০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
বেন অ্যান্ড জেরিস বোর্ডে অস্থিরতা: ইউনিলিভারের চাপের মধ্যেও সরে যাওয়ার ইচ্ছা নেই অনুরাধা মিত্তলের নাইজেরিয়ায় ধান–মকাই–গমের দামে ধস: কোটি কোটি নাইরা ক্ষতিতে কৃষকেরা শুষ্ক মৌসুমের চাষে অনাগ্রহ মিশরের ইডেক্স অস্ত্র প্রদর্শনীতে ড্রোন দখলে বিশ্ব কোম্পানিগুলোর দৌড় চীনে এইচ২০০ চিপ বিক্রিতে ছাড়ের পথ, নভিডিয়াকে নতুন শর্ত দিল ওয়াশিংটন ঢাকার লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা ঢাবি ভর্তি পরীক্ষা: চারুকলা অনুষদে মাত্র ১১ শতাংশ শিক্ষার্থীর উত্তীর্ণ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার, সরবরাহে থাকছে নিউট্রিঅ্যাগ্রো ওভারসিজ ওপি–সি প্রাইভেট লিমিটেড আইজিপি অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ টেকনাফে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও যাত্রীর মৃত্যু লণ্ঠনফ্লাই মধুর রহস্য: নতুন স্বাদে মাতানো মার্কিন মৌচাক

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

  • Sarakhon Report
  • ০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 69

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি।

তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে।

সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন।

কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে।

গবেষকরা জানান, ১০ হাজার মিটার গভীরে তাপমাত্রা ২১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেখানকার বায়ুচাপ ১৪৫ মেগাপ্যাসকেল, যা সমুদ্রের গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি।

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন বিশ্বের প্রথম ১২ হাজার মিটার স্বয়ংক্রিয় ড্রিলিং রিগ তৈরি করেছে, যা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া, শেনদিতাকে-১ কূপ থেকে এশিয়ার প্রথম ১০ কিলোমিটার নিচের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

 

 

জনপ্রিয় সংবাদ

বেন অ্যান্ড জেরিস বোর্ডে অস্থিরতা: ইউনিলিভারের চাপের মধ্যেও সরে যাওয়ার ইচ্ছা নেই অনুরাধা মিত্তলের

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি।

তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে।

সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন।

কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে।

গবেষকরা জানান, ১০ হাজার মিটার গভীরে তাপমাত্রা ২১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেখানকার বায়ুচাপ ১৪৫ মেগাপ্যাসকেল, যা সমুদ্রের গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি।

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন বিশ্বের প্রথম ১২ হাজার মিটার স্বয়ংক্রিয় ড্রিলিং রিগ তৈরি করেছে, যা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া, শেনদিতাকে-১ কূপ থেকে এশিয়ার প্রথম ১০ কিলোমিটার নিচের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা