আমি সত্য জানি
মারিনা টসভেটাইভা (১৮৯২ – ১৯৪১)
সেই সত্য জানি আমি – আর কোন নতুন সত্য নয়!
পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে মানুষের সংগ্রামের নেই প্রয়োজন ।
বরং সন্ধ্যা হয়েছে, দেখো, প্রায় রাত হয়ে এসেছে:
তুমি কি কথা বলছো, কবিরা, প্রেমিকরা, সেনাপতিরা?
বাতাস এখন শান্ত, পৃথিবী শিশিরে ভেজা,
আকাশের তারার ঝড় ছুটেছে শান্তির দিকে ।
সবাই আমার শীঘ্রই ঘুমাবো এ পৃথিবীর নিচে
কেউ কখনও কারো উপরে নয়।
(অনুবাদক- পান পাতা )