০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা

দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ইরেশ যাকের ও সাবিলা নূর

  • Sarakhon Report
  • ০৪:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • 97
সারাক্ষণ প্রতিবেদক
আজ থেকে প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত ‘মাঙ্কি বিজনেস’ নাটকে অভিনয় করেছিলেন ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিণ শেয়ার করা হয়নি। এবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিণ শেয়ার করছেন ইরেশ যাকের ও সাবিলা নূর। অপূর্ণ রুবেলের রচনায় তারা দু’জন ‘সুঁতো’ নাটকে অভিনয় করেছেন।
পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভীষণ আবেগী গল্পের এই নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশেষত নাটকে ইরেশ, সাবিলা ও পার্থ’র অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন,‘ সত্যি বলতে কী সাবিলা এখন খুউব ভালো অভিনয় করে। আর যারা ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করতেও ভীষণ ভালোলাগে। কারণ তখন কাজটা খুউব ভালো হয়। আর সাবিলা এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী।
যার কাজ দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। এটা সাবিলা শ্রম দিয়ে তার অভিনয় দিয়ে অর্জন করেছে। সুতো নাটকটির গল্প খুউব ভালোলেগেছে আমার, নাটকটি প্রকাশের পর রেসপন্সও ভালো পাচ্ছি।’ সাবিলা নূর বলেন,‘ দীর্ঘ দশ বছর পর আমরা অবশেষে একসাথে স্ক্রীণ শেয়ার করার সুযোগ পেলাম। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে অভিনয় কররেও তখন আমাদের স্ক্রীণ শেয়ার করা হয়নি। এবার একসঙ্গে অভিনয় করা হলো।
ইরেশ ভাই একজন অভিজ্ঞ শিল্পী। তারসঙ্গে কাজ করার মানে হলো নতুন কিছু শেখা, অভিনয় সম্পর্কে আরো বিষদ জানা। কাজের ফাঁকে ফাঁকে তা আরো জানা হলো। ইমরাউল রাফাত ভাই নিঃসন্দেহে একজন গুনী নির্মাতা। দীর্ঘদিন পর তার নির্দেশনায় কাজ করেও শান্তি পেলাম, একটা খুউব ভালো কাজ হলো। আমি কাজটি নিয়ে খুউব আশাবাদী ছিলাম, নাটকটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ রাফাত ভাইকে।’
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ

দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ইরেশ যাকের ও সাবিলা নূর

০৪:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
আজ থেকে প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত ‘মাঙ্কি বিজনেস’ নাটকে অভিনয় করেছিলেন ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিণ শেয়ার করা হয়নি। এবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিণ শেয়ার করছেন ইরেশ যাকের ও সাবিলা নূর। অপূর্ণ রুবেলের রচনায় তারা দু’জন ‘সুঁতো’ নাটকে অভিনয় করেছেন।
পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভীষণ আবেগী গল্পের এই নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশেষত নাটকে ইরেশ, সাবিলা ও পার্থ’র অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন,‘ সত্যি বলতে কী সাবিলা এখন খুউব ভালো অভিনয় করে। আর যারা ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করতেও ভীষণ ভালোলাগে। কারণ তখন কাজটা খুউব ভালো হয়। আর সাবিলা এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী।
যার কাজ দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। এটা সাবিলা শ্রম দিয়ে তার অভিনয় দিয়ে অর্জন করেছে। সুতো নাটকটির গল্প খুউব ভালোলেগেছে আমার, নাটকটি প্রকাশের পর রেসপন্সও ভালো পাচ্ছি।’ সাবিলা নূর বলেন,‘ দীর্ঘ দশ বছর পর আমরা অবশেষে একসাথে স্ক্রীণ শেয়ার করার সুযোগ পেলাম। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে অভিনয় কররেও তখন আমাদের স্ক্রীণ শেয়ার করা হয়নি। এবার একসঙ্গে অভিনয় করা হলো।
ইরেশ ভাই একজন অভিজ্ঞ শিল্পী। তারসঙ্গে কাজ করার মানে হলো নতুন কিছু শেখা, অভিনয় সম্পর্কে আরো বিষদ জানা। কাজের ফাঁকে ফাঁকে তা আরো জানা হলো। ইমরাউল রাফাত ভাই নিঃসন্দেহে একজন গুনী নির্মাতা। দীর্ঘদিন পর তার নির্দেশনায় কাজ করেও শান্তি পেলাম, একটা খুউব ভালো কাজ হলো। আমি কাজটি নিয়ে খুউব আশাবাদী ছিলাম, নাটকটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ রাফাত ভাইকে।’