১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ইসলামী ব্যাংকে এক হাজার প্রশিক্ষণ সহকারী কর্মকর্তার বরণ শীর্ষ উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান

মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরব: ঈশিতা

  • Sarakhon Report
  • ০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • 90
রেজাই রাব্বী ও  শাহ আলম

ঢালিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রুমানা রশিদ ঈশিতা। টিভি নাটকে পথচলা অনেক বছরের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর। আগের মতো এখন নাটক বেশি না করলেও মাঝে মাঝে কিছু কাজ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে ঈশিতার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। 
টিভি নাটকে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই-
বিটিভি থেকেই আমার শুরু। এক সময় বিটিভিতে অনেক কাজ করেছি। প্যাকেজ আসার পরও অনেক কাজ করেছি। বিটিভিতে গেলে নস্টালজিক হয়ে পড়ি। বিটিভিকে মিস করি অনেক। বিটিভির সবরকমের সুব্যবস্থার কথা বলতেই হয়। সবকিছু বদলায়। আমরাও বড় হচ্ছি। কাজের পরিধি বেড়েছে। লম্বা জার্নির পেছনে ফিরে তাকালে অনেক কথা মনে পড়ে। কত অভিজ্ঞতা একজীবনে হয়েছে কাজ করতে গিয়ে। এটুকু বলব- শিল্পী জীবন হলো মানুষের ভালোবাসার জীবন। কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়।

এখন আপনাকে পর্দায় দেখা যায় না বললেই চলে। আপনাকে ফের কবে পর্দায় দেখতে পাবো?


পর্দার পেছনেই এখন সব ব্যস্ততা। তবে মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করব। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা আছে।
আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, মানুষের ভালোবাসা পাওয়াটাকে কীভাবে দেখেন?
আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসেন, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে? কাজ কম বা বেশি বড় কথা নয়। ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা। দর্শকরা কিন্ত ভালো কাজটাকে মনে রাখেন। এখনো কাজ করতে চাই, কিন্ত ভালো কাজ হতে হবে।

এখনকার  নাটকগুলো কেমন লাগে আপনার?
 অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। নাটকের গল্পটা আসল। তারপর পরিচালনা এবং অভিনয়। নাটকের গল্প শক্তিশালী হলে দর্শকরা অবশ্যই দেখবেন। এই ধরণের কাজ বেশি বেশি চাই।
জনপ্রিয় সংবাদ

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা

মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরব: ঈশিতা

০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
রেজাই রাব্বী ও  শাহ আলম

ঢালিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রুমানা রশিদ ঈশিতা। টিভি নাটকে পথচলা অনেক বছরের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর। আগের মতো এখন নাটক বেশি না করলেও মাঝে মাঝে কিছু কাজ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে ঈশিতার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। 
টিভি নাটকে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই-
বিটিভি থেকেই আমার শুরু। এক সময় বিটিভিতে অনেক কাজ করেছি। প্যাকেজ আসার পরও অনেক কাজ করেছি। বিটিভিতে গেলে নস্টালজিক হয়ে পড়ি। বিটিভিকে মিস করি অনেক। বিটিভির সবরকমের সুব্যবস্থার কথা বলতেই হয়। সবকিছু বদলায়। আমরাও বড় হচ্ছি। কাজের পরিধি বেড়েছে। লম্বা জার্নির পেছনে ফিরে তাকালে অনেক কথা মনে পড়ে। কত অভিজ্ঞতা একজীবনে হয়েছে কাজ করতে গিয়ে। এটুকু বলব- শিল্পী জীবন হলো মানুষের ভালোবাসার জীবন। কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়।

এখন আপনাকে পর্দায় দেখা যায় না বললেই চলে। আপনাকে ফের কবে পর্দায় দেখতে পাবো?


পর্দার পেছনেই এখন সব ব্যস্ততা। তবে মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করব। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা আছে।
আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, মানুষের ভালোবাসা পাওয়াটাকে কীভাবে দেখেন?
আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসেন, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে? কাজ কম বা বেশি বড় কথা নয়। ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা। দর্শকরা কিন্ত ভালো কাজটাকে মনে রাখেন। এখনো কাজ করতে চাই, কিন্ত ভালো কাজ হতে হবে।

এখনকার  নাটকগুলো কেমন লাগে আপনার?
 অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। নাটকের গল্পটা আসল। তারপর পরিচালনা এবং অভিনয়। নাটকের গল্প শক্তিশালী হলে দর্শকরা অবশ্যই দেখবেন। এই ধরণের কাজ বেশি বেশি চাই।