শশাঙ্ক মণ্ডল
খেয়ে দেয়ে বসে থাকলাম খাটের ওপরে / নিয়ে গেল না মোরে চোপার দোষে।
গোদের ওপর বিষফোড়া.
* গাছের খাওয়া তলায় কুড়ানো।
* গোলে মালে চণ্ডী পাঠ।
* গাজীর পট (অপ্রয়োজনীয় কথা) কি সব গাজীর পট্ লিখেছিস্।
গোরু হারালে ছেলেকে বলে ভাই। (মাথার ঠিক থাকে না।)
গোড়ায় কোপ মেরে আগায় জল ঢালা. (সমূল বিনাশের পর বাঁচানোর চেষ্টা)
গায়ের মোড়ল দেশের নেতা তারে কও মনের কথা।
* গ্যাঁটের ছুড়িতে গ্যাঁট কাটা গ্রন্থি গাঁট/গ্যাঁট
* ঘুঘু দেখেছ পালে পালে ফাঁদ দেখনি বাপের কালে।
ঘেবো কাঠাল মুচি খদ্দের। (খরিদ্দার খদ্দের)।
* ঘেয়ো নিজির দিকি চেয়ো।
(পরের সমালোচনা করার পূর্বে নিজের কথা ভাবতে হবে।)
* ঘরামীর চালে খড় নেই।
ঘোষ আশি বছর না হলে সাবালক হয় না।
ঘাড় কেন কাত আমরা এক জাত/পোদে কেন খারা/জাতগুষ্টির ধারা।
চালের চেয়ে বেশি খুদ, মূলের চেয়ে বেশি সুদ।
চৈতে গুরুর মৈতে শিষ্য।
চোদ্দো শাকের মধ্যে ওল পরামানিক।
চিড়ে জুতে মেশা। (ব্যবধান রেখে বন্ধুত্ব)
* চোর চোট্টা চিটে গুড় এই নিয়ে ফরিদপুর।
Leave a Reply