০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
আদানিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের সিদ্ধান্ত ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২, আহত ২৭ গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়নে ‘সি’ গ্রেড পেলেন গভর্নর আহসান এইচ মনসুর পাকিস্তান ২৭তম সংশোধনী বিল অনুমোদিত, বাড়বে সামরিক বাহিনীর ক্ষমতাও বিচার বিভাগে প্রশাসনের নিয়ন্ত্রণ মোহাম্মদপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশে আসছেন পাকিস্তানের জামিয়াতে উলেমা-ই-ইসলাম প্রধান মৌলানা ফজলুর রহমান মুদ্রাস্ফীতির সময় টিআইপিএস বন্ডের সীমাবদ্ধতা  আফগান-পাকিস্তান আলোচনায় অচলাবস্থা: সীমান্তে আবারও সংঘাতের আশঙ্কা দুবাই মেট্রোর ব্লু লাইন নির্মাণে নতুন ১০টির বেশি সড়ক পরিবর্তন ‘ঠান্ডায় খাও, জ্বরে উপোস’—প্রচলিত ধারণার পেছনের আসল সত্য

মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরব: ঈশিতা

  • Sarakhon Report
  • ০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • 66
রেজাই রাব্বী ও  শাহ আলম

ঢালিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রুমানা রশিদ ঈশিতা। টিভি নাটকে পথচলা অনেক বছরের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর। আগের মতো এখন নাটক বেশি না করলেও মাঝে মাঝে কিছু কাজ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে ঈশিতার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। 
টিভি নাটকে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই-
বিটিভি থেকেই আমার শুরু। এক সময় বিটিভিতে অনেক কাজ করেছি। প্যাকেজ আসার পরও অনেক কাজ করেছি। বিটিভিতে গেলে নস্টালজিক হয়ে পড়ি। বিটিভিকে মিস করি অনেক। বিটিভির সবরকমের সুব্যবস্থার কথা বলতেই হয়। সবকিছু বদলায়। আমরাও বড় হচ্ছি। কাজের পরিধি বেড়েছে। লম্বা জার্নির পেছনে ফিরে তাকালে অনেক কথা মনে পড়ে। কত অভিজ্ঞতা একজীবনে হয়েছে কাজ করতে গিয়ে। এটুকু বলব- শিল্পী জীবন হলো মানুষের ভালোবাসার জীবন। কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়।

এখন আপনাকে পর্দায় দেখা যায় না বললেই চলে। আপনাকে ফের কবে পর্দায় দেখতে পাবো?


পর্দার পেছনেই এখন সব ব্যস্ততা। তবে মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করব। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা আছে।
আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, মানুষের ভালোবাসা পাওয়াটাকে কীভাবে দেখেন?
আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসেন, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে? কাজ কম বা বেশি বড় কথা নয়। ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা। দর্শকরা কিন্ত ভালো কাজটাকে মনে রাখেন। এখনো কাজ করতে চাই, কিন্ত ভালো কাজ হতে হবে।

এখনকার  নাটকগুলো কেমন লাগে আপনার?
 অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। নাটকের গল্পটা আসল। তারপর পরিচালনা এবং অভিনয়। নাটকের গল্প শক্তিশালী হলে দর্শকরা অবশ্যই দেখবেন। এই ধরণের কাজ বেশি বেশি চাই।
জনপ্রিয় সংবাদ

আদানিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের সিদ্ধান্ত

মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরব: ঈশিতা

০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
রেজাই রাব্বী ও  শাহ আলম

ঢালিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রুমানা রশিদ ঈশিতা। টিভি নাটকে পথচলা অনেক বছরের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর। আগের মতো এখন নাটক বেশি না করলেও মাঝে মাঝে কিছু কাজ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে ঈশিতার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। 
টিভি নাটকে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই-
বিটিভি থেকেই আমার শুরু। এক সময় বিটিভিতে অনেক কাজ করেছি। প্যাকেজ আসার পরও অনেক কাজ করেছি। বিটিভিতে গেলে নস্টালজিক হয়ে পড়ি। বিটিভিকে মিস করি অনেক। বিটিভির সবরকমের সুব্যবস্থার কথা বলতেই হয়। সবকিছু বদলায়। আমরাও বড় হচ্ছি। কাজের পরিধি বেড়েছে। লম্বা জার্নির পেছনে ফিরে তাকালে অনেক কথা মনে পড়ে। কত অভিজ্ঞতা একজীবনে হয়েছে কাজ করতে গিয়ে। এটুকু বলব- শিল্পী জীবন হলো মানুষের ভালোবাসার জীবন। কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়।

এখন আপনাকে পর্দায় দেখা যায় না বললেই চলে। আপনাকে ফের কবে পর্দায় দেখতে পাবো?


পর্দার পেছনেই এখন সব ব্যস্ততা। তবে মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করব। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা আছে।
আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, মানুষের ভালোবাসা পাওয়াটাকে কীভাবে দেখেন?
আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসেন, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে? কাজ কম বা বেশি বড় কথা নয়। ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা। দর্শকরা কিন্ত ভালো কাজটাকে মনে রাখেন। এখনো কাজ করতে চাই, কিন্ত ভালো কাজ হতে হবে।

এখনকার  নাটকগুলো কেমন লাগে আপনার?
 অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। নাটকের গল্পটা আসল। তারপর পরিচালনা এবং অভিনয়। নাটকের গল্প শক্তিশালী হলে দর্শকরা অবশ্যই দেখবেন। এই ধরণের কাজ বেশি বেশি চাই।