০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
নীরব শক্তির জাপান: পরিচিত ব্র্যান্ডের আড়ালে গড়ে ওঠা বৈশ্বিক আধিপত্য আকাশজুড়ে ডানার মিছিল: তামিলনাড়ুর থুথুকুডিতে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৫০) ২০২৫-এ নবায়নযোগ্য শক্তি ও মহাসাগর সুরক্ষা অগ্রগতি মালয়েশিয়ায় দুরিয়ানের সুনামি: দাম পড়ে ইতিহাসের তলানিতে, মুসাং কিং কিনতে ক্রেতাদের হুড়োহুড়ি ফরাসি নাগরিকত্বে ক্লুনি পরিবার: গোপনীয়তার নিশ্চয়তায় নতুন ঠিকানা দীর্ঘ পরিকল্পনার ফলেই বিরল খনিজে চীনের একচেটিয়া আধিপত্য স্কোরলাইনের বাইরে যে ছবিগুলো লিখে দিল ক্রীড়াবর্ষের ইতিহাস রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু গুলিতে মৃত্যুর হুমকি দিয়ে চিরকুট, আতঙ্কে ছাত্রনেতা সায়মন জিয়নের পরিবার

গান আমার রক্তে মিশে আছে: সাবিনা

  • Sarakhon Report
  • ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 80

রেজাই রাব্বী

সাবিনা পারভীন মুনা। ছোটবেলা থেকেই জড়িত পারিবারিক ভাবে সংগীতের সাথে। আমার অন্যান্য বোনেরা যখন হারমোনিয়াম নিয়ে চর্চা করত তখন থেকেই গানের প্রতি তার অনুরাগ।


সংগীতের সাথে যুক্ত হলেন কিভাবে?

বুলবুল ললিত কলা একাডেমি থেকে আমার প্রথম গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। প্রথমে নজরুল সংগীতে সালাউদ্দিন স্যারের কাছে তালিম নিয়েছি। তারপর উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ হাসান ইকরাম সারের নিকট থেকে তালিম নিয়েছি। বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য ওস্তাদ অসিতদের নিকট শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছি। এছাড়াও শাস্ত্রীয় সংগীতের উপর মাস্টার্সে এডমিশন নিয়েছি। যদিও আমি আইন বিষয়ে অনার্স কমপ্লিট করেছি তার পরও গানের প্রতি আমার অগাত ভালোবাসার টানে, গান আমার রক্তে মিশে আছে। গানকেই প্রাধান্য দিয়েছি। মাঝ খানে একটা গ্যাপ থাকার পর ২০১৫ সাল থেকে প্রফেশনালি গানের সাথে কাজ শুরু করেছি।


সংগীতাঙ্গনে কেমন সাড়া পাচ্ছেন?

প্রখ্যাত গীতিকার দেলোয়ার আরজুদা শরফ রচিত বেশ কিছু সংখ্যক মৌলিক গানের এলবাম, সি.ডি চয়েজ, মিউজিক ও সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন শর্ট ফিল্ম, পূর্ন দৈর্ঘ্য সিনেমার গানে  কণ্ঠ দিয়েছি। দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং এফ এম রেডিওতে নিয়মিত গান করছি। এছড়া টিভিতে মিউজিক লাইভ শো-তে অংশ নিচ্ছি।

আপনি এবং আপনার অনুসারীদের সম্পর্কে কিছু বলবেন-

দেশ-বিদেশের অনেক গুনী শিল্পীদের সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছে আমার, এজন্য নিজেকে অনেক ধন্য মনে করি। নিজেকে আমি একজন ক্ষুদ্র গানের কর্মী হিসাবে মনে করে অনেক আনন্দিত পাই। গান আমার চির সাথী। তবে আমি ভাল মৌলিক গান গাইতে চাই এবং চেষ্টা করি। আমার জীবনের শেষ নিঃশ্বাস  পর্যন্ত গানের সাথে যুক্ত থাকতে চাই এবং শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই।

নীরব শক্তির জাপান: পরিচিত ব্র্যান্ডের আড়ালে গড়ে ওঠা বৈশ্বিক আধিপত্য

গান আমার রক্তে মিশে আছে: সাবিনা

০৬:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

রেজাই রাব্বী

সাবিনা পারভীন মুনা। ছোটবেলা থেকেই জড়িত পারিবারিক ভাবে সংগীতের সাথে। আমার অন্যান্য বোনেরা যখন হারমোনিয়াম নিয়ে চর্চা করত তখন থেকেই গানের প্রতি তার অনুরাগ।


সংগীতের সাথে যুক্ত হলেন কিভাবে?

বুলবুল ললিত কলা একাডেমি থেকে আমার প্রথম গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। প্রথমে নজরুল সংগীতে সালাউদ্দিন স্যারের কাছে তালিম নিয়েছি। তারপর উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ হাসান ইকরাম সারের নিকট থেকে তালিম নিয়েছি। বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য ওস্তাদ অসিতদের নিকট শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছি। এছাড়াও শাস্ত্রীয় সংগীতের উপর মাস্টার্সে এডমিশন নিয়েছি। যদিও আমি আইন বিষয়ে অনার্স কমপ্লিট করেছি তার পরও গানের প্রতি আমার অগাত ভালোবাসার টানে, গান আমার রক্তে মিশে আছে। গানকেই প্রাধান্য দিয়েছি। মাঝ খানে একটা গ্যাপ থাকার পর ২০১৫ সাল থেকে প্রফেশনালি গানের সাথে কাজ শুরু করেছি।


সংগীতাঙ্গনে কেমন সাড়া পাচ্ছেন?

প্রখ্যাত গীতিকার দেলোয়ার আরজুদা শরফ রচিত বেশ কিছু সংখ্যক মৌলিক গানের এলবাম, সি.ডি চয়েজ, মিউজিক ও সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন শর্ট ফিল্ম, পূর্ন দৈর্ঘ্য সিনেমার গানে  কণ্ঠ দিয়েছি। দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং এফ এম রেডিওতে নিয়মিত গান করছি। এছড়া টিভিতে মিউজিক লাইভ শো-তে অংশ নিচ্ছি।

আপনি এবং আপনার অনুসারীদের সম্পর্কে কিছু বলবেন-

দেশ-বিদেশের অনেক গুনী শিল্পীদের সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছে আমার, এজন্য নিজেকে অনেক ধন্য মনে করি। নিজেকে আমি একজন ক্ষুদ্র গানের কর্মী হিসাবে মনে করে অনেক আনন্দিত পাই। গান আমার চির সাথী। তবে আমি ভাল মৌলিক গান গাইতে চাই এবং চেষ্টা করি। আমার জীবনের শেষ নিঃশ্বাস  পর্যন্ত গানের সাথে যুক্ত থাকতে চাই এবং শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই।