ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
বই-এর শেষ অংশটি পাতলা কাঠের পাতের সঙ্গে শিরিসের আঠা দিয়ে আটকানো হত। এই আশটিই বই-এর প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হত। কখনো কখনো এই প্রচ্ছদ নানারকম ছবিতে গাজান হত।
ছবিগুলি দক্ষতার সঙ্গে শিল্পীরা হাতে আঁকত। এই আঁকার কাজে যারা ব্যাস্ত থাকত তাদের জীবিকা বা রুজিরোজগার এই কাজের মধ্য দিয়েই মিটে যেত। এছাড়া বই-এর দুটি দিকেই কিছু লেখা থাকত এবং তার উপর বর্ণময় চিত্রাঙ্কণ করা হত।
এবাদেও বই-এর অনেক পৃষ্ঠার লাইন লাল এবং কালো কালিতে লেখা হত। এই সঙ্গে মজার খবর হল বই-এর প্রতিটি পাতা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার ব্যবস্থা থাকত। বই এবং কাগজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হল বাসে, শহরের সরকারি বেসরকারি নানা কাজের জন্য অনেক কাঁচামালের প্রয়োজন হত।
একটি হিসেব থেকে জানা যায় যে এই ব্যাপক কাজের জন্য ২৪ হাজার রিম কাগজের উৎপাদন করতে হয়। রাজধানী শহর তেনোচতিতলানে চার লক্ষ আশি হাজার শিট পাঠাতে হত।
(চলবে)
Sarakhon Report 



















