০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-২৫)

  • Sarakhon Report
  • ০৭:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 87

সুবীর বন্দ্যোপাধ্যায়

মেক্সিকা গোষ্ঠীর সামাজিক বিবর্তনের সঙ্গে অনেকটাই ধর্মীয় বিশ্বাস মিলেমিশে আছে। এই প্রসঙ্গকে অনুসরণ করে বলা হয় মেক্সিকারা আনাহুয়াক উপত্যকায় পদার্পণ করার পর ঐ অঞ্চলের মানুষ তাদের অনুন্নত, অসভ্য বলে মনে করত।

মেক্সিকা জনসমাজ প্রাচীন তলতেক (Toltec) সমাজ সংস্কৃতি থেকে নিজেদের সমাজ-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন এবং একটা স্তরে তারা প্রাচীন তেনচতিতলান সমাজ বলে ভুল বুঝেছিল।

মেক্সিকারা এখনও মনে করে তলতেকরাই (Toltec) হল সমস্তরকম সংস্কৃতির মূল উৎস। তলতেকায়োতি (Toltecayoti) শব্দটি আসলে সংস্কৃতিরই অন্য নাম। মেক্সিকা লোকপুরানে ‘তলতেক’ (Toltec) এবং কেতজালকোত (Quetzal) বিশ্বাসকে প্রাচীন তোলান (Tollan) শহরের সঙ্গে এক করে দেখেছিল।

এক্ষেত্রে তারা প্রাচীন তেওতিহুয়াকান (Teotihuacan) শহরের সঙ্গেও নিজেদের বেশি করে চিহ্নিত করেছিল।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

জনপ্রিয় সংবাদ

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-২৫)

০৭:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

সুবীর বন্দ্যোপাধ্যায়

মেক্সিকা গোষ্ঠীর সামাজিক বিবর্তনের সঙ্গে অনেকটাই ধর্মীয় বিশ্বাস মিলেমিশে আছে। এই প্রসঙ্গকে অনুসরণ করে বলা হয় মেক্সিকারা আনাহুয়াক উপত্যকায় পদার্পণ করার পর ঐ অঞ্চলের মানুষ তাদের অনুন্নত, অসভ্য বলে মনে করত।

মেক্সিকা জনসমাজ প্রাচীন তলতেক (Toltec) সমাজ সংস্কৃতি থেকে নিজেদের সমাজ-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন এবং একটা স্তরে তারা প্রাচীন তেনচতিতলান সমাজ বলে ভুল বুঝেছিল।

মেক্সিকারা এখনও মনে করে তলতেকরাই (Toltec) হল সমস্তরকম সংস্কৃতির মূল উৎস। তলতেকায়োতি (Toltecayoti) শব্দটি আসলে সংস্কৃতিরই অন্য নাম। মেক্সিকা লোকপুরানে ‘তলতেক’ (Toltec) এবং কেতজালকোত (Quetzal) বিশ্বাসকে প্রাচীন তোলান (Tollan) শহরের সঙ্গে এক করে দেখেছিল।

এক্ষেত্রে তারা প্রাচীন তেওতিহুয়াকান (Teotihuacan) শহরের সঙ্গেও নিজেদের বেশি করে চিহ্নিত করেছিল।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)