০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন যুক্তরাষ্ট্রে শাটডাউন সমাপ্তির সম্ভাবনায় ডলার স্থিতিশীল, অস্ট্রেলীয় ডলার শক্তিশালী, ইয়েন দুর্বল প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও অক্ষরের রহস্য: কেন ‘Q’-এর প্রয়োজন ‘U’ — ভাষার আত্মার এক বিস্ময়কর ইতিহাস নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

আবারো ‘কাজল রেখা’র জন্য সম্মাননায় ভূষিত মন্দিরা

  • Sarakhon Report
  • ১১:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • 23

সারাক্ষণ প্রতিবেদক

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র গিয়েছেন ‘কাজল রেখা’খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। সেখানে যাবার পরপরই তিনি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘কাজল রেখা’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করার জন্য প্রথম কোনো সম্মাননা অর্জন করেন সিনেমার নায়িকা হিসেবে।
প্রথম সম্মাননা পাবার রেশ কাটতে না কাটতেই আবারো মন্দিরা ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য আরো একটি সম্মাননায় ভূষিত হলেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ অনুষ্ঠিত ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বেস্ট ফিল্ম অ্যাকট্রেস’ হিসেবে সম্মাননা লাভ করেন তিনি।
মন্দিরা চক্রবর্ত্তী বলেন,‘ দেশের জন্য এই মুহুর্তে মনটা ভীষণ অস্থির হয়ে আছে। মনে শান্তি পাচ্ছিনা। দেশে দ্রুত সবকিছুতে স্বাভাবিক অবস্থা ফিরবে সেই প্রত্যাশাই করছি মনে মনে। মা বাবা’র সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে। তারাও সেখান থেকে আমার জন্য আশীর্বাদ করছেন, দূরে যেন আমিও নিরাপদে থাকি ভালো থাকি। এরইমধ্যে আমি কাজল রেখা’তে নাম ভূমিকায় অভিনয়ের জন্য আবারো সম্মাননা পেলাম।
বেস্ট ফিল্ম অ্যাকট্রেস হিসেবে আনন্দ মেলা সম্মাননায় ভূষিত হলাম আমি। আয়োজকদের প্রতি আমার ভীষণ কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এ কারণেই যে আমাকে প্রথম সিনেমাতে অভিনয়ের জন্যই বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননা প্রদান করায়। একজন শিল্পী হিসেবে আমি সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে। কাজল রেখা-আমার অভিনয় জীবনের অনেক বড় একটা অধ্যায়।
এই সিনেমাতে অভিনয়ের পর সিনেমা মুক্তির প্রতীক্ষায় আমি অনেক ভালো ভালো কাজও না করে দিয়েছি। যার ফলও আমি পেয়েছি সিনেমাটি মুক্তির পর। অবশ্যই ধন্যবাদ গিয়াস উদ্দিন সেলিম ভাইকে আমাকে এই সিনেমাতে কাজ করার সুযোগ করে দেবার জন্য। আমাকে চরিত্র অনুযায়ী খুঁটিনাটি সব বুঝিয়ে দিয়ে আমার কাছ থেকে অভিনয় বের করে আনার জন্য। পুরো টিমের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
দর্শকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা আমাকে প্রথম সিনেমাতেই মন থেকে গ্রহন করার জন্য। দোয়া চাই সকলের কাছে যেন আমার জন্মদিনের আগেই যেন ঠিকঠাকভাবে দেশে ফিরতে পারি।’  এদিকে মিঠু খানের পরিচালনায় মন্দিরা চক্রবর্ত্তী পুরোপুরি শেষ করেছেন ‘নীলচক্র’ সিনেমার কাজ। এই সিনেমাটি নিয়েও মন্দিরার ভীষণ প্রত্যাশা।
জনপ্রিয় সংবাদ

গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন

আবারো ‘কাজল রেখা’র জন্য সম্মাননায় ভূষিত মন্দিরা

১১:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র গিয়েছেন ‘কাজল রেখা’খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। সেখানে যাবার পরপরই তিনি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘কাজল রেখা’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করার জন্য প্রথম কোনো সম্মাননা অর্জন করেন সিনেমার নায়িকা হিসেবে।
প্রথম সম্মাননা পাবার রেশ কাটতে না কাটতেই আবারো মন্দিরা ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য আরো একটি সম্মাননায় ভূষিত হলেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ অনুষ্ঠিত ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বেস্ট ফিল্ম অ্যাকট্রেস’ হিসেবে সম্মাননা লাভ করেন তিনি।
মন্দিরা চক্রবর্ত্তী বলেন,‘ দেশের জন্য এই মুহুর্তে মনটা ভীষণ অস্থির হয়ে আছে। মনে শান্তি পাচ্ছিনা। দেশে দ্রুত সবকিছুতে স্বাভাবিক অবস্থা ফিরবে সেই প্রত্যাশাই করছি মনে মনে। মা বাবা’র সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে। তারাও সেখান থেকে আমার জন্য আশীর্বাদ করছেন, দূরে যেন আমিও নিরাপদে থাকি ভালো থাকি। এরইমধ্যে আমি কাজল রেখা’তে নাম ভূমিকায় অভিনয়ের জন্য আবারো সম্মাননা পেলাম।
বেস্ট ফিল্ম অ্যাকট্রেস হিসেবে আনন্দ মেলা সম্মাননায় ভূষিত হলাম আমি। আয়োজকদের প্রতি আমার ভীষণ কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এ কারণেই যে আমাকে প্রথম সিনেমাতে অভিনয়ের জন্যই বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননা প্রদান করায়। একজন শিল্পী হিসেবে আমি সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে। কাজল রেখা-আমার অভিনয় জীবনের অনেক বড় একটা অধ্যায়।
এই সিনেমাতে অভিনয়ের পর সিনেমা মুক্তির প্রতীক্ষায় আমি অনেক ভালো ভালো কাজও না করে দিয়েছি। যার ফলও আমি পেয়েছি সিনেমাটি মুক্তির পর। অবশ্যই ধন্যবাদ গিয়াস উদ্দিন সেলিম ভাইকে আমাকে এই সিনেমাতে কাজ করার সুযোগ করে দেবার জন্য। আমাকে চরিত্র অনুযায়ী খুঁটিনাটি সব বুঝিয়ে দিয়ে আমার কাছ থেকে অভিনয় বের করে আনার জন্য। পুরো টিমের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
দর্শকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা আমাকে প্রথম সিনেমাতেই মন থেকে গ্রহন করার জন্য। দোয়া চাই সকলের কাছে যেন আমার জন্মদিনের আগেই যেন ঠিকঠাকভাবে দেশে ফিরতে পারি।’  এদিকে মিঠু খানের পরিচালনায় মন্দিরা চক্রবর্ত্তী পুরোপুরি শেষ করেছেন ‘নীলচক্র’ সিনেমার কাজ। এই সিনেমাটি নিয়েও মন্দিরার ভীষণ প্রত্যাশা।