নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: অ্যান্টার্কটিকায় চীনের জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় চোংশানের এই জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্রের।
এই কেন্দ্রটি অ্যান্টার্কটিকায় বায়ুমণ্ডলের নানা উপাদানের বিন্যাস ও ঘনত্ব বর্তমান অবস্থা ও পরিবর্তন নিয়ে ধারাবাহিকভাবে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি অবদান রাখবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও।
চীনের আবহাওয়া বিজ্ঞান একাডেমির গ্লোবাল চেঞ্জ এবং পোলার মেটিওরোলজি ইনস্টিটিউটের পরিচালক তিং মিংহু বলেন, মেরু অঞ্চলগুলোকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ‘অ্যাম্প্লিফায়ার’ হিসেবে দেখা হয়। তাই এই স্টেশন থেকে পর্যবেক্ষণ তথ্যগুলো ভৌগোলিক সুবিধা প্রদান করবে।
এই কেন্দ্রটি চীনের নবম জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র ।ওজোন গ্যাস বা অ্যারোসলজাতীয় জলবায়ু সংক্রান্ত সাতটি উপকরণ পর্যবেক্ষণ করতে পারবে এটি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি
Sarakhon Report 



















