১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে মুখোশধারী চালককে দেখা গেল সিসিটিভিতে রেকর্ড নিম্নস্তরের কাছেই রুপি, ডলারের দুর্বলতা সত্ত্বেও স্বস্তি নেই পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১২২) ব্রেক্সিট-পরবর্তী দুর্বল ব্রিটেনের পক্ষে চীনের সঙ্গে বিরোধিতা এখন আত্মঘাতী গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন যুক্তরাষ্ট্রে শাটডাউন সমাপ্তির সম্ভাবনায় ডলার স্থিতিশীল, অস্ট্রেলীয় ডলার শক্তিশালী, ইয়েন দুর্বল প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও অক্ষরের রহস্য: কেন ‘Q’-এর প্রয়োজন ‘U’ — ভাষার আত্মার এক বিস্ময়কর ইতিহাস নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন”

লুইপার ‘প্রার্থনায় তুমি’

  • Sarakhon Report
  • ০৬:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 71

সারাক্ষণ প্রতিবেদক

কিছুদিন আগেই ছিলো এই প্রজন্মের মিষ্টি আর সুরেলা কন্ঠের গায়িকা জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন। অন্যান্য বারের মতো এবারের জন্মদিন বিশেষভাবে আয়োজন করে উদযাপন করা হয়ে উঠেনি তার। আবার ১৭ আগস্ট ছিলো লুইপার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী মোঃ আলমগীর হোসেনের জন্মদিন। একদিন নিজের জন্মদিন, অন্যদিন স্বামীর জন্মদিন। এরমধ্যে দেশের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক নয়।

তাই দু’জনের জন্মদিন আয়োজন করে উদযাপনের সুযোগও ছিলোনা। তবে এরমধ্যে লুইপা গানের রেকর্ডিং—এ ফিরেছেন। গেলো ১৬ আগস্ট লুইপা প্রথমবার এই প্রজন্মের তরুণ গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক সজীব দাসের সুর সঙ্গীতে একটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন। নাটকের নাম ‘ভালোবাসার মানুষ’। গানের শিরোনাম ‘প্রার্থনায় তুমি’। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। ‘প্রার্থনায় তুমি’ গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি এতে লুইপার সঙ্গে গেয়েছেনও সজীব দাস। লুইপা’র সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সজীব। সজীব বলেন,‘ এই প্রজন্মের অত্যন্ত মিষ্টি কন্ঠের একজন গায়িকা তিনি। ইচ্ছে ছিলো আমার সুরে একটা হলেও গান করানোর। অবশেষে সেই সুযোগটি এলো। আমার সুরে গাইলেন তিনি, আমিও তার গানে সঙ্গী হলাম। গানটির কথা খুউব সুন্দর।

আমি চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ লুইপা বলেন,‘ সজীব নামের মানুষগুলো কেন জানি আমার প্রিয় হয়ে যায়। সজীব দাস আমার খুউব প্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক। এবারই প্রথম সজীবের সুরে একটা দারুণ গান গাইলাম। গানটি লিখেছেন আমার প্রথম একক গানের অ্যালবাম ছায়াবাজি’র গীতিকার রবিউল ইসলাম জীবন। গানের কথা সত্যিই খুউব সুন্দর।

আশা করছি গানটি শ্রোতাদের ভালোলাগবে।’ পরিচালক রাফাত মজুমদার রিংকু জানান, শিগগিরই ‘ভালোবাসার মানুষ’ নাটকটি প্রচারে আসবে। এদিকে রবিউল ইসলাম জীবনেরই লেখা গান ‘ধীরে ধীরে’র ছিলো লুইপার জীবনের প্রথম প্লে—ব্যাক অর্থাৎ সিনেমার গান। রায়হান রাফি পরিচালিত বিদ্যা সিনহা মিম, রাজ ও ইয়াশ পরিচালিত ‘পরাণ’ সিনেমায় ইমন চৌধুরীর সুরে গানটিতে কন্ঠ দিয়েছিলেন লুইপা। এদিকে সজীব দাসের সুরে কণা, ইমরান, কোনাল’সহ আরো অনেকেই গান গেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে মুখোশধারী চালককে দেখা গেল সিসিটিভিতে

লুইপার ‘প্রার্থনায় তুমি’

০৬:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

কিছুদিন আগেই ছিলো এই প্রজন্মের মিষ্টি আর সুরেলা কন্ঠের গায়িকা জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন। অন্যান্য বারের মতো এবারের জন্মদিন বিশেষভাবে আয়োজন করে উদযাপন করা হয়ে উঠেনি তার। আবার ১৭ আগস্ট ছিলো লুইপার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী মোঃ আলমগীর হোসেনের জন্মদিন। একদিন নিজের জন্মদিন, অন্যদিন স্বামীর জন্মদিন। এরমধ্যে দেশের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক নয়।

তাই দু’জনের জন্মদিন আয়োজন করে উদযাপনের সুযোগও ছিলোনা। তবে এরমধ্যে লুইপা গানের রেকর্ডিং—এ ফিরেছেন। গেলো ১৬ আগস্ট লুইপা প্রথমবার এই প্রজন্মের তরুণ গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক সজীব দাসের সুর সঙ্গীতে একটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন। নাটকের নাম ‘ভালোবাসার মানুষ’। গানের শিরোনাম ‘প্রার্থনায় তুমি’। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। ‘প্রার্থনায় তুমি’ গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি এতে লুইপার সঙ্গে গেয়েছেনও সজীব দাস। লুইপা’র সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সজীব। সজীব বলেন,‘ এই প্রজন্মের অত্যন্ত মিষ্টি কন্ঠের একজন গায়িকা তিনি। ইচ্ছে ছিলো আমার সুরে একটা হলেও গান করানোর। অবশেষে সেই সুযোগটি এলো। আমার সুরে গাইলেন তিনি, আমিও তার গানে সঙ্গী হলাম। গানটির কথা খুউব সুন্দর।

আমি চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ লুইপা বলেন,‘ সজীব নামের মানুষগুলো কেন জানি আমার প্রিয় হয়ে যায়। সজীব দাস আমার খুউব প্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক। এবারই প্রথম সজীবের সুরে একটা দারুণ গান গাইলাম। গানটি লিখেছেন আমার প্রথম একক গানের অ্যালবাম ছায়াবাজি’র গীতিকার রবিউল ইসলাম জীবন। গানের কথা সত্যিই খুউব সুন্দর।

আশা করছি গানটি শ্রোতাদের ভালোলাগবে।’ পরিচালক রাফাত মজুমদার রিংকু জানান, শিগগিরই ‘ভালোবাসার মানুষ’ নাটকটি প্রচারে আসবে। এদিকে রবিউল ইসলাম জীবনেরই লেখা গান ‘ধীরে ধীরে’র ছিলো লুইপার জীবনের প্রথম প্লে—ব্যাক অর্থাৎ সিনেমার গান। রায়হান রাফি পরিচালিত বিদ্যা সিনহা মিম, রাজ ও ইয়াশ পরিচালিত ‘পরাণ’ সিনেমায় ইমন চৌধুরীর সুরে গানটিতে কন্ঠ দিয়েছিলেন লুইপা। এদিকে সজীব দাসের সুরে কণা, ইমরান, কোনাল’সহ আরো অনেকেই গান গেয়েছেন।