০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
দ্য অ্যান্থোলজি’ নিয়ে রেকর্ড ভাঙলেন বিলি আইলিশ ‘Grey Days’—নিজের পরিচালনায় নতুন ইপি আনছেন বিটিএসের ভি সেলেনা গোমেজ অভিনয় করবেন টেহানো তারকা সেলেনা কিন্তানিয়াকে নিয়ে বায়োপিকে ২০২৬-এ যুক্তরাষ্ট্র জুড়ে স্টেডিয়াম ট্যুরে স্ট্রে কিডস প্রিয়াঙ্কার সঙ্গে ‘Citadel: Maya’-তে আলিয়া ভাট—নেটফ্লিক্সের নতুন ভারত অধ্যায় মার্ভেল সিনেমায় ব্ল্যাকপিংকের জেনি—‘Midnight Sons’-এ নতুন নায়িকা গাজায় মানবিক সহায়তা—ইসরায়েলের বাধ্যবাধকতা নিয়ে আইসিজের মতামত আসছে ডিউন’-এর পর আবার ভিলনুভের সঙ্গে জেন্ডায়া—নতুন সাই-ফাই ‘Eclipse Station নেটফ্লিক্সের ‘Zero Day’-এ অভিনয়ে বিটিএসের জংকুক রেকর্ড ভাঙল ‘দ্য অ্যান্থোলজি’—টেইলর সুইফটের নতুন ইতিহাস

যুক্তরাষ্ট্রে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু, বাসসহ বহু মানুষ নদীতে, বহু হতাহতের শঙ্কা

  • Sarakhon Report
  • ০৪:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 36

 ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি অবস্থিত যুক্তরাষ্ট্রের বালটিমোর শহরে। এই সেতুটি ধসে পড়েছে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় ।

স্থানীয় সময় সোমবার ২৫ মার্চ রাত দেড়টার দিকে সেতুটিতে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে ।

এতে সেতুটিতে চলমান থাকা অনেক গাড়িই পানিতে পড়ে যায়।

কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘উন্নয়নশীল গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

ম্যারিল্যান্ড ট্রান্সপোস্ট কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর বিচ্ছিন্ন করা হয়েছে ট্রাফিক সংযোগ।

আই-৬৯৫ সেতুর উভয় দিক দিয়ে লেন বন্ধ করে দেয়া হয়েছে।

আর এদিকে বালটিমোর মেয়র জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বালটিমোর ফায়ার বিভাগের কমিউনিকেশন পরিচালক কেভিন কার্টরাইট রাত তিনটার দিকে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পানিতে নেমে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে সাতজন পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে জরুরি নম্বরে কল আসে। এতে বলা হয় বালটিমোর সেতুতে বাণিজ্যিক জাহাজ ধাক্কা দেয়ায় এক কলাম ভেঙে সেতুটি ধসে পড়েছে। ওই সময় সেতুটিতে একাধিক যানবাহন ছিল।

কতজন মানুষ পানিতে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক সংখ্যা জানা যায়নি। তবে আমরা এখন ডুবে যাওয়াদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কার্টরাইট বলেন।

 

গলফ নিউজ

জনপ্রিয় সংবাদ

দ্য অ্যান্থোলজি’ নিয়ে রেকর্ড ভাঙলেন বিলি আইলিশ

যুক্তরাষ্ট্রে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু, বাসসহ বহু মানুষ নদীতে, বহু হতাহতের শঙ্কা

০৪:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

 ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি অবস্থিত যুক্তরাষ্ট্রের বালটিমোর শহরে। এই সেতুটি ধসে পড়েছে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় ।

স্থানীয় সময় সোমবার ২৫ মার্চ রাত দেড়টার দিকে সেতুটিতে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে ।

এতে সেতুটিতে চলমান থাকা অনেক গাড়িই পানিতে পড়ে যায়।

কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘উন্নয়নশীল গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

ম্যারিল্যান্ড ট্রান্সপোস্ট কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর বিচ্ছিন্ন করা হয়েছে ট্রাফিক সংযোগ।

আই-৬৯৫ সেতুর উভয় দিক দিয়ে লেন বন্ধ করে দেয়া হয়েছে।

আর এদিকে বালটিমোর মেয়র জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বালটিমোর ফায়ার বিভাগের কমিউনিকেশন পরিচালক কেভিন কার্টরাইট রাত তিনটার দিকে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পানিতে নেমে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে সাতজন পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে জরুরি নম্বরে কল আসে। এতে বলা হয় বালটিমোর সেতুতে বাণিজ্যিক জাহাজ ধাক্কা দেয়ায় এক কলাম ভেঙে সেতুটি ধসে পড়েছে। ওই সময় সেতুটিতে একাধিক যানবাহন ছিল।

কতজন মানুষ পানিতে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক সংখ্যা জানা যায়নি। তবে আমরা এখন ডুবে যাওয়াদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কার্টরাইট বলেন।

 

গলফ নিউজ