সত্যেন্দ্রকুমার বসু
বিংশ শতাব্দীর প্রথম ভাগে, স্পুনার (D. B. Spooner) এই ভগ্নাবশেষ খনন ক’রে কণিষ্কের মূর্তি অঙ্কিত একটা আধারে রক্ষিত বুদ্ধাস্থি পান।এই বুদ্ধাস্থি ব্রহ্মদেশের বৌদ্ধদের দেওয়া হয়। আধারটা পেশাওয়ারের মিউজিয়ামে রাখা আছে।
কণিষ্কের স্তূপের পশ্চিমে হিউএনচাঙ কণিষ্ক-নির্মিত একটা অতি সুন্দর বিহারের ভগ্নাবশেষও দেখেছিলেন।হিউএনচাঙ পুরুষপুরে প্রচুর আখের গুড় তৈরি হ’তে দেখেছিলেন। ১৯ এ সময়ে চীনদেশের লোকে জানত না যে আখ থেকে গুড় তৈরি হয়।
হিউএনচাঙ ও অন্যান্য ভ্রমণকারীদের বর্ণনা শুনে চীনসম্রাট থাইচুঙ আখের গুড় তৈরি করা শিখতে ভারতবর্ষে লোক পাঠিয়েছিলেন। আবার এর কয়েক শত বছর পর থেকে আধুনিককাল পর্যন্ত চীন দেশ থেকে প্রচুর চিনি ভারতবর্ষে আমদানি করা হত। ‘চিনি’ নামও সেই জন্যেই।
(চলবে)
হিউএনচাঙ (পর্ব-৬৫)
Sarakhon Report 



















