০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

  • Sarakhon Report
  • ১২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 84

সারাক্ষণ প্রতিবেদক

আইরিন তানি, বাংলাদেশের নাটকের এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ আইরিন তানিকে দর্শক দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ এবং বৈশাখী টিভিতে প্রচার চলতি আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয়ে দেখেছেন।

এরপর আসলে অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই থাকতে হয়েছে জীবনের প্রয়োজনে। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর আইরিন তানি মা হয়েছেন। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান।

আইরিন তানি বলেন,‘ জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়েল দিনগুলো খুউব মিসকরি। ক্যামেরার সামনে যেতে খুউব ইচ্ছে করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এতো ছোট যে তাকে রেখে আসলে শুটিং-এ যাওয়া সম্ভব নয়।

অনেকেই বাচ্চা আরো ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই , আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু।

সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এরমধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরবো ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, আইরিন তানির কারণেই ‘বউ শ্বাশুড়ি ’ ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিলো।

আইরিন তানি বলেন,‘ এই ধারাবাহিকটি আমার অভিনয় জীবনের অন্যতম আলোচিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি। আকাশ দাদা আমাকে সুযোগ দিয়েছেন নিজের মনের মতো অভিনয় করতে। তার নির্দেশনাতেই আমি নিজেকে এই নাটকে আমার চরিত্রে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

উল্লেখ্য, আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন।

এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবন’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমাতে অভিনয় করেছেন।

জনপ্রিয় সংবাদ

ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

১২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

আইরিন তানি, বাংলাদেশের নাটকের এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ আইরিন তানিকে দর্শক দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ এবং বৈশাখী টিভিতে প্রচার চলতি আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয়ে দেখেছেন।

এরপর আসলে অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই থাকতে হয়েছে জীবনের প্রয়োজনে। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর আইরিন তানি মা হয়েছেন। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান।

আইরিন তানি বলেন,‘ জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়েল দিনগুলো খুউব মিসকরি। ক্যামেরার সামনে যেতে খুউব ইচ্ছে করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এতো ছোট যে তাকে রেখে আসলে শুটিং-এ যাওয়া সম্ভব নয়।

অনেকেই বাচ্চা আরো ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই , আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু।

সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এরমধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরবো ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, আইরিন তানির কারণেই ‘বউ শ্বাশুড়ি ’ ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিলো।

আইরিন তানি বলেন,‘ এই ধারাবাহিকটি আমার অভিনয় জীবনের অন্যতম আলোচিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি। আকাশ দাদা আমাকে সুযোগ দিয়েছেন নিজের মনের মতো অভিনয় করতে। তার নির্দেশনাতেই আমি নিজেকে এই নাটকে আমার চরিত্রে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

উল্লেখ্য, আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন।

এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবন’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমাতে অভিনয় করেছেন।