প্রদীপ কুমার মজুমদার
ভগ্নাংশ
পাশ্চাত্য পণ্ডিতগণ মনে করেন সাফল্যজনক ভগ্নাংশের ব্যবহার ১৫৫০ খ্রীষ্টপূর্বে আহমীস পেপিরাসে দেখতে পাওয়া যাবে। অবশ্ব ব্যাবিলনবাসীরাও কিছু কিছু ভগ্নাংশের ব্যবহার করেছেন। আহুমীস পেপিরাসের কোন এক জায়গায় এইভাবে লেখা থাকতে দেখা যায়।
তবে অধিকাংশই হাইরেটিক বা কার্সিভহাইরেটক লিপিতেও তাঁরা এগুলিকে প্রকাশ করেছেন। যেমন ধরা যাক,১৩৮ প্রভৃতিকে তাঁরা লিখতেন 111 এবং 1100 বা ll প্রতীক চিহ্ন দিয়ে।’
চীনারাও অতি প্রাচীনকাল থেকে ভগ্নাংশর ব্যবহার করতেন। প্রায় ১১০৬ খ্রীষ্টপূর্বে তাঁদের বিখ্যাত গ্রন্থ চৌউ পেঈতে ২৪৭, উউট প্রভৃতি ভগ্নাংশ এবং তৎ-সংক্রান্ত বিভিন্ন নিয়ম উল্লিখিত হতে দেখা যায়। গ্রীকরাও এ ব্যাপারে পিছিয়ে ছিলেন না।
অন্ততপক্ষে হীরণ আরিষ্টার্কাস প্রমুখ গ্রীক গণিতবিদদের লেখায় ভগ্নাংশের বহুল ব্যবহার দেখতে পাওয়া যায়।
(চলবে)
Sarakhon Report 



















