০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
এক বিলিয়ন ডলারের মাইলফলক—দ্য উইকেন্ডের টুরে নতুন ইতিহাস মহাকাশের নির্মম পরিবেশ পেরিয়েও টিকে রইল শৈবালের স্পোর চীনের দখল ভাঙতে বিরল ধাতুতে যুক্তরাষ্ট্রের নতুন ঝাঁপ ইউরোপে গ্যাসের দাম স্থিতিশীল—স্বস্তি আছে, ঝুঁকিও আছে ফিটবিটের এআই হেলথ কোচ: স্মার্ট নির্দেশনা, নাকি শুধু আরেকটি অ্যাপ? জোহানেসবার্গ জি২০ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বয়কটই বহাল থাকছে বদলে যাচ্ছে সৌদি আরব, নির্ভয়ে ঠান্ডা বিয়ার উপভোগ করছে নারীরা নতুন হামলার মাঝে গাজায় যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ল ইসরায়েলের দক্ষিণ লেবাননে হামলা জোরদার: লক্ষ্যবস্তু হিসেবে হিজবুল্লাহ সৌদি প্রিন্স যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে

যুক্তরাষ্ট্রে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু, বাসসহ বহু মানুষ নদীতে, বহু হতাহতের শঙ্কা

  • Sarakhon Report
  • ০৪:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 46

 ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি অবস্থিত যুক্তরাষ্ট্রের বালটিমোর শহরে। এই সেতুটি ধসে পড়েছে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় ।

স্থানীয় সময় সোমবার ২৫ মার্চ রাত দেড়টার দিকে সেতুটিতে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে ।

এতে সেতুটিতে চলমান থাকা অনেক গাড়িই পানিতে পড়ে যায়।

কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘উন্নয়নশীল গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

ম্যারিল্যান্ড ট্রান্সপোস্ট কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর বিচ্ছিন্ন করা হয়েছে ট্রাফিক সংযোগ।

আই-৬৯৫ সেতুর উভয় দিক দিয়ে লেন বন্ধ করে দেয়া হয়েছে।

আর এদিকে বালটিমোর মেয়র জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বালটিমোর ফায়ার বিভাগের কমিউনিকেশন পরিচালক কেভিন কার্টরাইট রাত তিনটার দিকে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পানিতে নেমে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে সাতজন পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে জরুরি নম্বরে কল আসে। এতে বলা হয় বালটিমোর সেতুতে বাণিজ্যিক জাহাজ ধাক্কা দেয়ায় এক কলাম ভেঙে সেতুটি ধসে পড়েছে। ওই সময় সেতুটিতে একাধিক যানবাহন ছিল।

কতজন মানুষ পানিতে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক সংখ্যা জানা যায়নি। তবে আমরা এখন ডুবে যাওয়াদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কার্টরাইট বলেন।

 

গলফ নিউজ

জনপ্রিয় সংবাদ

এক বিলিয়ন ডলারের মাইলফলক—দ্য উইকেন্ডের টুরে নতুন ইতিহাস

যুক্তরাষ্ট্রে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু, বাসসহ বহু মানুষ নদীতে, বহু হতাহতের শঙ্কা

০৪:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

 ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি অবস্থিত যুক্তরাষ্ট্রের বালটিমোর শহরে। এই সেতুটি ধসে পড়েছে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় ।

স্থানীয় সময় সোমবার ২৫ মার্চ রাত দেড়টার দিকে সেতুটিতে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে ।

এতে সেতুটিতে চলমান থাকা অনেক গাড়িই পানিতে পড়ে যায়।

কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘উন্নয়নশীল গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

ম্যারিল্যান্ড ট্রান্সপোস্ট কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর বিচ্ছিন্ন করা হয়েছে ট্রাফিক সংযোগ।

আই-৬৯৫ সেতুর উভয় দিক দিয়ে লেন বন্ধ করে দেয়া হয়েছে।

আর এদিকে বালটিমোর মেয়র জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বালটিমোর ফায়ার বিভাগের কমিউনিকেশন পরিচালক কেভিন কার্টরাইট রাত তিনটার দিকে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পানিতে নেমে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে সাতজন পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে জরুরি নম্বরে কল আসে। এতে বলা হয় বালটিমোর সেতুতে বাণিজ্যিক জাহাজ ধাক্কা দেয়ায় এক কলাম ভেঙে সেতুটি ধসে পড়েছে। ওই সময় সেতুটিতে একাধিক যানবাহন ছিল।

কতজন মানুষ পানিতে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক সংখ্যা জানা যায়নি। তবে আমরা এখন ডুবে যাওয়াদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কার্টরাইট বলেন।

 

গলফ নিউজ