শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১২.৪১ পিএম

সারাক্ষণ প্রতিবেদক

আইরিন তানি, বাংলাদেশের নাটকের এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ আইরিন তানিকে দর্শক দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ এবং বৈশাখী টিভিতে প্রচার চলতি আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয়ে দেখেছেন।

এরপর আসলে অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই থাকতে হয়েছে জীবনের প্রয়োজনে। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর আইরিন তানি মা হয়েছেন। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান।

আইরিন তানি বলেন,‘ জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়েল দিনগুলো খুউব মিসকরি। ক্যামেরার সামনে যেতে খুউব ইচ্ছে করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এতো ছোট যে তাকে রেখে আসলে শুটিং-এ যাওয়া সম্ভব নয়।

অনেকেই বাচ্চা আরো ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই , আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু।

সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এরমধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরবো ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, আইরিন তানির কারণেই ‘বউ শ্বাশুড়ি ’ ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিলো।

আইরিন তানি বলেন,‘ এই ধারাবাহিকটি আমার অভিনয় জীবনের অন্যতম আলোচিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি। আকাশ দাদা আমাকে সুযোগ দিয়েছেন নিজের মনের মতো অভিনয় করতে। তার নির্দেশনাতেই আমি নিজেকে এই নাটকে আমার চরিত্রে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

উল্লেখ্য, আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন।

এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবন’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমাতে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024