১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে মুখোশধারী চালককে দেখা গেল সিসিটিভিতে রেকর্ড নিম্নস্তরের কাছেই রুপি, ডলারের দুর্বলতা সত্ত্বেও স্বস্তি নেই পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১২২) ব্রেক্সিট-পরবর্তী দুর্বল ব্রিটেনের পক্ষে চীনের সঙ্গে বিরোধিতা এখন আত্মঘাতী গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন যুক্তরাষ্ট্রে শাটডাউন সমাপ্তির সম্ভাবনায় ডলার স্থিতিশীল, অস্ট্রেলীয় ডলার শক্তিশালী, ইয়েন দুর্বল প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

  • Sarakhon Report
  • ১২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 63

সারাক্ষণ প্রতিবেদক

আইরিন তানি, বাংলাদেশের নাটকের এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ আইরিন তানিকে দর্শক দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ এবং বৈশাখী টিভিতে প্রচার চলতি আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয়ে দেখেছেন।

এরপর আসলে অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই থাকতে হয়েছে জীবনের প্রয়োজনে। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর আইরিন তানি মা হয়েছেন। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান।

আইরিন তানি বলেন,‘ জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়েল দিনগুলো খুউব মিসকরি। ক্যামেরার সামনে যেতে খুউব ইচ্ছে করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এতো ছোট যে তাকে রেখে আসলে শুটিং-এ যাওয়া সম্ভব নয়।

অনেকেই বাচ্চা আরো ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই , আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু।

সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এরমধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরবো ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, আইরিন তানির কারণেই ‘বউ শ্বাশুড়ি ’ ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিলো।

আইরিন তানি বলেন,‘ এই ধারাবাহিকটি আমার অভিনয় জীবনের অন্যতম আলোচিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি। আকাশ দাদা আমাকে সুযোগ দিয়েছেন নিজের মনের মতো অভিনয় করতে। তার নির্দেশনাতেই আমি নিজেকে এই নাটকে আমার চরিত্রে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

উল্লেখ্য, আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন।

এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবন’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমাতে অভিনয় করেছেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

১২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

আইরিন তানি, বাংলাদেশের নাটকের এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ আইরিন তানিকে দর্শক দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ এবং বৈশাখী টিভিতে প্রচার চলতি আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয়ে দেখেছেন।

এরপর আসলে অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই থাকতে হয়েছে জীবনের প্রয়োজনে। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর আইরিন তানি মা হয়েছেন। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান।

আইরিন তানি বলেন,‘ জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়েল দিনগুলো খুউব মিসকরি। ক্যামেরার সামনে যেতে খুউব ইচ্ছে করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এতো ছোট যে তাকে রেখে আসলে শুটিং-এ যাওয়া সম্ভব নয়।

অনেকেই বাচ্চা আরো ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই , আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু।

সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এরমধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরবো ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, আইরিন তানির কারণেই ‘বউ শ্বাশুড়ি ’ ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিলো।

আইরিন তানি বলেন,‘ এই ধারাবাহিকটি আমার অভিনয় জীবনের অন্যতম আলোচিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি। আকাশ দাদা আমাকে সুযোগ দিয়েছেন নিজের মনের মতো অভিনয় করতে। তার নির্দেশনাতেই আমি নিজেকে এই নাটকে আমার চরিত্রে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

উল্লেখ্য, আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন।

এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবন’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমাতে অভিনয় করেছেন।