০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুধ খামার বিক্রয়: লাভজনক সুযোগ এবং সুষ্ঠু পরিচালনার জন্য গঠনমূলক পদক্ষপে ভালো স্মৃতি চাই? আগে ‘স্মৃতি’ বলতে কী বোঝায় তা নতুন করে ভাবুন দক্ষিণ আফ্রিকার রহস্যময় ও বিস্ময়কর রিংখালস সাপ প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩১১) এই সপ্তাহে কী দেখবেন–শুনবেন: বিগেলোর থ্রিলার, স্টিলারের পারিবারিক ডক, কারলাইল–লোভাটো ব্রডওয়েতে ‘রাগটাইম’ মঞ্চায়ন: শক্তিশালী সুর ও আবেগের পরিপূরক স্মৃতি দ্রুত মলিন হয়ে যায় কিন্তু ফটোগ্রাফি মুহূর্তটিকে থামিয়ে দিতে পারে এসএনএলে সাব্রিনা কারপেন্টার: ইমেজ, রসিকতা আর ভাইরাল কৌশল যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা: বিশ্বে উন্নতির সুযোগ, সতর্কতার সাথে পরিচালনা জরুরি – প্রেসিডেন্ট থারমান বালি পাচার নিয়ে তল্লাশি ইডি-র, ভোটের আগে সক্রিয়তার অভিযোগ

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

  • Sarakhon Report
  • ০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 54

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি।

তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে।

সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন।

কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে।

গবেষকরা জানান, ১০ হাজার মিটার গভীরে তাপমাত্রা ২১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেখানকার বায়ুচাপ ১৪৫ মেগাপ্যাসকেল, যা সমুদ্রের গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি।

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন বিশ্বের প্রথম ১২ হাজার মিটার স্বয়ংক্রিয় ড্রিলিং রিগ তৈরি করেছে, যা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া, শেনদিতাকে-১ কূপ থেকে এশিয়ার প্রথম ১০ কিলোমিটার নিচের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

 

 

জনপ্রিয় সংবাদ

ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুধ খামার বিক্রয়: লাভজনক সুযোগ এবং সুষ্ঠু পরিচালনার জন্য গঠনমূলক পদক্ষপে

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি।

তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে।

সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন।

কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে।

গবেষকরা জানান, ১০ হাজার মিটার গভীরে তাপমাত্রা ২১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেখানকার বায়ুচাপ ১৪৫ মেগাপ্যাসকেল, যা সমুদ্রের গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি।

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন বিশ্বের প্রথম ১২ হাজার মিটার স্বয়ংক্রিয় ড্রিলিং রিগ তৈরি করেছে, যা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া, শেনদিতাকে-১ কূপ থেকে এশিয়ার প্রথম ১০ কিলোমিটার নিচের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা