০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত

  • Sarakhon Report
  • ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • 23

রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে  ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল জাজিরাও  বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক সংগঠনগুলি এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ।  মঙ্গলবার হানিয়া ইরানের  নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামলার কারন উদঘাটন করে অচিরেই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে রেভোল্যুশনারী গার্ড।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ সুদের হার বাড়িয়েছ

জাপান টাইমস

জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান বা বিওজে বুধবার এর সুদের  হার বাড়িয়েছে এবং সরকারী বন্ড কেনার পরিমান অর্ধেক করার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যা বাজারে বিষ্ময় সৃষ্টি করেছে।  দু’দিনব্যাপী নীতি নির্ধারণী সভা শেষে বিওজে’র কর্মকর্তারা  এর স্বল্প সময়ের পলিসি রেট টার্গেট আরও বাড়ানোর বিষয়ে ভোট দিয়েছিল।

বেশীভাগ বিওজে পর্যবেক্ষকরা আশা করেছিল যে, কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আরো অধিক তথ্য পাওয়ার জন্যে আশা করবে। এই ঘোষণাকে সামনে রেখে ডলারের বিপরীতে ইয়েন ১৫২ লেভেল পর্যন্ত শক্তিশালী হয়েছিল কারন স্থানীয় মিডিয়াগুলি এই হার বাড়ার বিষয়ে আগেই রিপোর্ট করেছিল। জাপানী মুদ্রা জুলাইয়ের শুরুতেই একটি নাটকীয় পরিবর্তন নিয়ে ফিরে আসার অবস্থানে ছিল।

প্রেসিডেন্ট  শী ২০২৪ এর অর্থনৈতিক লক্ষমাত্রার উপর জোর দিয়েছেন

সিনহুয়া

চাইনিজ প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট পার্টি অব চায়না সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারী শী জিং পিং সকলকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য-২০২৪ কে বুঝতে এবং এর  উপর জোর দিতে বলেছেন।

‘দি সিপিসি সেন্ট্রাল কমিটি’ জুলাইয়ের ২৬ তারিখে নন সিপিসি সদস্যদের সাথে বর্তমান অর্থর্নৈতিক অবস্থা এবং বছরের পরবর্তী ছয়মাসে কি করণীয় এর উপরে তাদের মতামত ও পরামর্শ গ্রহনের উদ্দেশ্যে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছিল। এতে নীতি নির্ধারণী বিষয়ে অনেক সিদ্ধান্ত নেয়া হয় যাতে সরকারের অর্থনীতির চাকা আরো বেগবান হয়।

অচিরেই কামালা হারিস তার ভাইস প্রেসিডেন্ট বাঁছাই করবেন

বিবিসি

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ১৯ শে আগস্ট শিকাগোতে ডেমোক্রেটদের ন্যাশনাল কনভেনশন শুরুর আগেই একটি সিদ্বান্ত প্রয়োজন কারন প্রেসিডেন্ট পদে কামালা হারিস মনোনয়ন পাওয়ার পরেই তাের আরেকটি উল্লেখযোগ্য কাজ বাকী থাকে তার রানিংমেট বাছাইয়ের কাজ।

মিস হারিসের রানিংমেটের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই তাদের দুজনকে  নির্বাচনী প্রচারে নামতে হবে। উল্লেখযোগ্যভাবে, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, ডেট্রয়েট, মিশিগান, লাসভেগাস, নেভাডা, রেলােই, নর্থ ক্যারোলাইনা, ফিনিক্স, আরিজোনা, সাভানা, জর্জিয়া, এবং উইসকিনসন হলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে উল্লেখযোগ্য প্রচারণার রাজ্যসমূহ।

 

 

হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত

১১:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে  ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল জাজিরাও  বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক সংগঠনগুলি এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ।  মঙ্গলবার হানিয়া ইরানের  নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামলার কারন উদঘাটন করে অচিরেই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে রেভোল্যুশনারী গার্ড।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ সুদের হার বাড়িয়েছ

জাপান টাইমস

জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান বা বিওজে বুধবার এর সুদের  হার বাড়িয়েছে এবং সরকারী বন্ড কেনার পরিমান অর্ধেক করার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যা বাজারে বিষ্ময় সৃষ্টি করেছে।  দু’দিনব্যাপী নীতি নির্ধারণী সভা শেষে বিওজে’র কর্মকর্তারা  এর স্বল্প সময়ের পলিসি রেট টার্গেট আরও বাড়ানোর বিষয়ে ভোট দিয়েছিল।

বেশীভাগ বিওজে পর্যবেক্ষকরা আশা করেছিল যে, কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আরো অধিক তথ্য পাওয়ার জন্যে আশা করবে। এই ঘোষণাকে সামনে রেখে ডলারের বিপরীতে ইয়েন ১৫২ লেভেল পর্যন্ত শক্তিশালী হয়েছিল কারন স্থানীয় মিডিয়াগুলি এই হার বাড়ার বিষয়ে আগেই রিপোর্ট করেছিল। জাপানী মুদ্রা জুলাইয়ের শুরুতেই একটি নাটকীয় পরিবর্তন নিয়ে ফিরে আসার অবস্থানে ছিল।

প্রেসিডেন্ট  শী ২০২৪ এর অর্থনৈতিক লক্ষমাত্রার উপর জোর দিয়েছেন

সিনহুয়া

চাইনিজ প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট পার্টি অব চায়না সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারী শী জিং পিং সকলকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য-২০২৪ কে বুঝতে এবং এর  উপর জোর দিতে বলেছেন।

‘দি সিপিসি সেন্ট্রাল কমিটি’ জুলাইয়ের ২৬ তারিখে নন সিপিসি সদস্যদের সাথে বর্তমান অর্থর্নৈতিক অবস্থা এবং বছরের পরবর্তী ছয়মাসে কি করণীয় এর উপরে তাদের মতামত ও পরামর্শ গ্রহনের উদ্দেশ্যে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছিল। এতে নীতি নির্ধারণী বিষয়ে অনেক সিদ্ধান্ত নেয়া হয় যাতে সরকারের অর্থনীতির চাকা আরো বেগবান হয়।

অচিরেই কামালা হারিস তার ভাইস প্রেসিডেন্ট বাঁছাই করবেন

বিবিসি

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ১৯ শে আগস্ট শিকাগোতে ডেমোক্রেটদের ন্যাশনাল কনভেনশন শুরুর আগেই একটি সিদ্বান্ত প্রয়োজন কারন প্রেসিডেন্ট পদে কামালা হারিস মনোনয়ন পাওয়ার পরেই তাের আরেকটি উল্লেখযোগ্য কাজ বাকী থাকে তার রানিংমেট বাছাইয়ের কাজ।

মিস হারিসের রানিংমেটের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই তাদের দুজনকে  নির্বাচনী প্রচারে নামতে হবে। উল্লেখযোগ্যভাবে, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, ডেট্রয়েট, মিশিগান, লাসভেগাস, নেভাডা, রেলােই, নর্থ ক্যারোলাইনা, ফিনিক্স, আরিজোনা, সাভানা, জর্জিয়া, এবং উইসকিনসন হলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে উল্লেখযোগ্য প্রচারণার রাজ্যসমূহ।