাষ্ট্র এই গ্রহের ক্রিপ্টো ক্যাপিটাল “ এবং বিট কয়েন এর সুপার পাওয়ার হবে। তিনি টেনেসির ন্যাশভিলে ক্রিপ্টো কারেন্সির একটি সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন।

সাউথ কোরিয়ার সামরিক গোয়েন্দা তথ্য ফাঁস

জাপান টাইমস

সাউথ কোরিয়া তার উচ্চ পদস্থ মিলিটারী গোয়েন্দাদের একটি তথ্য ফাঁসের তদন্দ করছে। স্থানীয় মিডিয়া শনিবার জানায়, এ ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ব্যাপার রয়েছে , এমনকি কমান্ডের সদস্যদের ব্যক্তিগত তথ্যেরও গোপন  সংবাদ এর মধ্যে অন্তর্ভূক্ত যা নর্থ কোরিয়াতে পাচার হওয়ার জন্যে করা হয়েছে।

ইয়নচিওনে সাউথ কোরিয়া , যুক্তরাষ্ট্রের রিভার ক্রসিং এর যৌথ সামরিক মহড়া

সামরিক কর্মকর্তারা জানায়, এই ধরনের গোপন তথ্য ফাঁসে জড়িতদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তারা আরো জানায় , স্থানীয় মিডিয়ার রিপোর্টকে অতটা গুরুত্ব  না দিতে কারন ব্যাপারটি এখনো তদন্তাধীন।

মিয়ানমার:  গত ৪ মাসে সামরিক জান্তার ২০০ টির বেশী ঘাঁটি দখল

দি ইরাওয়াদ্দি

দি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কিয়া) এবং এর সহযোগিরা গত ৪ মাসে কাচিন রাজ্যের ২০০ টির বেশী মিয়ানমার সামরিক জান্তার ঘাঁটি দখলে নিয়েছে। কিয়া’র তথ্য কর্মকর্তা কর্নেল ন বু এ খবর নিশ্চিৎ করেছেন। গত ৭ মার্চে ‘কিয়া’ দি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি সদস্যরা জান্তার ১০ টি আউটপোস্ট দখলে নিয়েছিল।

এপ্রিলের ১ তারিখে এই সশস্ত্র গ্রুপটি সিনলুম বুম, ভামো এবং লুইজেল এর মধ্যে প্রায় ৬০ কিমি রাস্তা এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে নেয়। কিয়া এপ্রিলের ৮ তারিখে চায়নার সীমান্তে অবস্থিত শহর লুইজেল দখলে নেয়। এই শহরটি সীমান্তের ৫টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটি।

 ইসরায়েল অধিকৃত  গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট হামলা, নিহত ১২

রয়টার্স   

শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। তাদের সবাই শিশু এবং কিশোর। এছাড়া আরো কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকালের এই হামলার জন্য ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, হিজবুল্লাহর ছোড়া একটি রকেট মাজদাল শামসের দ্রুজ শহরে আঘাত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলায় হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, হিজবুল্লাহকে চড়া মূল্য পরিশোধ করতে হবে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় অস্বীকার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024