ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
আজতেকদের পূর্বপুরুষ বর্ণসংকর
আজতেকদের পূর্বপুরুষ এবং বর্তমান জনগোষ্ঠী সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। মেক্সিকোর আদি আজতেক জনগোষ্ঠীদের মধ্যে দুটি বিভাগ আছে। একটি হল স্প্যানিশদের রক্ত এবং অপরটি দেশজ পূর্বপুরুষদের রক্ত। এছাড়া মেক্সিকাদের উত্তরসূরী বা বংশধর এবং আজতেক সাম্রাজ্য এবং মেসোআমেরিকার দেশজ সন্তানরাও আছে।
এছাড়া মেক্সিকোতে চলে যাওয়া ভারতীয়দের একটা জনগোষ্ঠীরও সন্ধান পাওয়া গেছে। ভারতীয় মেক্সিকানরা সাধারণভাবে নাহুয়তি (Nahuati) ভাষায় কথা বলেন এবং এদের অনেকে নিজেদের কথ্যভাষা বা ডায়লেক্টকে মেক্সিকানো বলে।
এই অংশের মানুষ প্রধানত মেক্সিকোসিটির গা-লাগোয়া পর্বতমালার আশেপাশে বসবাস করে। এবাদেও বলা যায় এই নাহুয়াত ভাষা প্রায় পুরনো মেক্সিকোর মধ্যেই চালু। এই নাহুয়াত ভাষার মধ্যে আবার মেক্সিকোতে প্রচলিত এবং সৃষ্ট স্প্যানিশ শব্দের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
শব্দ উৎসর খুঁটিনাটি দেখলে আমরা বুঝতে পারব এই শব্দ রাশির মধ্যে আমেরিকার ইংরেজী শব্দ ঢুকে পড়েছে।
(চলবে)
আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪৬)
Sarakhon Report 



















